এই সপ্তাহের সব রাশির রাশিফল
মেষঃ এই সপ্তাহের শুরুতে এই রাশির জাতক জাতিকারা নতুন উদ্যম , উদ্দীপনা অনুভব করবেন । সপ্তাহের শুরুতেই মানসিক প্রফুল্লতা বৃদ্ধি পাবে । ধীরে ধিরে কাজ কর্মে অগ্রগতীর সূচনা হবে । সপ্তাহের মধ্যভাগে মানসিক সংশয় ও উৎকণ্ঠার সাময়িক অবসান। দাম্পত্য শান্তি। শরীরস্বাস্থ্যের উন্নতি। মানসিক বলবৃদ্ধি। সপ্তাহের অন্তভাগে ব্যবসায়িক ঋণশোধ। আত্মীয়পরিজন-গুরুজন . স্থানীয় ব্যক্তির স্থাস্থ্যোন্নতি। প্রেম-পরিণয়ে অতিরিক্ত সংবেদনশীলতা পরিত্যাজ্য। আয়-ব্যয়ের মধ্যে সমতা বিধান জরুরি।
বৃষঃ সপ্তাহের শুরুতে আধ্যাত্মিক, অনুপ্রেরণার বিকাশে মানসিক বল-বৃদ্ধি। ঈশ্বরের কৃপায় দীর্ঘদিনের শারীরিক ব্যথা-বেদনার আংশিক উপশম। সপ্তাহের মধ্যভাগে ঋণশোধ। আর্থিক অবস্থার কিছুটা উন্নতি। বিদ্যার্থীদের পক্ষে ঈপ্তাহের চতুর্থ দিন অত্যন্ত ফলপ্রসূ । ব্যবসায়িক ক্ষেত্রে উৎকন্ঠা বৃদ্ধি পেলেও অতিরিক্ত দুশ্চিন্তার কোনও প্রয়োজন নেই। সপ্তাহের অন্তভাগে সাংসারিক শান্তি, প্রচেষ্টায় সাফল্য। শরীর-স্বাস্থ্যের বিষয়ে সতর্কতা আবশ্যক। শক্রদমন।
☞ ঘরোয়া কিছু পদ্ধতি ব্যবহার করেই আটকানো যায় চুলপড়া , খুশকি ও পাকা চুল । জেনে নিন
মিথুনঃ এত দুশ্চিন্তা কেন? ঐশ্বরিক কৃপায় এই সপ্তাহেই আপনার যাবতীয় উৎকণ্ঠা, উদ্বেগ থেকে অনেকটাই মুক্তি লাভ করবেন। সপ্তাহের শুরুতে আয় উন্নতির যোগ পরিস্কার। তবে ব্যয়ভাবও বয়েছে। আয়-ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বিধান অত্যন্ত জরুরি। সপ্তাহের মধ্যভাগেই শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি। ধর্মাচরণ , আধ্যাত্মিক শক্তির বিকাশে মনোবল বৃদ্ধি। সপ্তাহের অন্তভাগে দাম্পত্য সমস্যা কিছুটা মাথাচাড়া দিতে পারে। দ্রুত সামঞ্জস্য বিধান প্রয়োজন। কর্মসন্ধানে নতুন উৎসাহে মানসিক প্রফুল্লতা বৃদ্ধি।
☞ লোকনাথ বাবার কিছু বানী আপনার জীবনে আশার আলো আনতে পারে । একটু সময় দিয়ে পড়ে নিন ।
কর্কটঃ এই রাশির জাতক-জাতিকার পক্ষে শুভাশুভ ফল দেবে । সপ্তাহের শুরুতে প্রতিকূলতা বৃদ্ধি পাবে। অর্থচিন্তায় মানসিক উদ্বেগ বৃদ্ধি। সাংসারিক 'অশাস্তিতে চিত্তচাঞ্চল্য। সপ্তাহের মধ্যভাগ সন্তানের পক্ষে শুভ । ব্যয়-বৃদ্ধি থাকলেও অর্থের সংস্থান হয়ে যাবে। শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি। সপ্তাহের শেষদিক তুলনামূলকভাবে শুভ। ঐশ্বরিক কৃপায় মানসিক গীড়া, উৎকন্ঠার সাময়িক সমাধান।
☞কোলকাতার কাছাকাছি ৯ টি অসাধারন পিকনিক স্পটের সন্ধান জেনে নিন
সিংহঃ সপ্তাহের শুরুতে আর্থিক ্ দীনতায় মানসিক অস্থিরতা বৃদ্ধি । তবে খুব একট চিন্তার কারন নেই। শুভাকাঙ্ক্ষী আত্মীয়, বন্ধুদের সহায়তায় যাবতীয় প্রতিকূলতা থেকে জয়লাভ অবশ্যম্ভাবী। সপ্তাহের মধ্যভাগে গৃহশান্তি বৃদ্ধি। মানসিক প্রফুল্লতা বৃদ্ধি। . যোগচর্চা, প্রাণায়ামে সুস্থতা বজায় থাকবে। ঋণশোধ। শক্রদমন। সপ্তাহের অন্তভাগে আর্থিক সমস্যার সাময়িক সুরাহা | মানসিক সন্তোষ বৃদ্ধি ।
☞ বাজারে এসেছে ভেসপা কোম্পানীর ইলেক্ট্রিক স্কুটার , ১ বার চার্জ দিলে চলবে ১০০ কিমি দেখে নিন
কন্যাঃ ব্যবসায়িক মন্দায় সপ্তাহটা শুরু হলেও শারীরিক সুস্থতায় মনোবল বৃদ্ধি। কর্মে নতুন উদ্দীপনা। শুভ যোগাযোগ। দাম্পত্য শান্তি। সপ্তাহের মধ্যভাগে ব্যবসায় কিছুটা অগ্রগতি। আর্থিক অবস্থা স্থিতিশীল। চাকুরিক্ষেত্রে আটকে থাকা বেতনে ছাড়পত্র। বিদ্যার্থীদের মনোসংযোগে বাধা-বিপত্তি। সপ্তাহের অন্তভাগে উচ্চশিক্ষায় শুভ সংবাদ ও নতুন কর্মো উদ্দীপনায় মানসিক বলবৃদ্ধি। সাংসারিক ক্ষেত্রে মনোমালিন্যের অবসানে মানসিক সন্তোষ বৃ্দ্ধি।
তুলাঃ তুলা রাশির জাতক/ জাতিকার ক্ষেত্রে এই সপ্তাহটা বিশেষ অর্থবহ। সপ্তাহের প্রথম দিকে সম্পত্তিজনিত বিবাদ পুনরায় মাথাচাড়া, দিতে পারে । পুরনো মামলা মোকদ্দমা, পুলিশি ঝামেলায় মানসিক অস্থিরতা বৃদ্ধি। সপ্তাহের মধ্যভাগে স্থির সিদ্ধান্তে জটিল সমস্যার আপাত সমাধান। বন্ধুস্থানীয় ব্যক্তির সহযোগিতায় আইনি সমস্যায় আপাত স্বস্তি। সপ্তাহের অন্তভাগ তুলনামূলকভাবে বেশ শুভ। অর্থচিন্তার অবসান। শরীর, স্বাস্থ্যের আশ্চর্যজনক উন্নতি। ঈশ্বরের কৃপায় মানসিক অস্থিরতার অবসান। শরীর , স্বাস্থ্যের আশ্চর্যজনক উন্নতি । ঈশ্বরের কৃপায় মানসিক অস্থিরতার অবসান ।
☞ জানেন কি দাঁতের পোকা বলে কিছু হয়না ? আর দাঁত ভালো রাখার সিক্রেট জেনে নিন

ধনুঃ অর্থোপার্জনে উল্লেখযোগ্য অগ্রগতিতে সপ্তাহের শুরুতে নতুন কর্মোদ্দীপনা বৃদ্ধি। প্রেমপরিণয়ে ভুল বোঝাবুঝির অবসান। ব্যবসাক্ষেত্রে শুভ যোগাযোগ। সপ্তাহের মধ্যভাগে সম্পত্তিজনিত সমস্যায় মানসিক পীড়া। আত্মীয়-বন্ধুর আচরণে মতানৈক্য। আধ্যাত্মিক শক্তির বিকাশে শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি। সপ্তাহের অন্তভাগে সাংসারিক সমস্যায় মানসিক অস্থিরতা বৃদ্ধি। গুরুজনস্থানীয় ব্যক্তির শারীরিক অবস্থার সন্তোষজনক উন্নতি। মানসিক প্রফুল্পতা বৃদ্ধি ।
মকরঃ সপ্তাহের শুরুর দিকে শুভচিন্তার উদ্রেক। অর্থনৈতিক ক্ষেত মোটামুটি স্থিতিশীল। দাম্পত্য সন্তোষ বৃদ্ধি। বিদ্যার্জনে বাধা-বিপত্তির অবসান। সপ্তাহের মধ্যভাগে প্রেম-পরিণয়ে মানসিক প্রফুল্লতা বৃদ্ধি। যাবতীয় মতানৈক্যের অবসান। ঋণশোধ। শক্রদমন। সপ্তাহের অন্তভাগে কর্মক্ষেত্রে কর্মপ্রতিভার স্বীকৃতি । ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুরোধে কর্ম ক্ষেত্রে উৎকণ্ঠার অবসান । স্বাস্থ্যের ব্যাপারে সতর্কতা অত্যন্ত জরুরী । ব্যাবসায়িক অগ্রগতি ।
কুম্ভঃ ব্যবসায়িক চিন্তায় নতুন সমাধানে আশার আলো । সপ্তাহের প্রথম দিকে নতুন কর্মোদ্দীপনা। বিদ্যাস্থানে বাধাবিপত্তি। প্রেমজ ব্যথা-বেদনা। সপ্তাহের মধ্যভাগে গুপ্ত শত্রতার যথোপযুক্ত জবাব। গৃহশান্তি বজায় রাখা অত্যন্ত জরুরি। শারীরিক সতর্কতা আবশ্যক।. সপ্তাহের অন্তভাগে আর্থিক সমস্যার কিছুটা সুরাহা। শরীর-স্বাস্থ্যের উন্নতিতে মানসিক উদ্বেগের আপাত অবসান। প্রেম-পরিণয়ে মানসিক উৎফুল্পতা বৃদ্ধি।
☞ বাজার থেকে পচা টম্যাটোর সস কিনে খাওয়ার থেকে বাড়িতে সস বানানোর এই পদ্ধতি জেনে নিন
মীনঃ সপ্তাহের শুরুতে শারীরিক অবস্থার উল্লেখযোগ্য অগ্রগতি। অর্থনৈতিক স্থিতাবস্থা জারি। দাম্পত্য-শান্তি বিধান। সপ্তাহের মধ্যভাগে বিকল্প কর্মচিন্তায় নতুন পথের সমাধান। সংসারে মানসিক দূরত্বের অবসান। বিদ্যাস্থানে উল্লেখযোগ্য উন্নতি। ব্যয় বৃদ্ধি। সপ্তাহের অস্তভাগে গৃহজ সমস্যা বৃদ্ধি । আত্মীয় পরিজনের উদাসীন আচরণে মানসিক পীড়া।

কোন মন্তব্য নেই: