গৌতম বুদ্ধ - গৌতম বুদ্ধের শিক্ষা ও গৌতম বুদ্ধের বাণী
· ফোঁটা ফোঁটা জলেই কলসি
পূর্ণ হয়।
·
আজ আমরা যা কিছু করি তা সবাই আমাদের আতীতের ভাবনার পরিণতি।
যদি কেউ অশুভ ভাবনা নিয়ে কোনো কথা বলে কিংবা কাজ করে, তা হলে দুঃখ তাকে অনুসরণ করে।
যদি কেউ বিশুদ্ধ ভাবনা নিয়ে কথা বলে বা কজ করে, সুখ তাকে আনুসরণ করে ছায়ার মতন।
·
সকল কুকাজ মানুষের মন থেকেই উদ্ভব হয়। যদি মনের উত্তরণ ঘটানো
যায়, কুকাজ কি করে সম্ভব?
·
অসৎ ও বিবেকহীন মানুষ বুনো পশুর থেকেও ভয়ংকর। কারণ বুনো পশুর
কামড় দেহে জ্বালা ধরায়, অসৎ মানুষের কামড় জ্বালা ধরায় মনে।
·
সহস্র ফাঁপা শব্দ অপেক্ষা গুটিকয় শব্দের মূল্য অনেক বেশি যদি
তা হৃদয়ে শান্তি নিয়ে আসে।
·
সকল জটিল বিষয়ে বিশৃঙ্খলা সহজাত, চেষ্টা করতে হবে দক্ষতার সঙ্গে।
·
অতীত কিংবা ভবিষ্যতে ডুবে না থেকে মনঃসংযোগ করো বর্তমানে, বর্তমান
মুহূর্তগুলিতে।
·
যারা প্রকৃত অর্থেই বেঁচেছে তারা মরতে ভয় পায় না।
·
যা পেয়েছ তাকে অতিরিক্ত মূল্য দিও না, কাউকে ঈর্ষা করো না।
যে অপরকে ঈর্ষা করে সে মনে শান্তি পায় না।
·
ঘৃণা কখনও ঘৃণা দ্বারা ধ্বংস করা যায় না, কেবল ভালোবাসার দ্বারাই
তা সম্ভব, ইহাই শাশ্বত নিয়ম।
·
যিনি ৫০ জনকে ভালোবাসেন তার দুঃখের সংখ্যা ৫০। যিনি কাউকে ভালোবাসেন
না তার একটিও দুঃখ নেই।
·
স্বাস্থ্য হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপহার, সন্তুষ্টি শ্রেষ্ঠ সম্পদ।
বিশ্বস্ততা শ্রেষ্ঠ সম্পর্ক।
·
হৃদয়ে ক্রোধ ধারণের অর্থ এক টুকরো জ্বলন্ত কয়লা ছুঁড়ে ফেলার
উদ্দেশ্যে মুঠোয় ধরে রাখা; এটা তোমরই হাত যা পুড়ে যাচ্ছে।
·
আমরা যত বড়ো বড়ো কথা বলি বা পড়ি না কেন যদি সেই অনুসারে কাজ
না করি সেগুলি সব অর্থহীন।
·
যে কাজ সম্পাদিত হয়ে গেছে তা নিয়ে আমার মাথাব্যাথা নেই; যে
কাজ এখনও বাকি এস সেদিকে নজর দেওয়া যাক।
·
বিতর্কে যে মুহূর্তে আমরা ক্রোধের খপ্পরে পড়ে জাই ঠিক তখনই
সত্য থেকে বিচ্যুত হই এবং ক্রমাগত নিজেদের দিকে এগিয়ে চলি।
·
আকাশের নিজস্ব কোনো পুব কিংবা পশ্চিম নেই। মানুষই এই বিভেদ
সৃষ্টি করে এবং তা সত্য বলে বিশ্বাস করে।
·
মানুষের কোনো বন্ধু কিংবা শত্রু নয়, তার মনই তাকে সকল পাপের
পথে প্রচলিত করে।
·
হাজার যুদ্ধ জয়ের থেকেও নিজেকে জয় করা বেশি কঠিন। কারণ সে জয়
সম্পূর্ণ তোমার, কারণ তা কোনো দেবতা কিংবা দৈত্য, স্বর্গ কিংবা নরক-কেউ তোমার থেকে
কেড়ে নিতে পারে না।
·
গন্তব্যে পৌঁছানো অপেক্ষা সুন্দর ভ্রমণ কম উপভোগ্য নয়।
·
ঠিক যেমন একটি মোমবাতি আগুন ছাড়া জ্বলতে পারে না, অধ্যাত্মিক
জীবন ছাড়া মানুষও তেমনি বাঁচতে পারে না।
·
যেভাবে পৃথিবী খুঁড়ে সম্পদ তুলে আনা হয়, তেমনি ভালো কাজের থেকে
উঠে আসে পুণ্য এবং বিশুদ্ধ এবং প্রশান্ত হৃদয় থেকে আবির্ভূত হয় জ্ঞান। মানব জীবনের
গোলকধাঁধাময় পথে নিরাপদে হাঁটতে প্রত্যেকেরই প্রয়োজন জ্ঞানের আলো ও পুণ্যের নির্দেশনা।
·
আমরা ছাড়া কেউই আমাদের রক্ষা করে না। কেউ না। আমাদের নিজেদের
পথ নিজেদেরই হেঁটে পার হতে হয়।
·
শান্তি অন্তরে, একে বাইরে খোঁজা অর্থহীন।
·
পা-কে তখনই পা বলে অনুভূত হয় যদি তা মাটি স্পর্শ করে।
·
Mind is everything what we think we become.
·
যা আমরা সব থেক ভালোভাবে জানি তাতে গুরুত্ব না দেওয়াই হল জীবনের
চরম ব্যার্থতা।
·
জিহ্বা ধারালো তরবারির মতো… এক বিন্দু রক্ত না ঝরিয়েও হত্যা
করতে সক্ষম।
·
আকাশে কোনো পথই নেই। সব পথ হৃদয়ে।
·
অস্তিত্বের সব থেকে বড়ো রহস্য হল ভয়হীনতা। তোমার কী হবে এ কথা
ভেবে কখনও ভীত হয়ো না, কারও ওপর নির্ভর কোরো না। যে মুহূর্তে তুমি সকল সাহায্যকে বাতিল
করতে পারবে জেনো তুমি মুক্ত।
·
জ্ঞানীরা তাদের বক্তব্যকে ভাবনা দ্বারা অলঙ্কৃত করেন, ছাঁকেন
যেভাবে চালুনি দ্বারা শস্য ছাঁকা হয়।
·
সত্যের পথযাত্রায় মানুষ দুটি ভুল সাধারণত করেঃ প্রথমত, যাত্রা
শুরু না করে; দ্বিতীয়ত, মাঝপথে থেমে যায়।
·
সৎ বা পুণ্যের বিশুদ্ধতা প্রমাণের জন্য অসৎ বা পাপের উপস্থিতি
অতি প্রয়োজন।
·
সন্দেহের মতন ভয়ংকর আর কিছুই হতে পারে না। সন্দেহ মানুষে মানুষে
বিচ্ছেদ ডেকে আনে। এ এক এমনই বিষ যা বন্ধু কিংবা প্রিয়জনদের আলাদা করে দেয়। এমন এক
কাঁটা যা সর্বদা খোঁচা দেয়, রক্ত ঝরায়; এটা এমন এক তরবারি যা হত্যা করে।
·
যারা সকল বিদ্বেষপুর্ণ ভাবনার উর্ধ্বে তারা নিশ্চিত ভাবেই শান্তি
লাভ করেন।
·
তিনটি জিনিস দীর্ঘক্ষন লুকিয়ে থাকতে পারে না- সূর্য, চন্দ্র
আর সত্যি।
·
অলসতা মৃত্যুর সহজ পথ, শ্রমই প্রকৃত জীবনের পথ; বোকারা অলস,
জ্ঞানী ব্যাক্তির পরিশ্রমী।
·
সুস্বাস্থ্য উপভোগ, প্রকৃত পরিবারিক শান্তি প্রভৃতি লাভের জন্য
প্রত্যেকেরই উচিত নিজের মনকে সংযত ও শৃঙ্খলাবদ্ধ করা। যদি কেউ তার মনকে সংযত করতে পারে
ষে মুক্তির পথ খুঁজে পায়, এবং যাবতীয় জ্ঞান ও পুণ্য স্বভাবতই তার কাছে আসে।
গৌতম বুদ্ধের শিক্ষা ও গৌতম বুদ্ধের বাণী - Gautam Buddha quotes in Bengali
Reviewed by WisdomApps
on
মার্চ ২৮, ২০২০
Rating:

কোন মন্তব্য নেই: