এই সপ্তাহ আপনার কেমন যাবে ? ২৫ এপ্রিল থেকে ১লা মে ২০২১

                 


এই সপ্তাহের সব রাশির রাশিফল 


মেষঃ সপ্তাহের শুরুটা তুলনামূলকভাবে শুভ। শরীরস্বাস্থ্যের উল্লেখযােগ্য উন্নতি। ব্যবসায় নতুন যােগাযােগ। দাম্পত্য শান্তি। সপ্তাহের মধ্যভাগে চাকুরিস্থানে অস্থিরতা বৃদ্ধি। প্রেম-পরিণয়ে বিরহ বেদনা। বিদ্যালাভে মনঃসংযােগের অভাব। সপ্তাহের অন্তভাগে চাকুরিক্ষেত্রে গােলােযােগের সাময়িক অবসান। বহুদিনের আটকে থাকা অর্থ আদায়। দৈব কৃপায় জটিল সমস্যার সন্তোষমূলক সমাধান। শত্রুদমনে উল্লেখযােগ্য সাফল্য। গবেষণামূলক কাজে সাফল্য। 


☞ বাড়িতে অশুভ শক্তির বসবাস ? তাড়াবেন কিভাবে ? জেনে নিন 

বৃষঃ নতুন আসা- কর্মোদ্যমের সপ্তাহের সূচনা। সম্পত্তিজনিত সমস্যায় মানসিক চাপ বৃদ্ধি। বিদ্যাক্ষেত্রে যথেষ্ট বাধা-বিঘ্ন। শত্রুদমনে সাফল্য। সপ্তাহের মধ্যভাগে বিদ্যাস্থানে মনঃসংযােগ বৃদ্ধি। ব্যবসা-বাণিজ্য সাময়িক ঋণ বৃদ্ধি। কর্মস্থানে অস্থিরতা বজায় মানসিক অস্থিরতা বৃদ্ধি। সপ্তাহের অন্তভাগে দাম্পত্য সন্তোষ। প্রেমজ সম্পর্কে আবেগ অনুরাগ বৃদ্ধি।  অর্থনৈতিক ক্ষেত্রে নতুন আশা-আকাঙ্ক্ষার সঞ্চারে মানসিক প্রফুল্লতা বৃদ্ধি।

কানে শুনতে পেতেন না বিটোভেন , করেছেন পৃথিবীর সবথেকে বিখ্যাত সুর সৃষ্টি । কিভাবে ? 

 মিথুনঃ  ব্যক্তিগত শত্রুতার অবসান। আত্মীয় বন্ধু সহায়তায় পুরানাে মনােমালিন্যের সন্তোষজনক সমাধান। আয় উন্নতিতে বাধা-বিঘ্ন বজায় থাকায় মনােবল হ্রাস। সপ্তাহের মধ্যভাগে ব্যবসা ক্ষেত্রে নতুন উদ্যম। চাকুরিক্ষেত্রে অস্থিরতা বজায়, হতাশা বৃদ্ধি। আধ্যাত্মিক কৃপায় বিকল্প রােজগারের উপায়-অনুসন্ধানে সাফল্য। সপ্তাহের অন্তভাগে রাজনৈতিক ব্যক্তিদের নতুন যােগাযােগ ও পদপ্রাপ্তি। পুরানাে  মামলা মােকদ্দমায় মানসিক চাপ বৃদ্ধি। গৃহজ শান্তিতে মানসিক প্রফুল্লতা বৃদ্ধি। 



কর্কটঃ সপ্তাহের শুরুতে নতুন কর্মানুসন্ধানে আশাতীত সাফল্য। পুরানাে কর্মক্ষেত্রে কর্তৃপক্ষের উদাসীনতায় অর্থপ্রাপ্তিতে বিলম্ব। ব্যবসায়ীদের পক্ষে এই সপ্তাহের মধ্যভাগটা যথেষ্ট চাপের। পারিবারিক মনােমালিন্য , গার্হস্থ্য হিংসা বৃদ্ধি, ঋণশােধে মানসিক অস্থিরতার অবসান। সপ্তাহের অন্তভাগে ব্যবসায়িক সমস্যার আশাপ্রদ সমাধান। প্রেম-পরিণয়ে অভাব অভিযােগ পরিত্যাজ বিদ্যার্থীদের বিদ্যার্জনে নতুন উদ্যম। গুরুজন স্থানীয় ব্যক্তির শরীর-স্বাস্থ্যের উল্লেখযােগ্য উন্নতি। 

কোলকাতার কাছাকাছি ৯ টি অসাধারন পিকনিক স্পটের সন্ধান জেনে নিন 

সিংহঃ  এই রাশির জাতক/ জাতিকারা এই সপ্তাহটা যথেষ্ট  সাবধানে থাকবেন। আকস্মিক ভাবে উঁচু স্থান থেকে পতন, কীটপতঙ্গ সংক্রমণ থেকে সাবধানতা অবলম্বন প্রয়ােজন। উচ্চবিদ্যার প্রভূত উন্নতি। সপ্তাহের মধ্যভাগে কর্মস্থানে নতুন আশার সঞ্চার। আয় উন্নতি বৃদ্ধি। দাম্পত্য সমস্যা, গার্হস্থ্য হিংসায় অস্থিরতা বৃদ্ধি। সপ্তাহের অন্তভাগে ঐশ্বরিক কৃপায় শরীর-স্বাস্থ্যের উল্লেখযােগ্য উন্নতি। পারিবারিক সমস্যার সন্তোষজনক মীমাংসা। শত্রুদমনে সাফল্য। 


কন্যাঃ  অনেক দিনের জমে থাকা মনােমালিন্যের অবসানে মানসিক স্বস্তি। সপ্তাহের শুরুতেই কর্মক্ষেত্রে নতুন যােগাযােগে বিকল্প কর্মসংস্থানের শুভ যােগ। প্রেম-পরিণয়ে মান-অভিমান বৃদ্ধি। সঞ্চার সপ্তাহের মধ্যভাগে ব্যবসাক্ষেত্রে আটকে থাকা অর্থ আদায়। আইন-পুলিস সংক্রান্ত সন্তানের বিষয়ে সুচিন্তিত সিদ্ধান্ত নেওয়া আবশ্যক। উন্নতিতে  সপ্তাহের অন্তভাগে পারিবারিক চাপ বৃদ্ধি। অন্তভাগে অর্থতি বৃদ্ধি। রাজনৈতিক ব্যক্তিদের পক্ষে নতুন আশা-আকাঙ্ক্ষার সঞ্চার।



তুলাঃ  সপ্তাহের প্রথমভাগে। আধ্যাত্মিক কৃপায় শরীর স্বাস্থ্যের উন্নতি। ব্যবসায়িক যোগাযোেগ কর্মোদ্যম। বিদ্যাস্থানে মনঃসংযােগ হ্রাস। সপ্তাহের মধ্যভাগে আয়-উপার্জনে যথেষ্ট বাধা-বিঘ্ন। চোট-আঘাত প্রাপ্তির সম্ভাবনা। ঋণ বৃদ্ধি। প্রেম-পরিণয়ে রাগ অনুরাগ  বৃদ্ধি। সপ্তাহের অন্তভাগে ব্যবসাক্ষেত্রে। নতুন করে বিনিয়ােগ। গবেষণামূলক কাজে উল্লেখযােগ্য সাফল্য। উত্তেজনা রয়েছে। এইরকম বিতর্ক বিবাদ এড়িয়ে যাওয়াই শ্রেয়।

☞ মায়াপুর ঘুরতে যেতে চান ? খুঁটিনাটি সব জেনে নিন এই লেখা থেকে 

বৃশ্চিকঃ সপ্তাহের শুরুতেই শুভ যােগাযােগ। ব্যবসায় নতুন আশার সঞ্চার। কর্মস্থানে অস্থিরতার অবসান। দাম্পত্য সন্তোষ বজায় থাকবে। সপ্তাহের মধ্যভাগে পেট, মুখমণ্ডল, ত্বকের সমস্যা বৃদ্ধি। |  গুরুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল। | নিজের পরিশ্রম ও ধৈর্য বজায় রাখায় আয়। উপার্জন বৃদ্ধি। সপ্তাহের শেষের দিকে ব্যবসা ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি হলেও খুব একটা দুশ্চিন্তার কিছু নেই। বিতর্কিত বিষয়ে | অনর্থক মন্তব্যে প্রেমজ সম্পর্কে উত্তেজনা বৃদ্ধি।


ধনুঃ শরীর-স্বাস্থ্যের বিষয়ে অত্যন্ত সতর্কতা আবশ্যক। সপ্তাহের শুরুতে আয় উপার্জনে। মন্দা। মানসিক |  অসন্তোষের কারণ হতে পারে। শেয়ার,ফাটকা ইত্যাদিতে হঠকারী সিদ্ধান্ত নেওয়ার থেকে বিরত থাকাই শ্রেয়। সপ্তাহের মধ্যভাগে অর্থ সমস্যার সাময়িক সুরাহা। কর্মক্ষেত্রে অস্থিরতা বজায় থাকায় হতাশা বৃদ্ধি। সপ্তাহের অন্তভাগে বিদ্যাস্থানে প্রভূত উন্নতি। রাজনৈতিক আকাক্ষায় নতুন সঞ্চার। দাম্পত্য সমস্যার সন্তোষজনক সমাধান। স্বাস্থ্যোন্নতি।



মকরঃ  ব্যবসাক্ষেত্রে নতুন লগ্নির মাধ্যমে সপ্তাহের শুভ সূচনা। কর্মক্ষেত্রে আটকে থাকা বেতন প্রাপ্তি। প্রেম-পরিণয়ে উল্লেখযােগ্যভাবে বিতর্ক বিবাদের অবসান। সপ্তাহের মধ্যভাগের শরীর-স্বাস্থ্যের বিষয়ে সতর্কতা অবলম্বন আবশ্যক। আকস্মিক চোট আঘাত, পুরানাে ব্যাধিতে মানসিক অস্থিরতা বৃদ্ধি। যদিও ঐশ্বরিক কৃপায় সপ্তাহের শেষের দিকেই শরীর-স্বাস্থ্যের উল্লেখযােগ্য উন্নতি। নতুন করে অর্থলগ্নির চিন্তা এখনই না করা উচিত। 

কুম্ভঃ সপ্তাহের শুরুটা খুব একটা মন্দ যাবে না। গুরুজনের নিয়ে উদ্বেগ থাকবে। পারিবারিক ক্ষেত্রে বিতর্ক-বিবাদ এড়িয়ে যাওয়াই শ্রেয়। সপ্তাহের মধ্যভাগে ব্যবসা ক্ষেত্রে ঋণ। বৃদ্ধি। কর্মস্থানে কর্মী-সংকোচনে উদ্বেগ বৃদ্ধি। গবেষণামূলক কাজে আশাতীত সাফল্য। সপ্তাহের অন্তভাগে শারীরিক সুস্থতা বৃদ্ধি। বিদ্যার্জনে প্রভূত সাফল্য। গার্হস্থ্য হিংসায় প্ররােচনা থেকে সাবধান। প্রেমে সাফল্য। 


☞ জানেন কি দু'বেলা খাবার জুটতো না হোমিওপ্যাথির জনক হ্যানিম্যানের ? পড়ুন জীবনী 


মীনঃ সপ্তাহের শুরুটা বেশ আশাপ্রদ। আধ্যাত্মিক কৃপায় জটিল রােগের উপশম। ব্যবসাক্ষেত্রে নতুন আশার সঞ্চার। সপ্তাহের মধ্যভাগে রাজনৈতিক ক্ষেত্রে শুভ যােগাযােগে নব আশা-উদ্যম। সন্তানের বিদ্যাশিক্ষায় উন্নতিতে মানসিক প্রফুল্লতা। সপ্তাহের অন্তভাগে শেয়ার, ফাটকায়, নিবেশে অর্থক্ষতি। কর্মক্ষেত্রে বিকল্প কর্মানুসন্ধানে সাফল্য। গুপ্তশত্রুতার যথােপযুক্ত জবাব। দাম্পত্য সন্তোষ বজায়।

এই সপ্তাহ আপনার কেমন যাবে ? ২৫ এপ্রিল থেকে ১লা মে ২০২১ এই সপ্তাহ আপনার কেমন যাবে ? ২৫ এপ্রিল থেকে ১লা মে ২০২১ Reviewed by Wisdom Apps on এপ্রিল ২৫, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.