এই সপ্তাহের সব রাশির রাশিফল
মেষঃ সপ্তাহের প্রথমদিকে লাভ। নতুন কর্মোদ্যমে আশাতীত সাফল্য। ঐশ্বরিক কৃপায় মানসিক বল বৃদ্ধি ও কাজেকর্মে উৎসাহ। সপ্তাহের মধ্যভাগে জ্ঞাতি পরিজনের সঙ্গে আপস মীমাংসা। দাম্পত্য জীবনে মনােমালিন্যের অবসান। প্রেম-পরিণয়ে অহেতুক উত্তেজনা ও আবেগ প্রশমন করা জরুরি। সপ্তাহের অন্তভাগে পারিবারিক সন্তোষ বৃদ্ধি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযােগিতায় কর্মক্ষেত্রে জটিলতার অবসান। সন্তানের বিদ্যাশিক্ষায় তুলনামূলকভাবে মনােযােগ বৃদ্ধিতে মানসিক প্রশান্তি।
☞ একজিমা থেকে ক্যান্সার - হাজারো রোগ সারাতে পারে নিম - জেনে নিন
বৃষঃ আলােচ্য সপ্তাহের প্রথমভাগে দাম্পত্য জীবনে বাদানুবাদ মনােমালিন্য এড়িয়ে চলা প্রয়ােজন। কর্মক্ষেত্রে নিত্যনৈমিত্তিক জটিলতা মানসিক উদ্বেগের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়াতে পারে। সপ্তাহের মধ্যভাগে। ব্যবসাক্ষেত্রে নতুন আশা-উদ্যমের সঞ্চার। তবে আবেগের বশবর্তী হয়ে মাত্রাতিরিক্ত লগ্নি না করাই শ্রেয়। শেয়ার, ফাটকায় লাভের সম্ভাবনা বেশ প্রবল। সপ্তাহের অন্তভাগে গৃহ সংস্কার নির্মাণের উদ্যোগ শুভ হতে পারে। তবে সম্পত্তিজনিত কারণে জ্ঞাতি-বিরােধের সম্ভাবনা প্রবল। প্রেম-পরিণয়ে উত্তেজনা, আবেগ পরিহার করে চলা প্রয়ােজন।
☞হকার থেকে হলেন পৃথিবীর সেরা বিজ্ঞানী । পড়ে নিন আলভা এডিসন এর আশ্চর্য জীবনী ।
মিথুনঃ এই সপ্তাহের প্রথমভাগে ব্যবসায়িক ক্ষেত্রে লাভের যােগ বেশ পরিষ্কার। একই সঙ্গে ঋণবৃদ্ধির যােগও প্রবল। সন্তানের বিদ্যাশিক্ষার সফলতাতে মানসিক তৃপ্তি। সপ্তাহের মধ্যভাগে কর্মক্ষেত্রে আবেগ, উত্তেজনা পরিহার করে চলা প্রয়ােজন। নতুবা কর্মক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধির যােগ থাকছে। সপ্তাহের অন্তভাগে উচ্চবিদ্যার্জন, গবেষণামূলক কার্যে সফলতা। পারিবারিক ক্ষেত্রে জ্ঞাতি-পরিজনের হৃদয়হীনতায় হতাশা বৃদ্ধি৷ গৃহসংস্কার/নির্মাণের পরিকল্পনা আরও কিছুদিন পিছিয়ে দেওয়া প্রয়ােজন। লটারি প্রাপ্তির যােগ বেশ শুভ।
কর্কটঃ এই সপ্তাহের প্রথমদিকে কর্মসূত্রে দূর যাত্রার প্রয়ােজন হতে পারে। বিকল্প কর্মানুসন্ধানে সফলতা। সপ্তাহের মধ্যভাগে আয়-উপার্জন বৃদ্ধি। ঋণ পরিশােধ। গৃহনির্মাণ/ সংস্কারের পরিকল্পনা সফল হতে পারে। স্বামী-স্ত্রীর সম্পর্কের উন্নতি। সপ্তাহের অন্তভাগে পুরনাে মামলা-মােকদ্দমায় আইনি জটিলতা বৃদ্ধির যােগ রয়েছে। প্রেম পরিণয়ে পুরনাে তিক্ততার অবসান। শেয়ার, ফাটকায় অবিবেচকের মতাে লগ্নি।না করাই শ্রেয়।
☞বাচ্চাদের কি ডাইপার পরানো উচিৎ ? কি বলছেন বিশেষজ্ঞ ডাক্তার বাবুরা ?
সিংহঃ এই সপ্তাহের প্রথমদিকে শরীর-স্বাস্থ্যের প্রভূত উন্নতি। কর্মক্ষেত্রে দায়-দায়িত্ব বৃদ্ধি। ব্যবসাক্ষেত্রে উদ্যোগ/পরিশ্রম অনুযায়ী আয়-উন্নতিতে প্রত্যাশা পূরণ নাও হতে পারে। সপ্তাহের মধ্যভাগে পারিবারিক সমস্যা বৃদ্ধি। দাম্পত্য কলহ বৃদ্ধির যােগ রয়েছে। অহেতুক উত্তেজনা, মতানৈক্য,মনােমালিন্য এড়িয়ে চলা প্রয়ােজন। সপ্তাহের অন্তভাগে বিকল্প কর্মানুসন্ধানে প্রাণপন চেষ্টা চালিয়ে যাওয়া প্রয়ােজন। আলাপ- আলােচনার মাধ্যমে জ্ঞাতি-স্বজন বিরােধের নিষ্পত্তিতে উদ্যোগী হওয়া প্রয়ােজন।
কন্যাঃ আলােচ্য সপ্তাহের প্রথমদিকে জ্ঞাতি-পড়শির অসহযােগিতায় বিষয় সম্পত্তি নিয়ে মনােমালিন্য, বাদানুবাদ বৃদ্ধি পাওয়ার যােগ রয়েছে। সপ্তাহের মধ্যভাগে আধ্যাত্মিক কৃপায় শরীর-স্বাস্থ্যের অপ্রত্যাশিত উন্নতি। সন্তানের আচরণে হতাশা বৃদ্ধি। সপ্তাহের অন্তভাগে অত্যধিক পরিশ্রমে শারীরিক ক্লান্তি। চাকুরিজীবীদের পক্ষে সপ্তাহের শেষলগ্নে দায়িত্ববৃদ্ধির যােগ থাকছে। স্বনিযুক্তি প্রকল্পে যুক্ত ব্যক্তিদের পক্ষে সপ্তাহটা মােটের ওপর বেশ আশাব্যঞ্জক।
তুলাঃ এই সপ্তাহের গােড়ার দিকে ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি, বিকল্প কর্মানুসন্ধানে সাফল্য। সপ্তাহের মধ্যভাগে পারিবারিক বিবাদ, মনােমালিন্যের নিষ্পত্তি। শেয়ার, ফাটকা, লটারিতে ভেবেচিন্তে বিনিয়ােগ করা প্রয়ােজন। সপ্তাহের অন্তভাগে দাম্পত্য-কলহ বৃদ্ধি হতে পারে। তাই অপ্রয়ােজনীয় আবেগ, উত্তেজনা পরিহার করা জরুরি। সন্তানের বিদ্যা। শিক্ষায় অগ্রগতিতে মানসিক প্রফুল্লতা বৃদ্ধি ।
☞গৌরি মাতার এই বানীগুলো আপনার জীবন বদলে দিতে পারে - পড়ুন

ধনুঃ এই সপ্তাহের। প্রথমভাগে বহু শ্রম, নিষ্ঠায় প্রকল্পে যুক্ত ব্যক্তিদের আয়-উপার্জন বৃদ্ধির যােগ সুস্পষ্ট। সপ্তাহের মধ্যভাগে। প্রেমজ ক্ষেত্রে তিক্ততা ও মনােমালিন্য। দাম্পত্য জীবনে ভুল বােঝাবুঝির। অবসান। সপ্তাহের অন্তভাগে গৃহসংস্কার/নির্মাণের পরিকল্পনা সফল হতে পারে। বিদ্যা-শিক্ষায় সন্তানের একাগ্রতা বৃদ্ধিতে মানসিক সন্তোষ বৃদ্ধি। অপ্রিয় সত্য এখন এড়িয়ে চলাই শ্রেয়। আধ্যাত্মিক কৃপায় শরীর- স্বাস্থ্যের অগ্রগতি। মানসিক উদ্বেগের অবসান।
মকরঃ এই সপ্তাহের গােড়ার দিকে ব্যবসা-বাণিজ্যে অত্যধিক বিনিয়ােগ না করাই শ্রেয়। ঋণ-পরিশােধে মানসিক ভার লাঘব। সপ্তাহের মধ্যভাগে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধিতে সহকর্মীদের গুপ্ত শত্রুতা বৃদ্ধি পেতে পারে। সতর্ক থাকা প্রয়ােজন। সপ্তাহের। অন্তভাগে গৃহ, সম্পত্তি নিয়ে বিবাদ আইন-আদালত পর্যন্ত গড়াতে পারে। আধ্যাত্মিক প্রেরণায় শরীর-স্বাস্থ্যের উন্নতি।করাই শ্রেয়।
কুম্ভঃ আলােচ্য সপ্তাহের প্রথমদিকে দীর্ঘদিনের। কোনও আশা-আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীর কলকাঠিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরাগভাজন হতে পারেন। সতর্ক থাকা প্রয়ােজন। সপ্তাহের মধ্যভাগে দাম্পত্য বােঝাবুঝির অবসান। প্রেম-পরিণয়ে আশা-আকাঙ্ক্ষার সঞ্চার। সপ্তাহের অন্তভাগে উচ্চতর বিদ্যার্জন, গবেষণামূলক কার্যে স্বীকৃতি ও সফলতা প্রাপ্তি। গৃহ-সম্পত্তি সংস্কারের কার্য আপাতত স্থগিত রাখাই প্রয়ােজন।
☞ বাজারে এসেছে ভেসপা কোম্পানীর ইলেক্ট্রিক স্কুটার , ১ বার চার্জ দিলে চলবে ১০০ কিমি দেখে নিন
মীনঃ এই সপ্তাহের প্রথমদিকটা। বিদ্যার্থীদের পক্ষে বেশ আশাব্যঞ্জক। ব্যবসায়ীরাও ব্যবসাক্ষেত্রে সন্তোষজনক লাভ পাবেন। সপ্তাহের মধ্যভাগে জ্ঞাতি, পড়শির শত্রুতায় বিষয় সম্পত্তি নিয়ে অহেতুক ঝামেলা, ঝঞ্জাট। দাম্পত্য সন্তোষ বজায় থাকবে। সপ্তাহের। অন্তভাগে কর্মসূত্রে দূরযাত্রার প্রয়ােজন। হতে পারে। একাধিক উপায়ে আয়- উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা, প্রয়াস সফল হতে পারে। ঐশ্বরিক কৃপায় শরীর- স্বাস্থ্যের উন্নতিতে মানসিক ভার লাঘব।
ডাউনলোড করুন ১৪২৮ সালের সেরা বাংলা ক্যালেন্ডার ☞এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই: