সাপ্তাহিক রাশিফল ০৪ই এপ্রিল থেকে ১০ই এপ্রিল ২০২১

                 


এই সপ্তাহের সব রাশির রাশিফল 

মায়াপুর ঘুরতে যেতে চান ? এই ভিডিওটা অবশ্যই দেখবেন - YouTube

মেষঃ সপ্তাহের প্রথমদিকেই হাতে বেশ কিছু অর্থপ্রাপ্তির যােগাযােগ রয়েছে। আধ্যাত্মিক কৃপায় শরীর স্বাস্থ্যের উন্নতি, মানসিক বলবৃদ্ধি। সপ্তাহের মধ্যভাগে পারিবারিক সমস্যার আপাত সমাধানে মানসিক ভার লাঘব। সন্তানের বিদ্যাশিক্ষায় ক্রমিক অমনােযোগিতা দুশ্চিন্তার কারণ হতে পারে। শেয়ার, ফাটকায় অত্যধিক বিনিয়ােগ না করাই শ্রেয়। সপ্তাহের অন্তভাগে ব্যবসায়িক যােগাযােগ বৃদ্ধি। চাকুরিজীবিদের দয়িত্ব বৃদ্ধি ও কর্মসূত্রে দূরযাত্রার যোগাযােগ। প্রেম-পরিনয়ে নৈরাশ্য।

হকার থেকে হলেন পৃথিবীর সেরা বিজ্ঞানী । পড়ে নিন আলভা এডিসন এর আশ্চর্য জীবনী । 

বৃষঃ  সপ্তাহের প্রথম ভাগে অত্যাবশ্যকীয় কাজগুলি করে নেওয়া দরকার। বলবান শত্রুর সঙ্গে আপস-মীমাংসা করে নেওয়াই সমীচিন। চাকুরিক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি। সপ্তাহের মধ্যভাগে ব্যাবসায়িক মন্দা। পাওনাদারের তাগাদায় বিব্রত হওয়ার যােগাযােগ। শিল্পী, কলাকুশলীদের পক্ষে সপ্তাহের শেষটা বেশ আশাপ্রদ। দাম্পত্য জীবনে যাবতীয় ভুল বােঝাবুঝির অবসান। প্রেম-পরিণয়ে আশার আলাে। প্রিয়জনের শরীর-স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি। বিবাহযােগ্য সন্তানের বিবাহ বিষয়ক যােগাযােগ। 

 মিথুনঃ  আলোচ্য সপ্তাহের প্রথমভাগে জাতক/জাতিকার বাতজ দেদনা , শিরঃপীড়া, অ্যাসিডিটির সমস্যা। জীবাণু সাগর আশঙ্কা দেখা গেলেও তা নিয়ে খুব বেশি উতলা হওয়ার সেরকম কোনও কারণ নেই। সুচিকিৎসা, যোগ, প্রাণায়াম ও ঐশ্বরিক কৃপায় সপ্তাহের মধ্যভাগেই শারীরিক আরােগের সম্ভাবনা প্রবল। বৈষয়িক সম্পত্তি নিয়ে পারিবারিক মতবিরােধের সম্ভাবনা থাকছে। প্রেম-পরিণয়ে নৈরাশ্য মুক্তি। সপ্তাহের অন্তভাগে স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি। চাকুরিক্ষেত্রে অস্থিরতা বহাল থাকায় হতাশা বৃদ্ধি। বিকল্প জীবিকা/অর্থোপাজনে মনােনিবেশ করা প্রয়োজন ।

☞ ঘরোয়া কিছু পদ্ধতি ব্যবহার করেই আটকানো যায় চুলপড়া , খুশকি ও পাকা চুল । জেনে নিন 

কর্কটঃ এই সপ্তাহের গোড়ার দিকে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হলেও আশানুরূপ অর্থকারী যােগাযােগ দেখা যাচ্ছে না। তবে ব্যবসা ক্ষেত্রে ক্রমিক অগ্রগতির যোগ বেশ স্পস্ট । সপ্তাহের মধ্যভাগে উচ্চতর বিদ্যার্জন ও গবেষণামূলক কাজে সফলতা প্রাপ্তি । পারিবারিক ক্ষেত্রে গৃহ সংস্কার , ক্রয় বিক্রয় নিয়ে মতবিরোধ । সপ্তাহের অন্তভাগে দাম্পত্য জীবনে মতানৈক্য , বাক বিতন্ডায় পারিবারিক শান্তি ব্যাহত হতে পারে । স্বনিযুক্তি প্রকল্পে যুক্ত ব্যাক্তিদের আয়-উন্নতি বৃদ্ধি ।  

কোলকাতার কাছাকাছি ৯ টি অসাধারন পিকনিক স্পটের সন্ধান জেনে নিন 

সিংহঃ এই সপ্তাহের প্রথমদিকে ব্যবসায়িক যোগাযোগ আয়-উন্নতি বৃদ্ধির শুভ যােগ রয়েছে। সুপরিকল্পিত পথে কর্মক্ষেত্রে দায়িত্ব ও সুনাম বৃদ্ধি। সপ্তাহের মধ্যভাগে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পতি নিয়ে স্বজন বিবােধ। শিল্পী কলাকুশলী ব্যক্তিদের যোগাযােগ/আয় -উন্নতি বৃদ্ধি। সপ্তাহের অন্তভাগে সন্তানের বিদ্যাশিক্ষায় ক্রমিক অবনতি দুশ্চিন্তা বৃদ্ধির প্রধান কারণ হয়ে দাঁড়াতে পারে ।  শেয়ার, ফাটকা, লটারিতে অধিক বিনিয়োগ না করাই সমীচীন। 

☞ বাজারে এসেছে ভেসপা কোম্পানীর ইলেক্ট্রিক স্কুটার , ১ বার চার্জ দিলে চলবে ১০০ কিমি দেখে নিন

কন্যাঃ সপ্তাহের গােড়ার দিকে কর্মক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি সত্ত্বেও উপস্থিত বুদ্ধিমত্তার জোরে উর্ধতন কর্তৃপক্ষের সুনজরে আসতে পারেন। বাবসায়িক ক্ষেত্র মােটামুটিভাবে শুভই বলা চলে। সপ্তাহের মধ্যভায়ে কোন নিকট আত্মীয়ের বিরূপতায় সম্পত্তি ক্রয় / বিক্রয়ে স্থির সিদ্ধান্তে আসা যাবে না। সপ্তাহের অন্তভাগে উচ্চশিক্ষা ও গবেষণামূলক কার্যে সফলতা প্রাপ্তি। স্বামী- স্ত্রীর সম্পর্কের উন্নতি।


তুলাঃ এই সপ্তাহের প্রথমভাগে বিকল্প কর্মানুসন্ধানে শুভ ফল পাওয়া যেতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে আর বেশি ঋণ না করাই সমীচীন। সপ্তাহের মধ্য ভাগে পারিবারিক সম্পত্তি ক্রয় বিক্রয়ে স্বজনবিরােধ। প্রেম পরিণয়ে বিতর্ক-বিবাদ এড়িয়ে চলা প্রয়ােজন। সপ্তাহের অন্তভাগে বিবাহযােগ্য সন্তানের বিবাহ বিষয়ে আরও উদ্যোগী হওয়া প্রয়ােজন। বলবান শক্রর সঙ্গে আপাতত আপস-মীমাংসা করে নেওয়াই শ্রেয় । 

☞ জানেন কি দাঁতের পোকা বলে কিছু হয়না ? আর দাঁত ভালো রাখার সিক্রেট জেনে নিন 

বৃশ্চিকঃ এই রাশির জাতক/ জাতিকাদের পক্ষে সপ্তাহের প্রথম ভাগটা বেশ আশাপ্রদ। কর্মক্ষেত্রে পদোন্নতি ও দায়িত্ববৃদ্ধি। ব্যবসায়িক ক্ষেত্রে আয়-উন্নতি বৃদ্ধির যােগ সুস্পষ্ট। সপ্তাহের মধ্যভাগে বিকল্প কর্মানুসন্ধানে সফলতা প্রাপ্তি। দাম্পত্য জীবনে বাকবিতণ্ডা ও মতবিরােধ এড়িয়ে চলা প্রয়ােজন। সপ্তাহের অন্তভাগে প্রিয়জনের শরীর স্বাস্থ্যের বিষয়ে সতর্কতা প্রয়ােজন।  সন্তানের বিদ্যাশিক্ষায় সফলতা প্রাপ্তি । মানসিক ভার লাঘব । প্রেম পরিনয়ে অত্যাধিক আবেগ বর্জনীয় । 



ধনুঃ সপ্তাহের প্রথম ভাগে কর্মকুশলতার স্বীকৃতি প্রাপ্তিতে কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি। সুচিকিৎসা ও ঐশ্বরিক কৃপায় প্রিয়জনের শরীর স্বাস্থ্যের উল্লেখযোগ্য অগ্রগতি । সপ্তাহের মধ্যভাগে প্রেম পরিনয়ে ভুল বোঝাবুঝির অবসান , মানসিক প্রফুল্লতা বৃদ্ধি । সপ্তাহের অন্তভাগে পারিবারিক সম্পত্তি নিয়ে স্বজনবিরােধ তিক্ততার পর্যায়ে যেতে পারে । প্রয়োজনে আইনি পরামর্শ নিয়ে রাখা দরকার হতে পারে । সন্তানের বিদ্যাশিক্ষায় উল্লেখযোগ্য কৃতিত্ব । 

মকরঃ শুভ সংকল্পের মাধ্যমে সপ্তাহটা শুরু করুন। অনেক দিনের আটকে থাকা জরুরি কাজগুলি সপ্তাহের প্রথমদিকেই হয়ে যেতে পারে। সপ্তাহের মধ্যভাগে গুরুজনস্থানীয় ব্যক্তির শরীর-স্বাস্থ্য বিষয়ে সতর্কতা প্রয়ােজন। সন্তানের বিদ্যাশিক্ষায় ক্রমিক অমনােযােগিতায় দুশ্চিন্তা বৃদ্ধি। সপ্তাহের অন্তভাগে প্রেম -পরিণয়ে নৈরাশ্য বৃদ্ধি। দাম্পত্য জীবনে তৃতীয় পক্ষের প্রভাব পরিহার করে চলা প্রয়ােজন। শেয়ার, ফাটকায় বেশ কিছু লাভের সন্ধান পেতে পারেন।

☞ লোকনাথ বাবার কিছু বানী আপনার জীবনে আশার আলো আনতে পারে । একটু সময় দিয়ে পড়ে নিন । 


কুম্ভঃ সপ্তাহের প্রথমদিকে প্রিয়জনের শরীর-স্বাস্থ্যের উলেখযোগ্য অগ্রগতি। ব্যবসায়িক ক্ষেত্রে বেশ খানিকটা লাভের সন্ধান পেতে পারেন। সপ্তাহের মধ্যভাগে বিবাহযােগ্য সন্তানের বিবাহ বিষয়ক শুভ যোগাযােগ। পাওনাদারের তাগাদায় সামাজিক সম্মানহানি। সপ্তাহের অন্তভাগে কর্মক্ষেত্রে কর্মকুশলতার স্বীকৃতি পেলেও আর্থিক প্রাপ্তি আশাপ্রদ নয়। দাম্পত্য জীবনে অহেতুক আবেগ, আশা-প্রত্যাশা এড়িয়ে চলাই শ্রেয়। 

☞ বাজার থেকে পচা টম্যাটোর সস কিনে খাওয়ার থেকে বাড়িতে সস বানানোর এই পদ্ধতি জেনে নিন 

মীনঃ আলােচ্য সপ্তাহের গােড়ার দিকটা এই রাশির জাতক/জাতিকাদের পক্ষে বেশ শুভ। আধ্যাত্মিক কৃপায় শরীর-স্বাস্থ্যের উল্লেখযােগ্য উন্নতি। সপ্তাহের মধ্যভাগে ব্যবসায়িক আয়-উপার্জন বৃদ্ধি।  পারিবারিক বিবাদের আপাত সমাধান। পারিবারিক বিবাদের আপাত সমাধান ।  সপ্তাহের অন্তভাগে উচ্চশিক্ষা ও গবেষণামূলক কাজে সফলতা প্রাপ্তি । কর্মসূত্রে দূরযাত্রা আপাতত এড়িয়ে যেতে পারলে ভালো হয় । 

☞ জানেন কি দু'বেলা খাবার জুটতো না হোমিওপ্যাথির জনক হ্যানিম্যানের ? পড়ুন জীবনী 


সাপ্তাহিক রাশিফল ০৪ই এপ্রিল থেকে ১০ই এপ্রিল ২০২১ সাপ্তাহিক রাশিফল ০৪ই এপ্রিল থেকে ১০ই এপ্রিল ২০২১ Reviewed by Wisdom Apps on এপ্রিল ০৪, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.