এই সপ্তাহের সব রাশির রাশিফল
মেষঃ সপ্তাহের শুরুটা মােটের এর বেশ ভালো। ব্যবসাবাণিজ্যে অনেকদিনের পরিশ্রমের সুফল পেতে শুরু করবেন। চাকুরিজীবীদের পক্ষে সপ্তাহের মধ্যবর্তী সময়টা অপেক্ষাকৃত শুভ। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রত্যাশিত অর্থনৈতিক প্রাপ্তি সেভাবে হচ্ছে না। সম্পত্তি ক্রয়-বিক্রয় আত্মীয়-পরিজনের সঙ্গে মতবিরোধ । সপ্তাহের অন্তভাগে প্রেম-পরিণয়ে বাদানুবাদ পরিতাজ্য। স্বামী-স্ত্রীর সম্পর্কের উন্নতি। সস্তানের বিদ্যাশিক্ষায় প্রত্যাশিত ফল না হওয়ায় হতাশা বৃদ্ধি।
বৃষঃ এই সপ্তাহের প্রথমভাগে শরীর-স্বাস্থের উল্লেখযােগ্য উন্নতি। ব্যবসা-বাণিজ্যে অনাবশ্যক ঋণ বৃদ্ধিতে সতর্কতা আবশ্যক। বলবান শত্রুর সঙ্গে আপস- মীমাংসা। সপ্তাহের মাঝামাঝি সময়টা সম্পত্তি ক্রয়-বিক্রয় বিষয়ে বেশ শুভ। অর্থনৈতিক ক্ষেত্রে 'আয়-ব্যয়ের মধ্যে ব্যালেন্স রাখ প্রয়ােজন। ন্যূনতম সঞ্চয়ে উদ্যোগী হওয়ার আবশ্যকতা দেখা যাচ্ছে। সপ্তাহের শেষের দিকে দূরযাত্রায় বাধা-বিপত্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। ঝুঁকি রয়েছে এইরকম ব্যবসায়িক ক্ষেত্রে অত্যধিক লগ্নি এখন করাই সমীচীন।
মিথুনঃ আলােচ্য সপ্তাহের প্রথমদিকে বিবাহযােগ্য সন্তানের বিবাহ বিষয়ক উদ্যোগে সফলতা আশা করা যায়। দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর সম্পর্কে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বিষয়ে সাবধানতা প্রয়ােজন। সপ্তাহের মধ্যবর্তী সময়ে কর্মক্ষেত্রে অস্থিরতার অবসান। বিকল্প কর্মানুসন্ধানে সাফল্য। সন্তানের বিদ্যাশিক্ষায় উন্নতি। সপ্তাহের অন্তভাগে ব্যবসায়িক উদ্যোগ সফল হতে পারে। বলৰান শক্রর বিষয়ে সতর্কতা আবশ্যক। উচ্চবিদ্যার্জন ও গবেষণামূলক কার্যে আশানুরূপ সফলতা না মেলায় হতাশাবৃদ্ধি।
☞ লোকনাথ বাবার কিছু বানী আপনার জীবনে আশার আলো আনতে পারে । একটু সময় দিয়ে পড়ে নিন ।
কর্কটঃ এই সপ্তাহের গােড়ার দিকটা এই রাশির জাতক/জাতিকাদের পক্ষে অত্যন্ত শুভ। ব্যবসায়িক উদ্যোগে সাফল্য। ঋণবৃদ্ধির রাশ টানা প্রয়ােজন। সপ্তাহের মাঝামাঝি সময়ে স্বামী-স্ত্রীর সম্পর্কে মতবিরােধ বৃদ্ধি পাওয়ার যােগ। বিতর্কিত বিষয় এড়িয়ে যাওয়াই সমীচীন। সপ্তাহের অন্তভাগে দূরযাত্রার যােগ। জীবাণু সংক্রমণ,কীট-পতঙ্গ দংশন, বাতজবেদনায় শারীরিক পীড়া। প্রেম-পরিণয়ে হতাশা বৃদ্ধি ও মতবিরােধের আশঙ্কা।
☞কোলকাতার কাছাকাছি ৯ টি অসাধারন পিকনিক স্পটের সন্ধান জেনে নিন
সিংহঃ সপ্তাহের প্রথমদিকে কর্মক্ষেত্রে পরিশ্রমের স্বীকৃতি। আয়-উন্নতির যােগ বেশ প্রবল। ব্যবসাক্ষেত্রে অত্যধিক উচ্চাকাঙ্ক্ষায় আশা ভঙ্গ। সপ্তাহের মধ্যবর্তী সময়টা সম্পত্তি সংস্কার, ক্রয়-বিক্রয়ের ব্যাপারে অপেক্ষাকৃত শুভ। শিল্পী, কলাকুশলী ব্যক্তিদের নতুন যােগাযােগ ও অর্থনৈতিক শুভ ফল প্রাপ্তি। সপ্তাহের অন্তভাগে আকস্মিক পতনে শরীরের নিম্নভাগে আঘাতের সম্ভাবনা। সন্তানের বিদ্যাশিক্ষায় ক্রমিক অমনােযােগিতায় আশাভঙ্গ।
☞ বাজারে এসেছে ভেসপা কোম্পানীর ইলেক্ট্রিক স্কুটার , ১ বার চার্জ দিলে চলবে ১০০ কিমি দেখে নিন
কন্যাঃ আলােচ্য সপ্তাহের প্রথমভাগে শারীরিক দিক থেকে উন্নতি। পুরাতন রােগব্যাধি মুক্তির সম্ভাবনা প্রবল। সপ্তাহের মধ্যবর্তী সময়ে বিবাহযােগ্য সন্তানের বিবাহ বিষয়ক কার্যকলাপে সফলতা। ব্যবসাক্ষেত্রে আশাতিরিক্ত লাভ। সপ্তাহের অন্তভাগে স্বামী-স্ত্রীর সম্পর্কে বিতর্ক-বিবাদ পরিত্যাজ্য। প্রেম-পরিণয়ে অতিরিক্ত আশা-প্রত্যাশায় স্বপ্নভঙ্গ। সন্তানের বিদ্যাশিক্ষায় আশানুরূপ সফলতা না মেলায় হতাশাবৃদ্ধি।
তুলাঃ সপ্তাহের প্রথমদিকে কর্মক্ষেত্রে মৌলিক চিন্তা ও উদ্যোগে সাফল্য। ব্যবসাক্ষেত্রে ঋণবৃদ্ধিতে সতর্কতা আবশ্যক। সপ্তাহের মাঝামাঝি সময়টা বিদ্যার্জনের বিষয়ে অপেক্ষাকৃত শুভ। স্বনিযুক্তি প্রকল্পে যুক্ত ব্যক্তিবর্গদের আয়-উন্নতি লাভ। সপ্তাহের শেষের দিকে সুচিকিৎসা, যােগ, প্রাণায়ামে পুরাতন রোগ-ব্যাধির ক্ষম। দাম্পত্য জীবনে বাদানুবাদ ও মনোমালিনের অবসান। প্রেম-পরিণয়ে বিতর্ক-বিবাদের সাময়িক অবসান।
☞ জানেন কি দাঁতের পোকা বলে কিছু হয়না ? আর দাঁত ভালো রাখার সিক্রেট জেনে নিন
ধনুঃ এই রাশির জাতক জাতিকাদের পক্ষে সপ্তাহের প্রথমদিকটা খুবই আশাপ্রদ। | বিশেষ করে নতুন ব্যবসায়িক উদ্যোগ, শেয়ার, ফটিকায় আশাতীত লাভ। সপ্তাহের মধ্যবর্তী সময়ে শরীর-স্বাস্থ্যের অবনতি বিষয়ে সতর্কতা প্রয়ােজন। গলা, লিভার, ফুসফুসে জীবাণু সংক্রমণের আশঙ্কা। সপ্তাহের অন্তভাগে সন্তানের উচ্চ বিদ্যার্জনে কৃতিত্বে পরিবারের গৌরব বৃদ্ধি। দাম্পত্য জীবনে মাত্রাতিরিক্ত আশা-প্রত্যাশায় স্বপ্নভঙ্গ।
মকরঃ আলােচ্য সপ্তাহের প্রথমদিকে ব্যবসায়িক কর্মোদ্যোগে সাফল্য। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হলে অর্থনৈতিক মুনাফা সেভাবে হচ্ছে না। সপ্তাহের মধ্যবর্তী সময়ে বিকল্প জীবিকা কর্মানুসন্ধানে সফলতা। বলবান শত্রুর কার্যকলাপের বিষয়ে সতর্কতা আবশ্যক। সপ্তাহের অন্তিম পর্যায়ে সম্পত্তি ক্রয়-বিক্রয়-সংস্কারে উদ্যোগ শুভ হতে পারে। প্রেম-পরিণয়ে মান-অভিমান বৃদ্ধি।
কুম্ভঃ এই সপ্তাহের শুরুর দিকে পুরাতন। সুচিকিৎসায় সফলতা মিলতে পারে। গুপ্তশত্রুতা মাথাচাড়া। দিলেও কোনও ক্ষতি করতে পারবে না। সপ্তাহের মধ্যবর্তী সময়ে সন্তানের বিবাহবিষয়ক শুভ উদ্যোগ। শেয়ার, ফাটকা, লটারিতে মুনাফা বৃদ্ধি। সপ্তাহের শেষের দিকটায় দাম্পত্য-কলহের অবসান। উচ্চশিক্ষা ও বিদ্যার্জনে সফলতা প্রাপ্তি। প্রবাসী প্রিয়জনের বিষয়ে অহেতুক দুশ্চিন্তা বৃদ্ধির কোনও প্রয়ােজন দেখা যাচ্ছে না।
☞ বাজার থেকে পচা টম্যাটোর সস কিনে খাওয়ার থেকে বাড়িতে সস বানানোর এই পদ্ধতি জেনে নিন
মীনঃ সপ্তাহের শুরুতেই কর্মজীবনে অস্থিরতায় দুশ্চিন্তা বৃদ্ধি। তবে বিকল্প জীবিকা/ কর্মানুসন্ধানে সফলতার যােগও রয়েছে। সপ্তাহের মাঝামাঝি সময়টায় বিতর্ক-বিবাদ থেকে সাবধান। প্রেম-পরিণয়ে মানঅভিমান বৃদ্ধি। দাম্পত্য তীব্র মনােমালিন্যে হতাশা বৃদ্ধি। সপ্তাহের অন্তিম পর্যায়ে উচ্চবিদ্যার্জন গবেষণামুলক কার্যে কৃতিত্ব ও সুনাম বৃদ্ধি। বিবাহযােগ্য সন্তানের বিবাহ বিষয়ে আরও উদ্যোগ প্রয়ােজন।
কোন মন্তব্য নেই: