এই সপ্তাহের সব রাশির রাশিফল
মেষঃ এই সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি যোগ রয়েছে । তবে ব্যবসায়ীদের ক্ষেত্রে সপ্তাহের মধ্য ভাগে লাভের সম্ভাবনা বেশি । প্রিয়জনের শরীর স্বাস্থ্য বিষয়ে দুশ্চিন্তার কিছু কারন নেই । ঈশ্বরের কৃপায় শীঘ্রই নিজের বা প্রিয়জনের শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ পরিষ্কার । সপ্তাহের শেষের দিকে দাম্পত্য জীবনে মতানৈক্য এড়িয়ে চলা প্রয়োজন । নতুবা বিতর্কবিবাদ বৃদ্ধি পাবে । প্রেম পরিণয়ে যাবতীয় মনোমালিন্যের সম্পত্তিতে মানসিক ভার লাঘব । বিবাহযোগ্য সন্তানের বিবাহ সংক্রান্ত বিষয়ে আরো উদ্যোগী হওয়া প্রয়োজন
বৃষঃ সপ্তাহের মধ্যভাগে আয় উপার্জন বৃদ্ধির যোগ রয়েছে । তবে ব্যবসাক্ষেত্রে বুঝেশুনে লগ্নি করা প্রয়োজন । ঋণ বৃদ্ধির যোগ থাকছে । সপ্তাহের মধ্যভাগে যোগ প্রাণায়াম ও উপযুক্ত চিকিৎসায় শরীর-স্বাস্থ্যের অভূতপূর্ব উন্নতি। কর্মক্ষেত্রে দায়িত্ব ও দাপট বৃদ্ধি পাবে । সপ্তাহের শেষ ভাগে মনের শক্তির দৃঢ়তায় শত্রুভয় থেকে মুক্তি। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির অবসান । পারিবারিক ক্ষেত্রে সিদ্ধান্তের দৃঢ়তায় প্রতিপক্ষের যাবতীয় অপচেষ্টা ব্যর্থ হবে। সন্তানের বিদ্যাশিক্ষায় মনোযোগ বৃদ্ধিতে মানসিক উদ্বেগের অবসান।
মিথুনঃ সপ্তাহের গোড়ার দিকে বেশ কিছু অর্থ প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে । ব্যবসায়ীদের ক্ষেত্রে আর বেশি ঋণ না করাই ভালো। পাওনাদারের তাগাদায় বিব্রত হওয়ার সম্ভাবনা থাকছে। সপ্তাহের মধ্যভাগে প্রেম পরিণয়ে অযথা আবেগতাড়িত না হওয়া শ্রেয় । নতুবা মানসিক ব্যবধান আরো বৃদ্ধি পাবে । উচ্চশিক্ষা ও বিদ্যার্জনে সফলতা । কর্মসূত্রে দুর যাত্রা , বদলির যোগ দেখা যাচ্ছে । সপ্তাহের অন্তভাগে উপযুক্ত চিকিৎসা ও মানসিক দৃঢ়তায় রোগ মুক্তি পাবে । গৃহ সংস্কার বা গৃহ নির্মাণের উদ্যোগ আর কিছুদিন পরে নেয়ায়ই সমীচীন।
☞ লোকনাথ বাবার কিছু বানী আপনার জীবনে আশার আলো আনতে পারে । একটু সময় দিয়ে পড়ে নিন ।
কর্কটঃ সপ্তাহের প্রথম দিকে উচ্চতর বিদ্যার্জন ও গবেষণামূলক কাজে সাফল্য । সপ্তাহে মধ্যভাগে আয় ব্যয়ের সমতা বিধান করে চলা জরুরী । সঞ্চয়ের দিকে কিছুটা হলেও মনোনিবেশ করা প্রয়োজন । শিল্পী কলাকুশলী স্বনিযুক্তি প্রকল্পে যুক্ত ব্যক্তিবর্গের পক্ষে সপ্তাহের শেষ ভাগটা বেশ আশা প্রদ । সমাজসেবামূলক কাজে শ্রম ও অর্থ দানে সমাজে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি । বলবান শত্রুর যাবতীয় দুরভিসন্ধি বানচাল । দাম্পত্য জীবনে মনোমালিন্যের অবসান। পারিবারিক শান্তি পুনরুদ্ধার ।
☞কোলকাতার কাছাকাছি ৯ টি অসাধারন পিকনিক স্পটের সন্ধান জেনে নিন
সিংহঃ আলোচ্য সপ্তাহের প্রথম দিকে বিবাহযোগ্য সন্তানের বিবাহ বিষয়ে আশাব্যঞ্জক সূচনা হতে পারে । কর্মক্ষেত্রে পদ বৃদ্ধি পেলেও আয়-উন্নতি সেই অর্থে বৃদ্ধি নাও পেতে পারে । সপ্তাহের মধ্যভাগে গৃহ সংস্কার ও নির্মাণ বিষয় পারিবারিক মনোমালিন্য বৃদ্ধি । দাম্পত্য জীবনে শ্বশুরবাড়ির লোকজনের বাড়বাড়ন্তের জন্য বিতর্কবিবাদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল। সপ্তাহের অন্তভাগে ব্যবসাক্ষেত্রে আয় উন্নতি বৃদ্ধি । বিকল্প কর্মসন্ধান বা জীবিকায় আশাতীত সাফল্য ।
☞ বাজারে এসেছে ভেসপা কোম্পানীর ইলেক্ট্রিক স্কুটার , ১ বার চার্জ দিলে চলবে ১০০ কিমি দেখে নিন
কন্যাঃ এই সপ্তাহের প্রথম দিকে পারিবারিক মতবিরোধের সম্ভাবনা থাকছে । তাই অযথা বিতর্ক বিবাদ এড়িয়ে চলা প্রয়োজন । সপ্তাহের মধ্যভাগে উচ্চতর বিদ্যার্জন, গবেষণামূলক কাজে সাফল্য । মনের জোরে পারিবারিক মতবিরোধের বাধাকে অতিক্রম করতে পারবেন । সপ্তাহের শেষ ভাগে আয় উপার্জন বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে সফলতা । দাম্পত্য বিরোধের নিস্পত্তির সম্ভাবনা । ঐশ্বরিক কৃপায় শরীর স্বাস্থ্যের উন্নতি । সন্তানের বিদ্যাশিক্ষায় সাফল্য ।
তুলাঃ এই সপ্তাহের গোড়ার দিকে কাজকর্ম নতুন আশা-আকাঙ্ক্ষা উদ্যমের পরিচয় রাখতে পারবেন । ব্যবসা ক্ষেত্রে সফলতার যোগ রয়েছে । সপ্তাহের মধ্যভাগে শেয়ার, ফাটকা, লটারিতে আকস্মিকভাবেই বেশ কিছুটা অর্থ হাতে আসতে পারে। বিবাহযোগ্য সন্তানের বিবাহ বিষয়ে আরো একটু উদ্যোগী হওয়া প্রয়োজন । সপ্তাহের শেষভাগে শিল্পী , কলাকুশলী , স্বনিযুক্তি প্রকল্পে যুক্ত ব্যক্তিবর্গের বেশ আশাপ্রদ । দূরবর্তী স্থানে কর্মরত প্রিয়জনের শরীর-স্বাস্থ্য ঠিক থাকবে অত্যাধিক দুশ্চিন্তা না করা সমীচীন ।
☞ জানেন কি দাঁতের পোকা বলে কিছু হয়না ? আর দাঁত ভালো রাখার সিক্রেট জেনে নিন

ধনুঃ সপ্তাহের আদ্যভাগে ব্যবসা ক্ষেত্রে বিকল্প জীবিকায় লাভের যোগ রয়েছে । সন্তানের বিদ্যাশিক্ষায় সাফল্যে মানসিক প্রফুল্লতা বৃদ্ধি । সপ্তাহের মধ্যভাগে সেবামূলক কার্যক্রম অর্থ ও শ্রম দানের ফলে সামাজিক সম্মান বৃদ্ধি । চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা কিছুটা অস্থির । মতানৈক্য এড়িয়ে বুঝেশুনে সিদ্ধান্ত নেওয়া উচিত । সপ্তাহের অন্তভাগে শেয়ার ফাটকায় অত্যাধিক লগ্নি না করাই ভালো । বাস্তু সংক্রান্তঃ সমস্যায় নাজেহাল হলেও এখনই গৃহ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না বরং বাস্তু সংস্কারের মাধ্যমে পুরনো গৃহেই বসবাস করা শ্রেয় ।
মকরঃ সপ্তাহের প্রথম দিকে ব্যবসাক্ষেত্রে আয় উপার্জন বৃদ্ধি পাবে। তবে আয় ব্যয়ের মধ্যে এবার সমতা বিধান জরুরী। কিছুটা সঞ্চয়ের দিকে মনোনিবেশ করা প্রয়োজন । সপ্তাহের মধ্যভাগে প্রবাসী প্রিয়জনের সম্পর্কে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে । নিজের শরীর স্বাস্থ্যের প্রতি আরো যত্নবান হওয়া প্রয়োজন । সপ্তাহের অন্তভাগে পৈত্রিক সম্পত্তি নিয়ে জ্ঞাতি পরিজনের সঙ্গে মতবিরোধ । গবেষণামূলক কাজে বিদেশযাত্রা / দূরযাত্রার পরিকল্পনা এখন স্থগিত রাখা শ্রেয়।
কুম্ভঃ সপ্তাহের প্রথম ভাগে এই রাশির জাতক-জাতিকারা শুভসংবাদ লাভ করবেন । কর্মক্ষেত্রে অস্থিরতা বজায় থাকায় কর্ম পরিবর্তন বা বিকল্প কর্ম অনুসন্ধানে উদ্যোগী হওয়ার আবশ্যকতা দেখা যাচ্ছে । সপ্তাহের মধ্যে ভাগে শরীর-স্বাস্থ্যের কিছুটা অবনতি হলেও অত্যধিক দুশ্চিন্তার কোনো কারণ নেই । সপ্তাহের অন্তভাগে দাম্পত্য সমস্যা । বিতর্কিত বিষয় এড়িয়ে চলাই শ্রেয় । প্রেম পরিণয়ে আবেগ বর্জন করে চলাই সমীচীন ।
☞ বাজার থেকে পচা টম্যাটোর সস কিনে খাওয়ার থেকে বাড়িতে সস বানানোর এই পদ্ধতি জেনে নিন
মীনঃ সপ্তাহের প্রথম দিকে একাধিক উপায়ে অর্থ উপার্জনের প্রচেষ্টা সফল হতে পারে। বলবান শত্রুর সঙ্গে আপোষ মীমাংসা করে দেওয়াই শ্রেয়। সপ্তাহের মধ্যভাগে কর্মক্ষেত্রে প্রতিভার পরিচয় রাখতে পারবেন । উর্দ্ধতন কর্তৃপক্ষের সুনজরে থাকায় সহকর্মীদের বিদ্বেষমূলক মনোভাবের শিকার হতে পারেন। সপ্তাহের অন্তভাগে প্রিয়জনের শরীর-স্বাস্থ্যের অগ্রগতিতে মানসিক ভার লাঘব । সন্তানের বিদ্যা শিক্ষার অগ্রগতি ।

কোন মন্তব্য নেই: