এই সপ্তাহের সব রাশির রাশিফল
মেষঃ সপ্তাহের প্রথম দিকে ব্যবসাক্ষেত্রে অগ্রগতি। চাকুরিক্ষেত্রে অচলাবস্থার সাময়িক অবসান। উপস্থিত বুদ্ধি ও পরিকল্পনার দ্বারা কর্মক্ষেত্রে দায়িত্ব ও পদোন্নতি। সপ্তাহের মধ্যভাগে গৃহসংস্কার ও নির্মাণের পরিকল্পনা সফল হতে পারে। ঈর্ষাপরায়ণ জ্ঞাতি-পরিজনের সম্পর্কে সতর্ক থাকা প্রয়ােজন। পারিবারিক ক্ষেত্রে আলাপ-আলােচনার মাধ্যমে সমস্যার সমাধান। সপ্তাহের অন্তভাগে আধ্যাত্মিক কৃপায় শরীর-স্বাস্থ্যের উন্নতি ও মানসিক বলবৃদ্ধি।
বৃষঃ সপ্তাহের প্রথম দিকটা এই রাশির জাতক/জাতিকার পক্ষে বেশ শুভ। বিকল্প কর্মসংস্থান ও উপার্জনের প্রচেষ্টা সফল হতে পারে। সপ্তাহের মধ্যভাগে শারীরিক সমস্যার সমাধান। দাম্পত্য মনােমালিন্যের অবসান। প্রেম-প্রণয়ে রাগ-অনুরাগ বৃদ্ধি। সপ্তাহের অন্তভাগে কর্মসূত্রে দূরযাত্রার বিষয়ে সতর্কতা প্রয়ােজন। আয়-উপার্জন বৃদ্ধির যােগ সুস্পষ্ট। গুপ্ত শত্রু সম্পর্কে সজাগ থাকা প্রয়ােজন। বিষয়-সম্পত্তিজনিত বিষয়ে জ্ঞাতি-বিরােধ ও মনােমালিন্য বৃদ্ধি।
☞ ঘরোয়া কিছু পদ্ধতি ব্যবহার করেই আটকানো যায় চুলপড়া , খুশকি ও পাকা চুল । জেনে নিন
মিথুনঃ আলােচ্য সপ্তাহের প্রথমভাগে প্রিয়জনের শরীর-স্বাস্থ্যের উন্নতিতে মানসিক ভার লাঘব। সন্তানের বিদ্যা শিক্ষায় ক্রমিক অবনতিতে হতাশা বৃদ্ধি। সপ্তাহের মধ্যভাগে উচ্চতর বিদ্যার্জন ও গবেষণায় কৃতিত্ব/সাফল্য। স্বামী-স্ত্রীর সম্পর্কের উন্নতি। প্রেম-প্রণয়ে মনােমালিন্যের অবসান। সপ্তাহের অন্তভাগে কায়িক শ্রম ও ক্লান্তি বৃদ্ধি। ব্যবসাক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় হতাশাবৃদ্ধি। কর্মক্ষেত্রে অস্থিরতা বজায় থাকায় হতাশা বৃদ্ধি। স্বনিযুক্তি পেশায় যুক্ত ব্যক্তিবর্গের বিকল্প কর্মানুসন্ধানে আশার আলাে।
☞ লোকনাথ বাবার কিছু বানী আপনার জীবনে আশার আলো আনতে পারে । একটু সময় দিয়ে পড়ে নিন ।
কর্কটঃ সপ্তাহের প্রথম দিকে দাম্পত্য সমস্যায় ভুল বােঝাবুঝিকে আর বাড়তে না দেওয়াই শ্রেয়। আলাপ আলােচনার মাধ্যমে উক্ত সমস্যার সমাধানে। উদ্যোগী হওয়া প্রয়ােজন। সপ্তাহের মধ্যভাগে প্রেম-পরিণয়ে সাফল্য। কর্মক্ষেত্রে অস্থিরতা বজায় থাকলেও বিকল্প কর্মানুসন্ধানে সাফল্য। সপ্তাহের অন্তভাগে প্রিয়জনের শরীর-স্বাস্থ্যের উন্নতি। শেয়ার,ফাটকা লটারিতে অত্যধিক লগ্নি না করাই শ্রেয়। সন্তানের বিদ্যাশিক্ষায় উন্নতি। বিবাহযােগ্য সন্তানের বিবাহ বিষয়ক উদ্যোগ ও পরিকল্পনা সফল হতে পারে। গৃহসংস্কার/নির্মাণের হতাশা বৃদ্ধি।
☞কোলকাতার কাছাকাছি ৯ টি অসাধারন পিকনিক স্পটের সন্ধান জেনে নিন
সিংহঃ সপ্তাহের প্রথমভাগে উচ্চতর বিদ্যার্জন ও বৃত্তিমূলক প্রশিক্ষণে সাফল্য। কর্মক্ষেত্রে দায়িত্ব ও পদ বৃদ্ধি। ব্যবসাক্ষেত্রে আয়-উপার্জন সন্তোষজনক নাও হতে পারে। সপ্তাহের মধ্যভাগে পারিবারিক মতবিরােধ আলাপ আলােচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া প্রয়ােজন। গৃহ সমস্যা/ বাস্তুসমস্যায় যথাবিহিত সমাধানে উদ্যোগী হওয়া আবশ্যক। সপ্তাহের অন্তভাগে ঈশ্বরের কৃপায় শরীর-স্বাস্থ্যের উন্নতি ও উদ্বেগ, উৎকণ্ঠার অবসান। প্রেম-পরিণয়ে হতাশা ও নৈরাশ্য।
☞ বাজারে এসেছে ভেসপা কোম্পানীর ইলেক্ট্রিক স্কুটার , ১ বার চার্জ দিলে চলবে ১০০ কিমি দেখে নিন
কন্যাঃ সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে উপস্থিত বুদ্ধি ও পরিকল্পনায় সাফল্য। স্বনিযুক্তি প্রকল্পে যুক্ত ব্যক্তিবর্গদের পক্ষে সপ্তাহটা বেশ আশাপ্রদ। সপ্তাহের মধ্যভাগে দাঁতের যন্ত্রণা, অ্যাসিডিটি বাতজবেদনায় কাবু হতে পারেন। প্রয়ােজনীয় চিকিৎসা ও আগাম সতর্কতায় উক্ত শারীরিক সমস্যায় আরােগ্য। সপ্তাহের অন্তভাগে উচ্চতর বিদ্যার্জন গবেষণামূলক কার্যে সফলতা, স্বীকৃতি। পারিবারিক সমস্যায় মতবিরােধ মনােমালিন্য বৃদ্ধি। লটারিতে অর্থক্ষতির সম্ভাবনা প্রবল।
তুলাঃ সপ্তাহের প্রথম দিকে প্রেমজ ক্ষেত্রে মাত্রাতিরিক্ত আবেগ, অনুরাগ বর্জনীয়। পারিবারিক ও দাম্পত্য জীবনে ভুল বােঝাবুঝির অবসান। সপ্তাহের মধ্যভাগে বিকল্প কর্মানুসন্ধানে সাফল্য। আয়-উপার্জন বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যয়ভারও রয়েছে। ন্যূনতম সঞ্চয়ে উদ্যোগী হওয়া প্রয়ােজন। সপ্তাহের অন্তভাগে শরীরস্বাস্থ্যের উন্নতি। যােগ, প্রাণায়ামে মনোেবল বৃদ্ধি। সন্তানের বিবাহ-পরিকল্পনায় উদ্যোগী হওয়া প্রয়ােজন। বাস্তু ও গৃহসংস্কারে জ্ঞাতি-পরিজনের সঙ্গে মতবিরােধ ও মনােমালিন্য বৃদ্ধি। ঋণ আদায়কারি সংস্থা/ ব্যক্তির আচরণে সামাজিক সম্মানহানি।
☞ জানেন কি দাঁতের পোকা বলে কিছু হয়না ? আর দাঁত ভালো রাখার সিক্রেট জেনে নিন

ধনুঃ আলােচ্য সপ্তাহের প্রথম দিকটা বিষয় বেশ শুভ। তবে পারিবারিক জ্ঞাতিবিরােধের সম্ভাবনাও থাকছে। উক্ত বিষয়ে সতর্ক থেকে তবেই গৃহসংস্কারে উদ্যোগী হওয়া সমীচীন। সপ্তাহের মধ্যভাগে শারীরিক সমস্যায় যথাবিহিত চিকিৎসায় সাফল্য। যােগ, প্রাণায়ামে মানসিক প্রফুল্ল। সপ্তাহের অন্তভাগে বিবাহযােগ্য সন্তানের বিবাহ-পরিকল্পনায় উদ্যোগ। উচ্চতর বিদ্যার্জন ও গবেষণামূলক কার্যে সাফল্য। প্রেম-পরিণয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা বৃদ্ধি।
মকরঃ এই সপ্তাহের গোড়ার দিকেই যাবতীয় শুভ কাজ সম্পাদনে উদ্যোগী হওয়া প্রয়োজন । বিশেষ গৃহ সংস্কার , নির্মাণ ও বাস্তু সমস্যার যথাবিহিত উদ্যোগ গ্রহন করা আবশ্যক । সপ্তাহের মধ্যভাগে স্বামী-স্ত্রীর সম্পর্কের উন্নতি । সন্তানের বিদ্যাশিক্ষায় সাফল্য । প্রেম - পরিনয়ে অহেতুক বাদানুবাদ । সপ্তাহের অন্তভাগে কর্ম পরিবর্তন সম্ভাবনা বেশ উজ্জ্বল । স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় পারিবারিক সমস্যার সমাধান । শেয়ার, ফাটকা, লটারিতে অর্থ ক্ষতির সম্ভাবনা প্রবল ।
কুম্ভঃ আলােচ্য সপ্তাহের প্রথম দিকে গুরুজনের শরীর স্বাস্থ্যের অগ্রগতিতে মানসিক ভার লাঘব। যােগ, প্রাণায়াম ও ধর্মালােচনায় মানসিক উৎকণ্ঠা ও উদ্বেগ মুক্তি। সপ্তাহের মধ্যভাগে কর্মক্ষেত্রে সংস্থাগত পরিবর্তনের সম্ভাবনা বেশ উজ্জ্বল। শিল্পী, কলাকুশলী ব্যক্তিদের পক্ষে সপ্তাহের অন্তভাগটা অপেক্ষাকৃত শুভ। প্রেম-পরিণয়ে নৈরাশ্যের অবসান। দাম্পত্য সমস্যায় তৃতীয় পক্ষের প্রভাব বরদাস্ত করবেন না। নিজেদের সমস্যা নিজেরাই মেটান।
☞ বাজার থেকে পচা টম্যাটোর সস কিনে খাওয়ার থেকে বাড়িতে সস বানানোর এই পদ্ধতি জেনে নিন
মীনঃ সপ্তাহের প্রথম দিকে আধ্যাত্মিক কৃপায় শরীর স্বাস্থ্যের উন্নতি। প্রবাসী প্রিয়জন/আত্মীয়ের সম্পর্কে দুশ্চিন্তা থাকলেও তা অধিকাংশই অমূলক। সপ্তাহের মধ্যভাগে উপস্থিত বুদ্ধি ও যুক্তিতে বলবান প্রতপক্ষের মোকাবিলায় সাফল্য । সপ্তাহের শেষভাগে বৃত্তিমূলক প্রশিক্ষনে সফলতা প্রাপ্তি । অর্থনৈতিক ক্ষেত্রে আয়-ব্যায়ের সমতা বিধান জরুরী। অত্যাধিক ঋণে লাগাম দেওয়া প্রয়োজন । প্রেম পরিনয়ে সাফল্য । দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির অবসান ।

কোন মন্তব্য নেই: