এই সপ্তাহ আপনার কেমন যাবে ? ০৯ থেকে ১৫ই মে ২০২১

                   


পড়ুন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অসাধারণ কিছু বানী ☞ এখানে ক্লিক করুন 


এই সপ্তাহের সব রাশির রাশিফল 

মেষঃ সপ্তাহের শুরুটা মােটের ওপর শুভ। অনেক দিনের পরিশ্রমের স্বীকৃতি পেতে  পারেন। রাজনৈতিক আশঙ্কা পূরণ হতে পারে। শরীর-স্বাস্থ্যের যথােপযুক্ত খেয়াল রাখা প্রয়ােজন। সপ্তাহের মধ্যভাগে ব্যবসায়িক মন্দা। বিদ্যার্থীদের পক্ষে মনঃসংযােগের অভাব। অনাদায়ী অর্থের জন্য চিন্তা বৃদ্ধি। কর্মক্ষেত্রে গােলােযােগ বৃদ্ধি পেতে পারে। সপ্তাহের অন্তভাগে দুশ্চিন্তার অবসান। স্বামী-স্ত্রীর সম্পর্কের উন্নতি। প্রেমজ ক্ষেত্রে আশাতীত সাফল্য। শেয়ার, লটারি, ফাটকায় প্রভূত লাভ।

☞ একজিমা থেকে ক্যান্সার - হাজারো রোগ সারাতে পারে নিম - জেনে নিন 

বৃষঃ সপ্তাহের প্রথমদিকে দাম্পত্য অশান্তি মাথাচাড়া দিতে পারে। সন্তানের বিদ্যাস্থান অপেক্ষাকৃত শুভ। শিল্পী, কলাকুশলীদের সৃজনশীল বিকাশে সাফল্য। সপ্তাহের মধ্যভাগে ব্যবসা স্থানে মতানৈক্য এড়িয়ে চলা প্রয়ােজন। প্রয়ােজনের বেশি ঋণ নেওয়াই সমীচীন। প্রেমজ ব্যথা-বেদনা- বিরহ বজায় থাকতে পারে। সপ্তাহের অন্তভাগে কর্মপ্রার্থীদের নতুন বিকল্প কর্মানুসন্ধানে আশার আলাে। শরীর-স্বাস্থ্যের প্রভূত উন্নতি। পারিবারিক ক্ষেত্রে যাবতীয় মনােমালিন্য প্রয়ােজনীয় সমঝােতা করে নেওয়াই শ্রেয়।

হকার থেকে হলেন পৃথিবীর সেরা বিজ্ঞানী । পড়ে নিন আলভা এডিসন এর আশ্চর্য জীবনী । 

 মিথুনঃ অর্থনৈতিক চাপের মধ্য দিয়ে সপ্তাহটা শুরু হবে। বিদেশে কর্মরত সন্তানের ব্যাপারে অত্যধিক দুশ্চিন্তা করার খুব একটা যৌক্তিকতা দেখা যাচ্ছে না। ব্যবসায়ীদের বিকল্প ব্যবসার সন্ধানে কিছুটা উদ্যোগী হওয়া প্রয়ােজন। সপ্তাহের মধ্যভাগে আয়ের থেকে ব্যয়ভাব বেশি থাকবে। পুরনাে প্রেমে জটিলতা বৃদ্ধির আশঙ্কা থাকছে। সাংসারিক ক্ষেত্রে যতটা সম্ভব মতানৈক্য এড়িয়ে চলা প্রয়ােজন। সপ্তাহের অন্তভাগে অর্থনৈতিক সমস্যার কিছুটা সুরাহা। রাজনৈতিক পদাধিকারীদের উচ্চাভিলাষ পূর্তি হতে পারে। বিদ্যার্থীদের পক্ষে এই সপ্তাহটা বেশ শুভ।



কর্কটঃ মতান্তরের মধ্য দিয়ে সপ্তাহটা শুরু হতে পারে। তাই বিতর্ক বিবাদ যতটা সম্ভব এড়িয়ে চলাই সমীচীন। গুপ্ত শত্রুতা মাথাচাড়া দিলেও অবশেষে বস মানবে। সপ্তাহের মধ্যভাগে বিকল্প কর্মসংস্থানে আশাতীত সাফল্য। অর্থের জোগান অব্যাহত রাখতে আরও উদ্যোগী হওয়া প্রয়ােজন। গবেষক, চিকিৎসক, শিল্পী, কলাকুশলীদের পক্ষে সপ্তাহটা নতুন আশার আলাে নিয়ে আসতে পারে। সপ্তাহের অন্তভাগে বহু আকাঙ্ক্ষিত শারীরিক উন্নতি। পারিবারিক ক্ষেত্র শুভ।


বাচ্চাদের কি ডাইপার পরানো উচিৎ ? কি বলছেন বিশেষজ্ঞ ডাক্তার বাবুরা ? 


সিংহঃ  এই রাশির জাতক জাতিকাদের পক্ষে সপ্তাহটা নতুন কর্মানুসন্ধানে আশাতীত সফলতা নিয়ে আসতে পারে। বিদেশে কর্মরত ব্যক্তিদের শরীর-স্বাস্থ্যের ব্যাপারে সতর্কতা অবলম্বন প্রয়ােজন। সপ্তাহের মধ্যভাগে বুঝেশুনে লগ্নি করা প্রয়ােজন। নতুন বা অর্থক্ষতির সম্ভাবনা প্রবল। বিদ্যার্থীদের পক্ষে গৃহের ঈশান কোণ পড়াশুনায় মনঃসংযােগ বিকাশে সহায়তা করবে। সপ্তাহের অন্তভাগে ব্যবসা ক্ষেত্রে বেশ কিছুটা আশার আলাে সঞ্চার হবে। পারিবারিকক্ষেত্রে মনােমালিন্যের অবসান। 




কন্যাঃ সপ্তাহের শুরুর দিকে 'ভালাে খবর পেতে পারেন। ব্যবসাক্ষেত্রে আশার আলাে। প্রেম-পরিণয়ে বাধা-বিঘ্ন লেগেই থাকছে। সপ্তাহের মধ্যভাগে শরীর- স্বাস্থ্যের বিষয়ে সাবধানতা অবলম্বন প্রয়ােজন। উচ্চবিদ্যায় প্রতিবন্ধকতা দেখা যাচ্ছে। সপ্তাহের অন্তভাগে নতুন কর্মানুসন্ধানে শুভ খবর পেতে পারেন। তবে অর্থের জোগানে। বাধা-বিপত্তির যােগ থাকছে। আধ্যাত্মিক কৃপায় গুরুজন স্থানীয় ব্যক্তিদের শরীরস্বাস্থ্যের প্রভূত উন্নতি।



তুলাঃ সপ্তাহের শুরুতে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। তাই এই বিষয়ে অত্যধিক আবেগ বর্জন করাই বুদ্ধিমত্তার পরিচায়ক। দাম্পত্য সমস্যায় ভুল বােঝাবুঝি যত শীঘ্র সম্ভব মিটিয়ে নেওয়াই প্রয়ােজন। সপ্তাহের মধ্যভাগে কাণ। বৃদ্ধি, পাওনাদারের তাগাদা মানসিকভাবে বিব্রত রাখতে পারে। প্রিয়জনের অস্বাভাবিক আচরণে হতাশা বৃদ্ধি। সপ্তাহের অন্তভাগে বিকল্প জীবিকা কর্মানুসন্ধানে সাফল্য। গুরুজনের শরীর স্বাস্থ্যের প্রভূত উন্নতি। সৃজনশীল ব্যক্তি, শিল্পী, কলাকুশলীদের নতুন যােগাযােগে মানসিক প্রফুল্লতা বৃদ্ধি। 

☞গৌরি মাতার এই বানীগুলো আপনার জীবন বদলে দিতে পারে - পড়ুন 

বৃশ্চিকঃ সপ্তাহের প্রথমদিকে আধ্যাত্মিক কৃপায় শরীর স্বাস্থ্যের প্রভূত উন্নতি। বিদ্যার্থীদের পক্ষে খুব একটা আশাব্যঞ্জক নাও হতে পারে। সপ্তাহের মধ্যভাগে কর্মক্ষেত্রে দায়িত্বভার বৃদ্ধি পেতে পারে। অর্থনৈতিক ক্ষেত্র আয়- ব্যয়ের মধ্যে সমতা রাখা অত্যন্ত জরুরি। রাজনৈতিক ব্যক্তিদের মানসিক স্থিরতা  বজায় রাখা প্রয়ােজন। সপ্তাহের অন্তভাগেই রাজনৈতিক পদ/গুরুত্ব বৃদ্ধি  পাওয়ার শুভ যােগাযােগ। সন্তানের বিষয়ে অমূলক দুশ্চিন্তার কোনও প্রয়ােজন নেই। পারিবারিক ক্ষেত্রে
অস্থিরতার অবসানে মানসিক প্রফুল্লতা বৃদ্ধি।



ধনুঃ এই রাশির জাতক/জাতিকাদের শরীর-স্বাস্থ্যের বিষয়ে যত্নবান হওয়া প্রয়ােজন।  অর্থনৈতিক ক্ষেত্র বেশ চাপের। সফলতা। সপ্তাহের মধ্যভাগে উচ্চবিদ্যার্জন, গবেষণামূলক কার্যে সাফল্য। শেয়ার, ফাটকা, লটারিতে এই সপ্তাহে লগ্নি না করাই শ্রেয়। সপ্তাহের অন্তভাগে বিকল্প ব্যবসায় উদ্যোগী হওয়া  প্রয়ােজন। কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধি হলেও শেষমেশ কর্মচ্ছেদ হওয়ার কোনও যােগ এখনই নেই। 




মকরঃ ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটা যথেষ্ট চাপের। গৃহজ  সমস্যা, পারিবারিক কোন্দলে আবেগের বশবর্তী হয়ে কোনও সিদ্ধান্ত এখনই না নেওয়াই সমীচীন। সপ্তাহের মধ্যভাগটা কর্মপ্রার্থীদের পক্ষে বেশ শুভ। বিদ্যার্থীদের নতুন উদ্যোগে পড়াশুনা শুরু করা প্রয়ােজন। সপ্তাহের অন্তভাগে বেশ কিছু অর্থপ্রাপ্তি হতে পারে। পুরনাে প্রেমে জটিলতা বৃদ্ধি। বাতজ বেদনা,পেটের সমস্যা, শিরপীড়া, আকস্মিক চোটআঘাত/স্বাস্থ্যহানি থেকে সাবধান। 

কুম্ভঃ এই সপ্তাহে অর্থ  সমস্যার কিছুটা সুরাহা হতে পারে। নতুন কর্মপ্রাপ্তিতে আশার আলাে। ত্বকের সমস্যা, অ্যাসিডিটি, শরীরের মধ্যভাগের পীড়া নাজেহাল করতে পারে। সপ্তাহের মধ্যভাগে সম্পত্তিজনিত বিবাদে পুলিসি আইনি ঝামেলার যােগ দেখা যাচ্ছে। সপ্তাহের অন্তভাগে সন্তানের বিদ্যা/কর্ম বিষয়ে শুভ যােগাযােগ। গুপ্ত শত্রু থেকে সতর্কতা অবলম্বন প্রয়ােজন। 

☞ বাজারে এসেছে ভেসপা কোম্পানীর ইলেক্ট্রিক স্কুটার , ১ বার চার্জ দিলে চলবে ১০০ কিমি দেখে নিন

মীনঃ অনেকদিনের প্রচেষ্টার স্বীকৃতি স্বরূপ মনের মতাে কর্মানুসন্ধানে আশাতীত সফলতার যােগ। পারিবারিক ক্ষেত্রে দৃঢ় সিদ্ধান্ত নিতে হতে পারে। সপ্তাহের মধ্যভাগে ব্যবসাক্ষেত্রে ঋণবৃদ্ধি। শত্রুদমনে মানসিক বল বৃদ্ধি। অর্থের যোগান বজায় থাকলেও আয়ের থেকে ব্যয়ভাব বেশি। সপ্তাহের অন্তভাগে রাজনৈতিক অভিলাষ পূর্তি হতে পারে। গুরুজনের শরীর-স্বাস্থ্যের প্রভূত উন্নতি। বিদ্যাক্ষেত্র শুভ। বিষাক্ত কীট-পতঙ্গ জীবাণু সংক্রমণ থেকে সাবধান। 




ডাউনলোড করুন ১৪২৮ সালের সেরা বাংলা ক্যালেন্ডার এখানে ক্লিক করুন 



এই সপ্তাহ আপনার কেমন যাবে ? ০৯ থেকে ১৫ই মে ২০২১ এই সপ্তাহ আপনার কেমন যাবে  ? ০৯ থেকে ১৫ই মে ২০২১ Reviewed by Wisdom Apps on মে ০৯, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.