এই সপ্তাহে কি লেখা আছে আপনার ভাগ্যে ? পড়ুন ১২ রাশির সাপ্তাহিক রাশিফল

                      


কেমন যাবে এই সপ্তাহ ? পড়ুন ১২টি রাশির সাপ্তাহিক রাশিফল । জেনে নিন কি লেখা আছে আপনার ভাগ্যে । জেনে নিন প্রতিটি রাশির সাপ্তাহিক ভাগ্যফল । আপডেট দেওয়া হয় প্রতি রবিবার সকাল বেলা ।

বাংলার সেরা পঞ্জিকা ক্যালেন্ডার অ্যাপ ডাউনলোড করতে   ☞ এখানে ক্লিক করুন 


এই সপ্তাহের সব রাশির রাশিফল 

মেষঃ সপ্তাহটা এই রাশির জাতক/জাতিকাদের পক্ষে বেশ চ্যালেঞ্জিং। সপ্তাহের প্রথমদিকেই অনেকদিনের জমে থাকা কাজ করে নেওয়া প্রয়ােজন। সহৃদয় শুভাকাঙ্ক্ষীর মধ্যস্থতায় বিতর্ক বিবাদের নিষ্পত্তি হয়ে যেতে পারে। সম্পত্তিজনিত বিষয়ে দৃঢ় অবস্থানে প্রতিপক্ষ পরাভূত৷ সপ্তাহের মধ্যভাগে আয়- উপার্জনের ক্রমিক অগ্রগতি। পারিবারিক সমস্যায় বহু কাঙ্ক্ষিত আপােষ মীমাংসা। দূরবর্তী স্থানে কর্মরত প্রিয়জনের বিষয়ে অত্যধিক দুশ্চিন্তা করা অর্থহীন। সপ্তাহের অন্তভাগে শরীর-স্বাস্থ্যের প্রভূত উন্নতি। উচ্চ বিদ্যায় সন্তোষজনক অগ্রগতি।

☞ মাত্র ১৩ বছর বয়সে শুরু করেন লেখা - মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনী পড়ুন - অনুপ্রানিত হবেন 

বৃষঃ এই রাশির জাতক/ জাতিকাদের পক্ষে সপ্তাহটা খুব একটা আশাপ্রদ নয়। কর্মক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি মানসিক চাপের প্রধান কারণ হয়ে দাঁড়াতে পারে। সপ্তাহের প্রথমদিকে ব্যয়ভাবও যথেষ্ট বেশি। ব্যবসাক্ষেত্রে এইসময় বেশি ঝুঁকি না নেওয়াই শ্রেয়। সপ্তাহের মধ্যভাগে দৈবকৃপায় কর্মক্ষেত্রে জটিলতার সাময়িক অবসান। বিকল্প উপার্জনের নতুন দিশায় যাবতীয় হতাশার অবসান। সপ্তাহের অন্তভাগে প্রেম-পরিণয়ে অহেতুক বিতর্ক বিবাদ এড়িয়ে চলাই শ্রেয়। যােগ/ প্রাণায়ম/ মানসিক দৃঢ়তায় বেশ কিছুদিন ধরে চলতে থাকা শারীরিক সমস্যার আশাতীত সমাধান। 


☞ ইমিউনিটি বাড়াতে ওষুধ না খেয়ে প্রতিদিন খান খুব পরিচিত এই ৭টি সবজী - ইমিউনিটি বাড়বেই 


 মিথুনঃ সপ্তাহের প্রথমদিকেই কর্মক্ষেত্রে দায়-দায়িত্ব বৃদ্ধি হতে পারে। আশানুরূপ। আয়- উপার্জন না হওয়ায় ব্যবসায়ীদের হতাশা বৃদ্ধি। সপ্তাহের মধ্যভাগে সন্তানের শরীর-স্বাস্থ্য, বিদ্যার্জনের সন্তোষজনক অগ্রগতিতে অনেকদিন ধরে পুঞ্জিভূত মানসিক ভার লাঘব। সম্পত্তি রক্ষায় আইনি পরামর্শ নেওয়া জরুরি। শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে সম্মানজনক আপসে মানসিক বল বৃদ্ধি৷ সপ্তাহের অন্তভাগে দাম্পত্য জীবনে জটিলতা বৃদ্ধি। শিল্পী, কলাকুশলীদের কাজকর্মের ক্রমিক অগ্রগতিতে নতুন আশা-আকাঙ্ক্ষার সঞ্চার। 


কর্কটঃ এই রাশির জাতক/ জাতিকারা সপ্তাহের গােড়ার দিকে বেশকিছুটা অপ্রত্যাশিতভাবেই বিকল্প কর্মানুসন্ধানে সাফল্য পেতে পারেন। সন্তানের বিদ্যাশিক্ষায় অমনােযােগিতা  দুশ্চিন্তার কারণ হতে পারে। সপ্তাহের মধ্যভাগে। ব্যবসা-বাণিজ্যের ক্রমিক অগ্রগতিতে আত্মবিশ্বাস বৃদ্ধি। স্বামী-স্ত্রীর সম্পর্কেরউন্নতি। সপ্তাহের অন্তভাগে পুরনাে মামলা-মােকদ্দমায় আইনি জটিলতা বৃদ্ধি হতে পারে। প্রেম-পরিণয়ে অত্যধিক আবেগপ্রবণতায় লাগাম দেওয়াই সমীচীন।


☞ জানেন কি দু'বেলা খাবার জুটতো না হোমিওপ্যাথির জনক হ্যানিম্যানের ? পড়ুন জীবনী 


সিংহঃ সপ্তাহের শুরুর দিকটা অত্যন্ত সাবধানতার মাধ্যমে। অতিবাহিত করে নেওয়াই দূরদর্শিতার পরিচায়ক। সপ্তাহের মধ্যবর্তী সময় থেকেই ব্যবসা-বাণিজ্যের সন্তোষজনক অগ্রগতি। আয়-উপার্জন বৃদ্ধি। বাস্তুজনিত জটিলতর সমস্যাগুলির দিকে এবার নজর দেওয়া আবশ্যক। সপ্তাহের অন্তভাগে ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয়-পরিজনের উদাসীন আচরণে হতাশা বৃদ্ধি। ঋণবৃদ্ধিতে মানসিক চাপ। কর্মক্ষেত্রে সন্তানের অগ্রগতিতে মানসিক প্রফুল্লতা বৃদ্ধি।





কন্যাঃ কর্মক্ষেত্রে নতুন করে জটিলতা বৃদ্ধিতে মানসিক অবসাদ। সপ্তাহের প্রথমদিকে পাওনাদারের তাগাদায় বিড়ম্বনা বাড়তে পারে। দু-চাকার বাহন ক্রয়ের উদ্যোগ। সপ্তাহের মধ্যভাগে গুরুজনস্থানীয় ব্যক্তির শরীর-স্বাস্থ্যের সন্তোষজনক অগ্রগতিতে মানসিকভার লাঘব। প্রেম- পরিণয়ে প্রিয়জনের উন্নাসিক আচরণে হতাশাবৃদ্ধি। সপ্তাহের অন্তভাগেবিদ্যাশিক্ষায় সন্তানের ক্রমিক অবনতিতে দুশ্চিন্তা বৃদ্ধি। সম্পত্তি সুরক্ষায় আইনি পদক্ষেপ নির্ণয়।



তুলাঃ সপ্তাহের প্রথমদিকে ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি সম্পর্কে বিচার-বিশ্লেষণ। সম্পত্তিজনিত বিষয়ে সুচিন্তিত আইনি পরামর্শ করে নেওয়া অত্যন্ত আবশ্যক। সপ্তাহের মধ্যভাগে হাঁটু, অস্থি, বাতজ বেদনায় ক্লেশ। আত্মীয়-স্বজনের বিরূপ আচরণে গৃহ-পরিবেশের শান্তিশৃঙ্খলায় বিগ্ন। সপ্তাহের অন্তভাগে আয়উপার্জন বৃদ্ধিতে মানসিক প্রফুল্লতা। কর্মক্ষেত্রে গুপ্তশত্রুতায় মদত দেওয়া ব্যক্তির স্বরূপ উদঘাটন। সন্তানের বিদ্যাশিক্ষায় মনােযােগহীনতায় দুশ্চিন্তা বৃদ্ধি।


☞ এই একটি মাত্র ব্যায়াম করলেই আপনি ধরে রাখতে পারবেন সুস্বাস্থ্য । কোন ব্যায়াম ? জেনে নিন 

বৃশ্চিকঃ  এই রাশির জাতক/ জাতিকাদের জীবাণু-ঘটিত রােগ সংক্রমণের ব্যাপারে যথেষ্ট সজাগ থাকা প্রয়ােজন। জ্ঞাতি-শত্রুর চক্রান্তের যথােপযুক্ত জবাবে মনােবল বৃদ্ধি। সপ্তাহের মধ্যভাগে কর্মক্ষেত্রে শ্রম, অধ্যবসায়ের স্বীকৃতিহীনতার হতাশা বৃদ্ধি। ব্যবসায়ীদের অত্যধিক পরিশ্রমে শারীরিক ক্লান্তি। সপ্তাহের অন্তভাগে ক্রয়-বিক্রয়ে জ্ঞাতি পরিজনের সঙ্গে মতান্তর। দাম্পত্যজীবনে স্বামী-স্ত্রীর যৌথ | শনিবার বােঝাপড়ায় জ্ঞাতি শত্রুর চক্রান্ত দমনে সাফল্য।




ধনুঃ সপ্তাহের প্রথমদিকে সহৃদয় ব্যক্তির সহযােগিতায় বিকল্প কর্মানুসন্ধানে সফলতা। পুরন কর্মক্ষেত্রে, যদিও, অস্থিরতা বজায় থাকবে। সপ্তাহের মধ্যভাগে ঘনিষ্ঠজনের প্রতারণায় অর্থক্ষতির আশঙ্কা। সম্পত্তি সংস্কার বা গৃহ নির্মাণ/ ক্রয়ের পরিকল্পনা আপাতত স্থগিত রাখাই শ্রেয়। সপ্তাহের অন্তভাগে আয়-উপার্জনের ক্রমিক অগ্রগতিতে মানসিক ভার লাঘব। গুরুজনস্থানীয় ব্যক্তির শরীর-স্বাস্থ্যের সন্তোষজনক অগ্রগতি।



মকরঃ সপ্তাহের প্রথমদিকে বলবান প্রতিপক্ষের ক্রিয়া কলাপের প্রতি সজাগ দৃষ্টি দেওয়া দরকার। প্রয়ােজনে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়তে পারে। সপ্তাহের মধ্যভাগে বাণিজ্যের সন্তোষজনক অগ্রগতিতে মানসিক প্রফুল্লতা বৃদ্ধি। শেয়ার, ফাটকা, লটারিতে অপ্রত্যাশিত আয়। সপ্তাহের অন্তভাগে সুচিকিৎসায় শরীর-স্বাস্থ্যের সন্তোষজনক। অগ্রগতি। সন্তানের বিদ্যাশিক্ষায় মনােসংযােগ হ্রাসে দুশ্চিন্তা বৃদ্ধি। 


কুম্ভঃ  স্বনিযুক্তি প্রকল্প/ বিকল্প  অর্থোপার্জনের আন্তরিক অধ্যবসায়ের শুভ ফল এই সপ্তাহের প্রথম দিকেই মিলতে পারে। তবে অধিক উৎসাহে অতিরিক্ত লগ্নি করাই শ্রেয়। সপ্তাহের মধ্যভাগে। গুরুজনস্থানীয় ব্যক্তির শরীর-স্বাস্থ্যের ক্রমিক অবনতি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। সপ্তাহের অন্তভাগে জ্ঞাতি পরিজনের বিরূপ আচরণে পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে। প্রেম-পরিণয়ে ভুল বােঝাবুঝির অবসানে মানসিক ভার লাঘব। 


☞ বাজারে এসেছে ভেসপা কোম্পানীর ইলেক্ট্রিক স্কুটার , ১ বার চার্জ দিলে চলবে ১০০ কিমি দেখে নিন

মীনঃ সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব বৃদ্ধিতে আত্মবিশ্বাস টালমাটাল হতে পারে। উচ্চতর বিদ্যার্জনে যৎপরনস্তি সাফল্য লাভ। সপ্তাহের মধ্যভাগে ব্যয়ভাব বেশি। ন্যূনতম সঞ্চয়ে এখনই উদ্যোগী হওয়া প্রয়ােজন। দাম্পত্যজীবনে অতিরিক্ত আশাপ্রত্যাশাতে হতাশা বৃদ্ধির যােগ। সপ্তাহের অন্তভাগে ব্যবসা-বাণিজ্যে অপ্রত্যাশিত অগ্রগতি। শরীর-স্বাস্থ্যের বিষয়ে সতর্কতা অত্যন্ত প্রয়ােজন। নতুবা আকস্মিক | স্বাস্থ্যহানির যােগ। প্রেম-পরিণয়ে নৈরাশ্য বৃদ্ধি। বলবান শত্রুর সঙ্গে সন্তোষজনক সন্ধি।





ডাউনলোড করুন ১৪২৮ সালের সেরা বাংলা ক্যালেন্ডার এখানে ক্লিক করুন 



এই সপ্তাহে কি লেখা আছে আপনার ভাগ্যে ? পড়ুন ১২ রাশির সাপ্তাহিক রাশিফল এই সপ্তাহে কি লেখা আছে আপনার ভাগ্যে ? পড়ুন ১২ রাশির সাপ্তাহিক রাশিফল Reviewed by Wisdom Apps on মে ৩০, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.