বাংলার ৭০ টি চেনা অচেনা পাখীর নাম ও ছবি - All birds of Bengal with name and images
বাংলায় অনেক পাখি আছে যাদের আমরা মাঝে মাঝেই আমাদের আশেপাশে দেখতে পাই কিন্ত নাম জানি না । আসুন আজ সেই সমস্ত পাখিদের নাম জেনে নিই । বাংলার গ্রামে গঞ্জে বিভিন্ন নামে এই পাখিদের ডাকা হয় কিন্ত আমরা খুঁজে খুঁজে সবথেকে বেশি প্রচলিত নামটিকেই বেছে নিয়েছি । এই লেখাটি লিখতে আমরা সাহায্য নিয়েছি বঙ্গীয় বিজ্ঞান পরিষদের " আমাদের ছোট পাখি " বই ও গুগল সার্চ ইঞ্জিনের । আসুন বাংলার পাখিদের চিনে নিই -
