শিক্ষার লক্ষ্য সম্বন্ধে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের ১০টি কথা - প্রত্যেকের জানা প্রয়োজন

 রাধাকৃষ্ণান কমিশন - 

ভারতের প্রথম শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান । এই কমিশনটিকে রাধাকৃষ্ণান কমিশন ও বলা হয়ে থাকে । এই কমিশনের উদ্দেশ্য ছিল ভারতীয় শিক্ষা ব্যবস্থা ও বিশ্ববিদ্যালয় গুলির উন্নয়ন । এই কমিশনের প্রকাশিত রিপোর্টে শিক্ষার লক্ষ্য সম্বন্ধে ১০ টি কথা বলা হয় যা বর্তমান সময়েও সমানভাবে মূল্যবান । আসুন জেনে নিই ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের তথা এই কমিটির সুপারিশ করা সেই ১০টি কথা - 

১ । জীবনের যে একটা অর্থ আছে তা শেখাতে হবে । 

২। জ্ঞানের আলো প্রজ্বলিত করে ব্যাক্তির অভ্যন্তরের সুপ্ত ক্ষমতাকে জাগিয়ে তুলতে হবে । 

৩। সমাজ দর্শনের সঙ্গে পরিচিত করাতে হবে , যে দর্শন শিক্ষা , অর্থনীতি ও রাজনীতিকে পরিচালিত করে । 

৪। শিক্ষার্থীদের গণতান্ত্রিক করার জন্য প্রশিক্ষণ দিতে হবে । 

৫। আত্ম উন্নতির জন্য প্রশিক্ষণ দিতে হবে । 

৬। কিছু মূল্যবোধকে বিকশিত করতে হবে , যেমন - মনের ভয়কে দূরীভূত করা , চেতনাকে শক্তিশালী করা ইত্যাদি । 

৭। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সংস্কৃতি ও কৃষ্টিকে পরবর্তী বংশধরের মধ্যে কিভাবে সঞ্চালিত করা যায় তার সঙ্গে পরিচিত হতে হবে । 

৮। শিক্ষা হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া তা বুঝতে হবে । 

৯। বর্তমান সময়কে বুঝতে হবে তার সঙ্গে সঙ্গে অতীতকেও জানতে হবে । 

১০। বৃত্তিমুখী ও পেশাগত প্রশিক্ষণ প্রদান করতে হবে । 


আরো পড়ুনঃ  শিক্ষা সম্বন্ধে শিক্ষক রাধাকৃষ্ণানের কিছু অসাধারন বানী



শিক্ষার লক্ষ্য সম্বন্ধে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের ১০টি কথা - প্রত্যেকের জানা প্রয়োজন শিক্ষার লক্ষ্য সম্বন্ধে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের ১০টি কথা - প্রত্যেকের জানা প্রয়োজন Reviewed by Wisdom Apps on আগস্ট ৩১, ২০২০ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.