স্টিভ জোবসের বিখ্যাত কিছু উক্তি
➣আমি মনে করি মৃত্যু হচ্ছে জীবনের সবচেয়ে অসাধারণ উদ্ভাবন। এটি জীবন থেকে পুরোনো ও সেকেলে জিনিস থেকে মুক্ত করে।
➣ মানুষ মনে করে ফোকাস অর্থ হচ্ছে তাকে যে বিষয়টিতে মনোনিবেশ করতে বলা হয়েছে, সে বিষয়ে হ্যাঁ বলা। কিন্তু এর অর্থ উল্টো। এর অর্থ হচ্ছে অন্যান্য হাজারো ভাল আইডিয়াকে বিদায় জানানো। তবে এ কাজটি আপনাকে সতর্কভাবে করতে হবে। আমরা যে কাজগুলো করেছি, সেগুলোর জন্য আমি যতখানি গর্বিত, যে কাজগুলো করিনি সেগুলোর জন্যও আমি ঠিক ততোখানিই গর্বিত। উদ্ভাবন মানে হচ্ছে হাজারটা বিষয়কে না বলতে পারা।
➣ শ্মশানে সবচেয়ে ধনী ব্যক্তি হওয়া আমার কাছে গুরুত্বপূর্ণ নয়..... রাতে ঘুমোতে যাওয়ার সময় আমরা অসাধারণ কিছু করেছি বলতে পারাটা.... এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
➣ মানুষের সঙ্গে সহজ ব্যবহার করা আমার কাজ নয়। আমার কাজ হচ্ছে, মানুষকে দিয়ে আরও ভাল কিছু করানো।
➣ আপনি যদি সৃজনশীল পথে আপনার জীবন কাটাতে চান, একজন শিল্পী হিসেবে, তাহলে আপনার পেছনের দিকে বেশি তাকানোটা ঠিক হবে না। আপনার মধ্যে ইচ্ছাশক্তি থাকতে হবে, যার মাধ্যমে আপনি যা ছিলেন এবং আপনি যা করেছেন তা যেন ছুড়ে ফেলে দিতে পারেন।
➣ উদ্ভাবন নেতা এবং অনুসারীর মধ্যে পার্থক্য সৃষ্টি করে
➣ সক্রেটিসের সঙ্গে একটি সন্ধ্যা কাটানোর জন্য আমি আমার সব প্রযুক্তি দিয়ে দিতে রাজি
➣ ব্যবসার জন্য আমার মডেল হচ্ছে বিটলস। তারা চারজন ছিলেন যারা একে অপরের নেতিবাচক দিকগুলো সামলে রাখতেন। তারা একে অপরের ভারসাম্য বজায় রাখতেন এবং একক হিসেবে নয় সম্পূর্ণ হিসেবে তারা ছিলেন অসাধারণ। আমিও ব্যবসাকে ঠিক ওইভাবে দেখি: ব্যবসাতে বড় বড় কাজগুলো কখনও একজন ব্যক্তি একা করেন না। ওই কাজগুলো দলবদ্ধভাবে করা হয়।
➣আমার কাছে কম্পিউটার হচ্ছে এমন একটি অসাধারণ টুল যা আমরাই তৈরি করেছি। এটা মনের বাইসেকেলের সমতূল্য বললেও ভুল হবে না।
ডেল কার্নেগীর স্মরণীয় ১০ টি উক্তি-
➣ মনে রাখবেন, আপনি কে বা আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না, আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর।
➣ যা আপনাকে পীড়া দেয়, এমন বিষয় নিয়ে এক মিনিটের বেশি ভাববেন না।
➣ মানুষের গুণ নিয়ে প্রতিযোগিতা করুন দোষ নিয়ে নয়।
➣ আপনি ভাল মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভাল ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয়। আপনি নিরামিষভোজী হলে কি কোন ষাঁড় আপনাকে তাড়া করবে না?"
➣ কি কাজ করতে চলেছেন সে সম্পর্কে কোনো ধারণা না থাকার অর্থ আপনি অন্ধকারের যাত্রী কোনো অন্ধের মত।
➣ মন্দ সহচর্যের চেয়ে নিঃসঙ্গতা অনেক ভালো।
➣ পৃথিবীতে ভালবাসার একটি মাত্র উপায় আছে, সেটা হলো প্রতিদান পাওয়ার আশা না করে শুধু ভালবেসে যাওয়া।
➣ দুশ্চিন্তা দূর করার এক নম্বর উপায় হলো ব্যস্ত থাকা।
➣ আমি চাইতাম বিখ্যাত ব্যক্তিদের মতো সফল হতে; এর জন্য আমি অনেক পরিশ্রমও করেছি কিন্তু আমি কোনোভাবেই সফল হইনি, অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম- অন্যের মতো নয়- বরং আমি হবো আমার মতো।
➣ যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছেই এসে ধরা দেয়, কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ ততো কম।
মার্ক টোয়েনের ১০ টি বাণী
➣ মানুষ যখন নিজেকে একজন মিথ্যাবাদী বলে স্বীকার করে তখন তার থেকে সে কখনই বেশী সত্যবাদী নয় ।
➣ ভালো বন্ধু , ভালো বই এবং ঘুমন্ত বিবেক ; এগুলই হল আদর্শ জীবনের উপকরণ ।
➣ কথা বলার থেকে চুপ থাকা ওনেক ভালো । তাতে লোকে বোকা ভাবে ভাবুক । কারণ মুখ খুললে তো আর কোনো সন্দেহই থাকবে না ।
➣ টাকা থাকলে জমি কেন , কারন কেউ ওটা আর বানাচ্ছে না ।
➣ যে মানুষ নতুন কোনো কথা বললে তাকে লোকে পাগল ভাবে যতক্ষণ না তার কথা সফল হচ্ছে ।
➣ ক্রোধ হল এমন এক ধরনের অ্যাসিড যাকে যে পাত্রে ঢালা হয় তার থেকে যে পাত্রে রাখা থাকে তার ক্ষতি বেশী করে ।
➣ স্বাস্থ্য বিষয়ক বইগুলি পড়ার সময় সজাগ থেকো , সামান্য একটু ছাপার ভুলে মারাও যেতে পারো ।
➣ তোমার কল্পনাগুলিকে কখনোই ঝেড়ে ফেলো না । কারণ যখন ওরা ঝরে যাবে তুমি শারীরিক ভাবে জীবিত থাকলেও তোমার বেঁচে থাকা স্তব্ধ হয়ে যাবে ।
➣ হাস্যরস পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ ।
➣ সব কিছুরই একটা সীমা থাকে , লোহার আকরিককে হাজার শিক্ষিত করেও কখনই সোনায় পরিনত করা যায় না ।
জীবন বদলে দেওয়ার মত সেরা কিছু উক্তি - বিখ্যাত ৩ বিদেশীর
Reviewed by Wisdom Apps
on
আগস্ট ১৭, ২০১৮
Rating:
কোন মন্তব্য নেই: