•ঈশ্বর বলে কোনাে কিছু নেই। সর্বশক্তিমান কোনাে সত্তায় আমাদের বিশ্বাস নেই।
• অহিংসা এবং সৎ আচরণ সকলকেই পালন করতে হবে।
• আগুন জ্বাললে যেমন জীব হত্যা করা হয়, আগুন নির্বাপিত করলেও জীবহত্যা করা হয়—এটি হল সবথেকে বড়াে পাপ।
• আমাদের মূল ঈশ্বর আরাধনা বা স্বর্গপ্রাপ্তি যথেষ্ট নয়, মূল হল তিনটি—সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ আচরণ।
• পৃথিবীর সমস্ত মানুষকে সমজ্ঞানে ভালােবাসতে হবে। ধর্ম-বর্ণ—অর্থে কোনাে বিভাজন থাকবে না।
• তথাকথিত ধনী সম্প্রদায়ের মানুষ দরিদ্র সম্প্রদায়কে ভালােবাসবে, তাদের দিকে সহযােগিতার হাত বাড়িয়ে দেবেন। তবেই একটি সত্যিকারের সুস্থিত সামজ স্থাপিত হতে পারবে।
• সমাজে উঁচু এবং নীচুর মধ্যে কোনাে তফাত থাকবে না।
• পৃথিবীর সব ধর্মের মূল কথা হল এক—নিজেকে জানা অর্থাৎ নিজেকে উপলব্ধি করাে।
• ধর্মগুলির মধ্যে আপাতত বিরােধ আছে। কিন্তু আসলে এদের মধ্যে কোনাে বিরােধ নেই।
• নিজেকে বিশ্বপ্রকৃতির ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ বলে মনে করবে। নিজেকে কখনাে ছােটো বলে ভাববে না। নিজেকে ছােটো ভাবলে তুমি কখনাে আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে উঠতে পারবে না।
• সবসময় সৎ চিন্তা করবে, সৎ বন্ধুর সান্নিধ্যে আসার চেষ্টা করবে, সৎ ভাবনায় মনকে প্রফুল্ল রাখবে। তাহলে দেখবে তােমার মধ্যে এক আশ্চর্য শক্তির উত্তরণ ঘটে গেছে।
• ধার্মিক আচরণের দ্বারা মনকে পরিশুদ্ধ করবে। মন পরিশুদ্ধ না হলে আত্মা পরিশুদ্ধ হয় না।
• সবধর্মের প্রতি সহিষ্ণুতা প্রকাশ করবে। মনে রাখবে পৃথিবীর সব ধর্মই সমান। ধর্মের মধ্যে যে বিভাজন, তা আমাদের সৃষ্টি।
• অযথা ভােগসুখের মধ্যে জীবন কাটাবে না। মনে রাখবে এই যে বাহ্যিক ভােগ, এর অন্তরালে কিছুই নেই।
• নিজেকে জানবার চেষ্টা করবে, সবসময় ঈশ্বরের কথা স্মরণ করবে, কিন্তু মনে রাখবে ঈশ্বর তােমার মধ্যে লুকিয়ে আছেন।
• গভীর শূন্যতায় মগ্ন এই পৃথিবী, এই শূন্যতার মধ্যে তুমি এক উড়ন্ত সত্তা।
• ইচ্ছে করলে তুমি অসাধ্যকে সাধন করতে পারাে, ইচ্ছে করলে তুমি এমন কাজ করতে পারাে যা আর কেউ কখনাে করেনি।
• কোনাে মানুষকে কখনাে ছােটো করবে না। কোনাে মানুষের প্রতি কটুবাক্য প্রয়ােগ করবে না। সব মানুষকে নিজের ভাই বা বােনের মতাে দেখবে।
• নিজস্ব পুরুষত্বের ওপর আস্থা রাখবে তাহলে দেখবে জয় তােমার করায়ত্ত হচ্ছে।
• কামনা-বাসনার জগত থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করবে। চেষ্টা করবে কখনাে কামনার দাস না হতে।
• মানুষ স্বপ্ন দেখে। স্বপ্ন সফল করতে করতে একদিন অসম্ভবকে সম্ভব করে ফেলে।
• উচ্চাশা রাখবে, উচ্চাশা না থাকলে মানুষ জীবনে বড় হতে পারে না।
কোন মন্তব্য নেই: