এই সপ্তাহের সব রাশির রাশিফল
মেষঃ সপ্তাহের প্রথম দিকটা জাতক/ জাতিকাদের পক্ষে মোটের ওপর ভালই বলা চলে। আয় উপার্জন বৃদ্ধির যোগ সুস্পষ্ট। পারিবারিক সমস্যার সন্তসজনক সমাধান । সপ্তাহের মধ্যভাগে উর্ধতন কতৃপক্ষের সহায়তায় কর্মক্ষেত্রে জটিল থেকে জটিলতর সমস্যার সমাধান। ব্যাবসাক্ষেত্রে বহুদিনের পরিশ্রমের সুফল এবার পেতে শুরু করবেন। সপ্তাহের অন্তভাগে শরীর স্বাস্থ্যের উন্নতি। প্রবাসে বসবাসকারী আত্মীইয়পরিজনের বিষয়ে দুসচিন্তা বৃদ্ধি। সন্তানের বিদ্যাশিক্ষার তুলনামূলক অগ্রগতিতে মানসিক প্রশান্তি।
বৃষঃ সপ্তাহের প্রথমভাগটা জাতক-জাতিকার পক্ষে বেশ চ্যালেঞ্জিং। কর্মক্ষেত্রে জটিলতা মানসিক উদ্বেগের মূল কারণ হয়ে দাড়াতে পারে। সন্তানের বিদ্যাশিক্ষায় ক্রমিক অমনোযোগিতায় হতাশা বৃদ্ধি। সপ্তাহের মধ্যভাগে ব্যাবসাক্ষেত্রে আয় উপার্জন বৃদ্ধিতে মানসিক বল বৃদ্ধি সপ্তাহের মধ্যভাগে ব্যাবসাক্ষেত্রে আয় উপার্জন বৃদ্ধিতে মানসিক বল বৃদ্ধি। গুরুজনস্থানীয় ব্যাক্তির শরীর-স্বাস্থ্যের অগ্রগতি। ঋন বৃদ্ধিতে পারিবারিক অসন্তোষ বৃদ্ধি। সপ্তাহের অন্তভাগে অত্যাধিক সন্দেহবাতিকতা দাম্পত্য অসন্তোষের মূল কারণ হয়ে দাড়াতে পারে। প্রেম-পরিণয়ে অত্যাধিক আবেগপ্রবণতা বর্জনীয়।
মিথুনঃ সপ্তাহের প্রথমদিকটা ভালই যেতে পারে। উচ্চতর গবেষণা, অভিনয়াদি, চারুকলা ও শিল্পকলার সঙ্গে যুক্ত ব্যাক্তিবর্গের পক্ষে সপ্তাহের মধ্যভাগটা অপেক্ষাকৃত শুভ। বিষয়-স্বাস্থ্যের প্রতি যত্নবা হওয়া প্রয়োজন। সপ্তাহের অন্তভাগে কর্মস্থলে প্রশাসনিক দায় দায়িত্ব বৃদ্ধিতে মানসিক চাপ। ব্যাবসাবাণিজ্যের ক্রমিক অগ্রগতিতে মানসিক চাপ লাঘব।
কর্কটঃ সপ্তাহের গোঁড়ার দিকেই আধ্যাতিক কৃপায় শরীর স্বাস্থ্যের অত্যাশ্চর্য অগ্রগতিতে মানসিক বল বৃদ্ধি। উচ্চশিক্ষা বা কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির কারণে দূর যাত্রার যোগাযোগ সুস্পষ্ট। সপ্তাহের মধ্যভাগে সহৃদয় ব্যাবহার ও উপস্থিত বুদ্ধিতে শত্রু দমন, সপ্তাহের অন্তভাগে অংশীদারী ব্যাবসায় মতানৈক্য ও তিক্ততা বৃদ্ধি। দাম্পত্যকলহে পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে।
সিংহঃ সপ্তাহের প্রথমদিকে এই রাশির জাতক/ জাতিকার কোনও সুসংবাদ পেতে পারেন। প্রেম-পরিনয়ের মতানৈক্য এড়িয়ে চলাই শ্রেয়। সপ্তাহের মধ্যভাগটা ব্যাবসায়ীদের পক্ষে বেশ শুভ। তবে প্রয়জনের অতিরিক্ত লগ্নিতে এখনই রাশ টানা প্রয়োজন। সপ্তাহের অন্তভাগে অপ্রাপ্তির বেদনায় নিত্যকর্তব্য অবহেলা পারিবারিক অশান্তির মূল কারণ হয়ে দাড়াতে পারে। বিদ্যার্থীদের পক্ষে সময়টা অপেক্ষাকৃত শুভ।
কন্যাঃ এই রাশির জাতক/ জাতিকাদের পক্ষে সপ্তাহের প্রথমদিকে যাবতীয় বাকবিতন্ডা, বিতর্কবিবাদ এড়িয়ে চলা প্রয়োজন। বিশেষ করে কর্মক্ষেত্রে জটিল পরিস্থিতিতে ঠান্ডা মাথায় কার্যোদ্ধার করে নেওয়াই সমীচীন। সপ্তাহের মধ্যভাগে ব্যাবসাক্ষেত্রে ঋন বৃদ্ধি বিড়ম্বনার মূল কারণ হয়ে দাড়াতে পারে। উচ্চতর বিদ্যার্জনে সফলতার যোগ সুস্পষ্ট। সপ্তাহের অন্তভাগে জ্ঞাতি-পরিজনের আচার আচরণে হতাশা বৃদ্ধি। বিদ্যাশিক্ষ্যায় সন্তানের অমনযোগিতায় দুশ্চিন্তা বৃদ্ধি।
তুলাঃ সপ্তাহের প্রথমদিকে বিকল্প উপার্জনে ও স্বনিযুক্তি প্রকল্পে যুক্ত ব্যাক্তিবর্গের আয় উন্নতি বৃদ্ধির যোগ সুস্পষ্ট। বৃত্তিশিক্ষা, কলা শিক্ষা, চারুকলার সঙ্গে যুক্ত ব্যাক্তিবর্গের কর্মক্ষেত্রে স্বীকৃতিপ্রাপ্তি। সপ্তাহের মধ্যভাগে চাকরিক্ষেত্রে দায়দায়িত্ব বৃদ্ধি। দাম্পত্যজীবনে তৃতীয় ব্যাক্তিকে ঘিরে অশান্তি বৃদ্ধি। সম্পত্তি ক্রয়বিক্রয়ে পারিবারিক অসন্তোষ বৃদ্ধি, সপ্তাহের অন্তভাগে প্রিয়জন/গুরুজনের শরীর স্বাস্থ্যের অগ্রগতিতে মানসিক আর লাঘব। প্রেম-পরিণয়ে নৈরাশ্য বৃদ্ধি।
বৃশ্চিকঃ সম্পত্তি সুরক্ষায় প্রয়োজনীয় আইনি পরামর্শ/ব্যাবস্থাদি সপ্তাহের প্রথমদিকেই করে নেওয়া প্রয়োজন। ব্যাবসাক্ষেত্রে ঢিলাঢালা মনোভাব পরিহার করে আরও উদ্যোগী হওয়া প্রয়োজন। সপ্তাহের মধ্যভাগে কর্মক্ষেত্রে নিরন্তর কর্মী সংকোচনে মানসিক অস্থিরতা বৃদ্ধি। আমদানি, রপ্তানি, নেটয়ার্কিং বাড়তি বিনিয়োগের সুফল এবার পেতে শুরু করবেন। সপ্তাহের অন্তভাগে বহু শ্রম ও প্রচেষ্টার ফলে কর্মক্ষেত্রে দায়দায়িত্ব ও সুনাম বৃদ্ধি। প্রেম-পরিণয়ে অত্যাধিক আবেগ বর্জন করে বাস্তবোচিত সিদ্ধান্তে অটল থাকাই সমীচীন।
ধনুঃ এই রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথমদিকটা বেশ ভালই কাটবে। ব্যাবসাক্ষেত্রে সন্তোষজনক অগ্রগতি। সপ্তাহের মধ্যভাগে গৃহসংস্কার ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিষয় পরিজনের সঙ্গে বিতর্ক বিবাদ। উচ্চতর বিদ্যার্জনে ও গবেষণামূলক কার্যে বহু আকাঙ্খিত স্বীকৃতি প্রাপ্তি। সপ্তাহের অন্তভাগে গুরুজন/ প্রিয়জনের শরীর-স্বাস্থ্যের অগ্রগতিতে মানসিক ভার লাঘব। দাম্পত্যজীবনে ভুল বোঝাবুঝির অবসান। উপস্থিত বুদ্ধির জোরে শত্রুভয় থেকে মুক্তি।
মকরঃ সপ্তাহের প্রথমদিকে কর্মক্ষেত্রে বহু আকাঙ্খিত পদপ্রাপ্তিতে মানসিক সন্তোষ বৃদ্ধি। ব্যাবসা ক্ষেত্রে পার্টনারের সঙ্গে মতানৈক্য-বিতর্ক-বিবাদ। সপ্তাহের মধ্যভাগে প্রেম-পরিণয়ে যাবতীয় ভুল বোঝাবুঝির অবসান। সন্তানের বিদ্যাশিক্ষায় অমনোযোগিতা দুশ্চিন্তার কারণ হয়ে দাড়াতে পারে। সপ্তাহের অন্তভাগে বাতজবেদনা, হৃদযন্ত্রের সমস্যা, শ্বাসকষ্ট হওয়ার যোগ থাকলেও খুব বেশী দুশ্চিন্তার কোনও কারণ দেখা যাচ্ছে না।
কুম্ভঃ সপ্তাহের প্রথমদিকটায় কর্মক্ষেত্রে যতটা সম্ভব বাদানুবাদ এড়িয়ে চলাই শ্রেয়। ব্যাবসাক্ষেত্রে ক্রমিক অগ্রগতিতে মানসিক সন্তোষ বৃদ্ধি। সপ্তাহের মধ্যভাগে সম্পত্তি সংক্রান্ত ক্রয়-বিক্রয়ে পারিবারিক বিতর্ক বিবাদ, অশান্তি, প্রেম পরিণয়ে অহেতুক আবেগ বর্জন করে চলাই শ্রেয়। দাম্পত্যজীবনে ভুল বোঝাবুঝির অবসান। সপ্তাহের অন্তভাগে প্রিয়জনের শরীর-স্বাস্থ্যের উন্নতিতে মানসিক ভার লাঘব। শিল্পী, কলাকুশলী ব্যাক্তিদের পক্ষে সময়টা বেশ আশাব্যাঞ্জক।
মীনঃ সপ্তাহের প্রথমভাগে ব্যাবসাক্ষেত্রে উত্তরোত্তর ঋনবৃদ্ধিতে উৎকণ্ঠা বৃদ্ধি। কর্মক্ষেত্রে দির্ঘদিনের পরিশ্রমের সুফল এবার পেতে শুরু করবেন। সপ্তাহের মধ্যভাগে গুরুজনের শরীর-স্বাস্থ্যের অগ্রগতিতে মানসিক ভার লাঘব। প্রেম পরিণয়ে যাবতীয় ভুল বোঝাবুঝির অবসান। সপ্তাহের অন্তভাগে সম্পত্তিজনিত বিষয়ে আইনি পরামর্শ নেওয়ার প্রয়োজন হতে পারে। সন্তানের বিদ্যাশিক্ষায় সফলতা বৃদ্ধির যোগ।
কোন মন্তব্য নেই: