গুরু নানকের বাণী - ঈশ্বর , ধর্ম ও মানুষ সম্বন্ধে - Guru Nanak Quotes in Bengali

গুরু নানকের বাণী

guru nanak bangla bani


• ধর্মের নামে যে অনাচার, স্বার্থপরতা, সঙ্কীর্ণতা চলেছে, তা অবিলম্বে দূর করতে হবে। এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে ভালােবাসবে। সমস্ত মানুষ সমাজকে একসঙ্গে ধৰ্মসূত্রে আবদ্ধ করতে হবে।

• প্রবঞ্চনা করাে না। মানুষের ওপর অত্যাচার করাে না। সৎ হও,পরিশ্রমী হও, ঈশ্বর নিশ্চয়ই তােমাকে আশীর্বাদ করবেন।

• ঈশ্বর এক এবং অদ্বিতীয়। তিনি নিরাকার সর্বগুণের আধার। তার অপর কোনাে সত্তা নেই, কোনাে আকার নেই। তাই মুর্তি পূজা অর্থহীন।

• সত্য পথে চলাে, সৎ জীবন যাপন করাে, ঈশ্বরের নাম করাে। 

•যে মানুষ পরিপূর্ণ ভাবে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করে, নিজের ভক্তি বিশ্বাসকে নিবেদন করে, সে-ই পায় ঈশ্বরের সান্নিধ্য।

• ঈশ্বর মানুষের ধর্ম দেখেন না, জাতি, দেখেন না, ধনী দরিদ্র দেখেন। । তার চোখে সকলেই সমান। তিনি শুধু বিচার করেন মানুষের কর্ম। যে মানুষ যেমন কাজ করে, তেমনই ফল পায়।



• সকলের ওপরে সত্য, কিন্তু তারও উপরে সত্যের জন্য বেঁচে থাকা।

•হে ব্রাহ্মণ সেই উপবীতই জীবের জন্য ধারণ কর, দয়া যাহার কার্পাসস্বরূপ, সন্তোষ সূত্রস্বরূপ, ইন্দ্ৰিদমনরূপ যাহার গ্রন্থি। ইহা ছিন্ন হয় না, মলিন হয় না, ইহা অগ্নিতে জ্বলিয়া যায় না। নানক বলেন,
সেই মানুষই ধন্য যিনি ইহা পরিধান করে সংসারে বিচরণ করেন।

•শুধু জল দিয়ে পূর্বপুরুষদের তৃপ্ত করা যায় না। প্রয়ােজন ভালাে কাজের। তুমি যদি অন্যের উপকার করাে, তাদের মঙ্গল চিন্তা করাে, সৎ কাজ করাে, তবেই তােমার সাথে তােমার পূর্বপুরুষদের সুনাম ছড়িয়ে পড়বে। সেটাই হবে তাদের প্রতি সবথেকে বেশি সম্মান জানানাে।
গুরু নানকের বাণী - ঈশ্বর , ধর্ম ও মানুষ সম্বন্ধে - Guru Nanak Quotes in Bengali গুরু নানকের বাণী - ঈশ্বর , ধর্ম ও মানুষ সম্বন্ধে  - Guru Nanak Quotes in Bengali Reviewed by Wisdom Apps on জুলাই ১৮, ২০২০ Rating: 5

২টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.