পবিত্র বাইবেল -এর কিছু বানী বাংলায়

পবিত্র বাইবেল -এর কিছু বানী বাংলায় 




• যাদের হৃদয় শুদ্ধ তারা সকলকেই শুদ্ধ দেখেন। কিন্তু যাদের হৃদয় অশুদ্ধ এবং অবিশ্বাসী তাদের কাছে পৃথিবীর কিছুই বিশুদ্ধ নয়; কারণ তাদের মন এবং বিবেক, দুটোই নােংরা।

• যিনি ঈশ্বরে বিশ্বাসী, তিনি সুখী।

• অন্তরে প্রকৃত অর্থেই আনন্দিত হও। তােমার জন্য বিস্ময়কর অপার আনন্দ অপেক্ষা করে আছে।

• যারা মুক্তিলাভের আকাঙ্ক্ষা করেন তাদের সেবার জন্যই দেবদূততাপম আত্মারা পৃথিবীতেই প্রেরিত হন।

• বিবেকবান মানুষদের মুক্তি হলেন স্বয়ং প্রভু; তাদের বিপদে তিনিই শক্তি জোগান।

• কীভাবে কোন্ পথে যেতে হবে সে শিক্ষা শিশুকে দাও, যখন সে বৃদ্ধ হবে তখনও সে তার পথ থেকে বিচ্যুত হবে না।

• লক্ষ রাখ, প্রার্থনা করাে যাতে তুমি প্রলােভনে পা না বাড়াও। আত্মা শক্তিমান, কিন্তু দেহ দুর্বল।






• তােমার যা আছে তাতেই সন্তুষ্ট হও। ঈশ্বর বলেছেন, “আমি তােমাকে কখনােই ছেড়ে যাব না, কখনও পরিত্যাগ করব না।” অতএব আত্মবিশ্বাসের সঙ্গে বলাে, “প্রভু আমাকে সাহায্য করবেন, আমি ভীত নই।”

• এবং তারপর আমি এক ভারী কণ্ঠস্বর শুনতে পেলাম যা সিংহাসন থেকে ভেসে এল, এখন থেকে ঈশ্বর মানুষের সঙ্গেই বাস করবেন, তাদের সঙ্গেই থাকবেন। তারা তার প্রজা হবে, ঈশ্বর স্বয়ং তাদের সঙ্গে পালক হিসাবে থাকবেন। তিনি তাদের প্রত্যেকের চোখ থেকে অশ্রু মুছিয়ে দেবেন। থাকবে না কোনাে মৃত্যু, শােক, কান্না কিংবা যন্ত্রণা, কারণ পুরােনাে যাবতীয় প্রথা আজ অতিক্রান্ত।

• তােমার হাতের কাছে যে কাজ পাও, তা-ই সর্ব শক্তি দিয়ে করাে। 

• এবং যিশু তাদের বললেন... যদি তােমাদের একটি সরষে দানার মতনও বিশ্বাস থাকে, তােমরা পাহাড়কে বলতে পার, এখন থেকে তুমি ওই দূরে অবস্থান করবে’; পাহাড় সরে যাবে; এবং তােমাদের পক্ষে কিছুই অসম্ভব বলে বােধ হবে না। 

• তুমি যা কিছু করাে ঈশ্বর তার মধ্যেই থাকেন।

• ভালােবাসায় কোনাে ভয় নেই; কারণ প্রকৃত ভালােবাসা সকল প্রকার ভয়কে দূরে ছুঁড়ে ফেলে দেয়।


• যদি তুমি শিশুর মতন নির্মল হও, স্বর্গরাজ্যে প্রবেশাধিকার পাবে .

• কারণ আমি নিশ্চিতরূপে জানি যে মৃত্যু কিংবা জীবন, দেবদূত কিংবা দৈত্য, বর্তমান কিংবা ভবিষ্যৎ, উচ্চতা কিংবা গভীরতা, কোনােরকম শক্তি, সকল সৃষ্টির কোনাে কিছুরই এমন ক্ষমতা নেই যে প্রভু যিশুর ভালােবাসা থেকে আমাদের আলাদা করতে পারবে না। তােমার পুত্র ও কন্যারা ভবিষ্যদ্বাণী করবে, বয়স্করা স্বপ্ন দেখবে, তােমার যুবকেরা কল্পনা করবে।

• অজানা অচেনা ব্যক্তিকে সেবা করতে ভুলাে না, কারণ তাদের সেবা করে অনেকে না জেনেই বহু দেবদূতের সেবা করেছেন। সেই মানুষই পুণ্যবান যিনি প্রভুকে বিশ্বাস করেন এবং তাকেই আশা
এবং ভরসাস্থল হিসাবে মেনেছেন।

• তােমরা একে অপরের প্রতি সদয় হও, একে অপরের প্রতি ক্ষমাশীল হও, কারণ স্বয়ং ঈশ্বর প্রভু যিশুর জন্য তােমাদের ক্ষমা করেছেন। 

• কোথাও কোনাে গ্রিক কিংবা ইহুদি নেই, নেই বন্ধন কিংবা মুক্তি,পুরুষ না নারী; কারণ খ্রিষ্টের চোখে তােমরা সকলেই এক। 

• তখন ঈশ্বর বললেন, “সমগ্র পৃথিবীর মুখমণ্ডলে ছড়িয়ে থাকা বীজভর্তি প্রতিটি গাছ তােমাদের দিলাম, প্রতিটি গাছ যার ফল আছে আর বীজও আছে। ওগুলি তােমাদের খাদ্য। এবং পৃথিবীর যাবতীয় পশু, আকাশের যত পাখি, মাটির যে সকল প্রাণী নড়াচড়ায় সক্ষম, প্রতিটি জিনিস যাতে প্রাণ আছে, প্রত্যেক সবুজ গাছ—এসব সব তােমাদের দিলাম।

• তৃপ্ত বাসনা আত্মার কাছে মধুর। একজন বােকা লােক তার ক্রোধের পূর্ণ বহিঃপ্রকাশ ঘটায়, কিন্তু
একজন জ্ঞানী ব্যক্তি সর্বদা নিজেকে সংযত রাখেন।

• আমরা তাকে ভালােবাসি কারণ তিনিই প্রথম আমাদের ভালােবেসেছিলেন। নিজেকে যতটা ভালােবাস, প্রতিবেশীকে তােমার ঠিক ততটাই ভালােবাসা উচিত।

• আশীর্বাদধন্য মানুষদের হৃদয় বিশুদ্ধ; কারণ তারা ঈশ্বরকে দেখবেন। প্রভুর জন্য অপেক্ষা করাে : সৎসাহসী হও, তিনি তােমার হৃদয়কে শক্তিশালী করে গড়ে তুলবেন : আমি বলি, অপেক্ষা করাে প্রভুর
জন্য।

• যদি কেউ বলেন, “আমি প্রভুকে ভালােবাসি” তবুও তিনি তার ভাইকে ঘৃণা করেন, তিনি একজন মিথ্যাবাদী। কারণ যে ভাইকে তিনি স্বচক্ষে দেখেছেন তাকে যদি ভালােবাসতে না পারেন, তা হলে যে প্রভুকে তিনি চোখেই দেখেননি তাকে তার পক্ষে ভালােবাসা সম্ভব নয়।

• যদি কেউ পড়ে যায় তার অর্থ এই নয় যে সে পরিত্যক্ত হয়; কারণ প্রভু তাকে স্বহস্তে তুলে ধরেন।

• কখনাে কখনাে শয়তান নিজেকে একজন আলাের দেবদূতের মুখােশে ঢেকে রাখে। গ্রহণকারী অপেক্ষা দাতার মাথাতেই আশীর্বাদ বেশি ঝরে।

• তারপর যিশু বললেন, “হে পিতা, তুমি ওদের ক্ষমা কোরাে, কারণ ওরা জানে না ওরা কী করছে...”

• বিচার কোরাে না, তােমারও বিচার হবে না : নিন্দা কোরাে না, তুমিও নিন্দিত হবে না : ক্ষমা কোরাে, তুমিও ক্ষমা পাবে।

• যিনি সহজে রাগেন না তিনি শক্তিমান; নগর বিজয় অপেক্ষা আত্মাকে জয় করা বেশি কঠিন।

• প্রভু তার শিষ্যদের সান্ত্বনা দিয়েছেন, যন্ত্রণাদগ্ধ প্রাণে করুণা বর্ষণ করেছেন।


বাইবেল বাংলা । বাংলায় বাইবেলের বানী । Quotes of Bible in Bengali .  bible-study-in-bengali

পবিত্র বাইবেল -এর কিছু বানী বাংলায় পবিত্র বাইবেল -এর কিছু বানী বাংলায় Reviewed by Wisdom Apps on জুলাই ১৯, ২০২০ Rating: 5

1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.