জানুয়ারিঃ এই মাসের জাতক-জাতিকাদের বছরটি মিশ্র ফলপ্রদ। অর্থভাগ্য শুভ। বিভিন্ন সুত্র থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা। চাকুরি ক্ষেত্রে পরিবর্তন এবং পদোন্নতির সম্ভাবনা। শরীর মোটামুটি চলবে। ভ্রমনযোগ আছে। পিতা-মাতার শরীর খুব একটা ভালো যাবে না। দুর্ঘটনা থেকে সাবধান। সংসারিক ক্ষেত্রে শুভ। গৃহ সংস্কারের যোগ আছে। সন্তান ক্ষেত্র শুভ। বেকারদের সুচাকরির যোগ আছে।
ফেব্রুয়ারিঃ এই মাসের জাতক-জাতিকাদের সময় খুব একটা ভালো যাবে না। সাংসারিক ক্ষেত্রে গোলযোগের আশঙ্কা। এছাড়া মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা। ব্যয় অত্যাধিক থাকবে। আয়-ব্যায়ের সমতা থাকবে না। ভ্রমনযোগ আছে। নতুন সম্পত্তি লাভের সম্ভাবনা। সন্তান ক্ষেত্র শুভ শরীর মোটামুটি চলবে।
মার্চঃ বর্তমান বছরটি খুব শুভ যাবে। অর্থনৈতিক উন্নতি, নতুন গৃহের যোগ সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি ইত্যাদি। তবে শরীর মাঝে মাঝে ভোগাবে। ব্যাবসায়ীদের নতুন যোগাযোগ বৃদ্ধি। চাকরি ক্ষেত্র শুভ। সাংসারিক শান্তি বজায় থাকবে। বিদেশ ভ্রমণের যোগ আছে। সন্তান ক্ষেত্র শুভ।
এপ্রিলঃ এই বছরটি জাতক-জাতিকার পক্ষে মিশ্র ফলপ্রদ। কর্মক্ষেত্রে গোলযোগ হতে পারে। নিজের ভুল পদক্ষেপে ক্ষতির আশঙ্কা। ব্যাবসায়ীদের পক্ষে মধ্যম। তবে বিনিয়োগে সব দিকে বিবেচনা করে করা উচিত। শরীর চলনসই, তবে পত্নীর শরীর খুব একটা ভাল যাবে না। অবিবাহিতের বিবাহের যোগ আছে।
মেঃ এই বছরটি মোটামুটি শুভ। তথ্যপ্রজুক্তি শিল্পে যারা কাজ করেন তাঁদের পক্ষে শুভ। অন্যান্য কর্মক্ষেত্রে চলনসই। শরীর ভালো যাবে। সন্তানদের জন্য অধিক ব্যায়ের সম্ভাবনা। ভ্রমণযোগ আছে। সাংসারিক ক্ষেত্রে মাঝে মাঝে আশান্তির সম্ভাবনা। বিবাহের যোগ আছে।
জুনঃ এই মাসের জাতক-জাতিকাদের মিশ্র ফলের সম্ভাবনা। অর্থক্ষেত্রে মাঝে মাঝে সমস্যা দেখা দিতে পারে। আমদানি-রফতানি কারবারের পক্ষে শুভ। অন্যান্য ব্যাবসা চলনসই। চাকরি ক্ষেত্রে পরিবরতনের সম্ভাবনা। শরীর ভালোই চলবে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। গৃহ সংস্কারের যোগ আছে। সন্তান ক্ষেত্র শুভ।
জুলাইঃ এই বছরটি শুভপ্রদ। আর্থিক ক্ষেত্রে ব্যাপক উন্নতির সম্ভাবনা। বিভিন্ন সুত্র থেকে অর্থলাভ। ব্যাবসা ভালো চলবে। চাকরি ক্ষেত্র শুভ। সাংসারিক শান্তি বজায় থাকবে। বিবাহের সম্ভাবনা। নতুন গৃহ লাভ হতে পারে। বিদেশ ভ্রমণের যোগ আছে। শরীর ভালো থকবে। সন্তান ক্ষেত্র শুভ।
আগস্তঃ এই বছরটি মিশ্র ফলপ্রদ। চাকুরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা আছে। ব্যাবসা ক্ষেত্র চলনসই, তবে ঋণযোগ আছে। শরীর মোটামুটি চলবে। তবে পিতামাতার স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। বিবাহের সম্ভাবনা আছে। গৃহে শুভ অনুষ্ঠানের যোগ। নতুন চাকরির সম্ভাবনা, সন্তান ক্ষত্র মধ্যম।
সেপ্টেম্বরঃ এই বছরটি মোটামুটি শুভ। চাকরি ক্ষেত্রে উন্নতির যোগ আছে। আবার বদলির সম্ভাবনাও আছে। ব্যাবসা ভালো চললেও ঋণযোগ আছে। স্বাস্থ্য ভালো যাবে, তবে দুর্ঘটনা থেকে সাবধান। গৃহ- পরিবর্তন হতে পারে। পত্নীর শরীর মাঝে মাঝে ভোগাতে পারে। সাংসারিক শান্তি বজায় থকবে।
অক্টোবরঃ বর্তমান বছরটি শুভপ্রদ। অর্থনৈতিক ক্ষেত্র শুভ। চাকুরিজীবীদের কর্ম পরিবর্তনের যোগ আছে। ব্যাবসায়ীদের পক্ষে শুভ। নতুন যোগাযোগ হতে পারে। শরীরের যত্ন নেওয়া দরকার পিতা- মাতার শরীর ভালো যাবে না। ভ্রমনযোগ আছে। গৃহ সংস্কারের যোগ আছে। নতুন চাকরি হতে পারে।
নভেম্বরঃ বর্তমান বছরটি মিশ্র ফল। কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা। বেকারদের চাকরির সুযোগ আসতে পারে। ব্যাবসায়ীদের পক্ষে শুভ। ব্যাবসা সম্প্রসারণ অথবা নতুন ব্যাবসার সুযোগ আসতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। সাংসারিক অশান্তির সম্ভাবনা। বিবাহের যোগ আছে। সন্তান ক্ষেত্র শুভ। গৃহে শুভ অনুষ্ঠানের যোগ আছে।
ডিসেম্বরঃ বছরটি মোটামুটি শুভ চলবে। নতুন চাকরির সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ আছে। ব্যাবসায়ীদের পক্ষে শুভ। বিবাহের যোগ আছে। শরীর মোটামুটি চলবে। গৃহ-সংস্কারের যোগ আছে। সন্তান ক্ষেত্র শুভ। সংসারিক শান্তি বজায় থাকবে।
আপনার জন্মমাস অনুযায়ী ২০২০ কেমন যাবে ?
Reviewed by Wisdom Apps
on
জানুয়ারী ০৭, ২০২০
Rating:
কোন মন্তব্য নেই: