এই সপ্তাহের সব রাশির রাশিফল
মেষঃ তীব্র সংকল্পের মাধ্যমে সপ্তাহটা শুরু করুন। সপ্তাহের প্রথম দিকেই বহুবিধ প্রতিকুলতাকে জয় করার জন্য দৃঢ় সংকল্পের বিকাশ। অর্থনৈতিক ক্ষেত্রে আয়-উপার্জন বজায় থাকবে। সপ্তাহের মধ্যভাগে শরীর-স্বাস্থ্যের প্রভূত উন্নতি। দৃঢ় ইচ্ছাশক্তির সহায়তায় বহুবিধ বাধা-বিপত্তি অতিক্রম। প্রেম-পরিণয়ে সম্পর্কের উন্নতি। দাম্পত্য শান্তি বজায় থাকবে। সপ্তাহের অন্তভাগে উচ্চতর বিদ্যার্জনে সফলতা। গুরুজনের শরীর-স্বাস্থ্যের দ্রুত উন্নতি। শেয়ার ফাটকায় অতিরিক্ত লগ্নি এখনই করা উচিত হবে না।
বৃষঃ আধ্যাত্মিক কৃপায় গুরুজন স্থানীয় ব্যক্তির শরীর-স্বাস্থ্যের প্রভূত উন্নতি। সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে বাদানুবাদ, মনােমালিন্য এড়িয়ে চলাই উচিত। সম্পত্তিজনিত মামলা, মােকদ্দমা, পুলিসি ঝামেলায় যথােপযুক্ত সতর্কতা অবলম্বন প্রয়ােজন। সপ্তাহের মধ্যভাগে সন্তানের মনসংযােগ বৃদ্ধি পড়াশােনায় মনােনিবেশ। ব্যবসায়ীদের নতুন কর্মোদ্দীপনার সঞ্চার। সপ্তাহের অন্তভাগে শিল্পী/ কলাকুশলীদের নতুন যােগাযােগ। অর্থনৈতিক ক্ষেত্রে আগের সংকট অবশ্যই কাটিয়ে উঠবেন।
মিথুনঃ সপ্তাহের প্রথম দিকে বিকল্প কর্মানুসন্ধানে সাফল্য। ব্যবসা-বাণিজ্যে নতুন আশা-উদ্যোগ। উপার্জন বৃদ্ধি। প্রেম-পরিণয়ে অহেতুক আবেগ বর্জনীয়। সপ্তাহের মধ্যভাগে বিদ্যার্থীদের পক্ষে তুলনামূলকভাবে শুভ। বিদেশে চাকুরিরত ব্যক্তিদের কর্মক্ষেত্রে সংকট বাড়তে পারে। মাতুল স্থানীয় ব্যক্তির শরীর-স্বাস্থ্যের অবনতি। সপ্তাহের অন্তভাগে শত্রুদমনে উল্লেখযােগ্য সাফল্য। দাম্পত্যক্ষেত্রে অসন্তোষ বৃদ্ধি। শরীর-স্বাস্থ্যের উল্লেখযােগ্য উন্নতিতে মনােবল বৃদ্ধি।
কর্কটঃ সপ্তাহের প্রথম দিকে রাশির জাতিকাদের দাম্পত্য কলহ বৃদ্ধি হতে পারে। প্রেম-পরিণয়ে বিতর্কিত বিষয় এড়িয়ে যাওয়াই সমীচীন। সপ্তাহের মধ্যভাগে চাকুরিক্ষেত্রে সমস্যাবৃদ্ধি হলেও অনেকদিন আটকে থাকা অর্থ আদায়। শরীর-স্বাস্থ্যের আকস্মিক অবনতি। সপ্তাহের অন্তভাগে দৈবকৃপায় মনােবল বৃদ্ধিতে যাবতীয় প্রতিকূলতা জয়। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহের শেষের কটা দিন অত্যন্ত শুভ।
সিংহঃ এই রাশির জাতক/জাতিকারা সপ্তাহের প্রথম দিকেই কর্মস্থানে শুভ সংবাদ পেতে পারেন। অনেকদিন চলতে থাকা। কর্ম-সমস্যার সাময়িক সুরাহা। সপ্তাহের মধ্যভাগে যােগ, প্রাণায়ামের মাধ্যমে বহু পুরানাে ব্যাধির জটিলতা হ্রাস। পারিবারিক ক্ষেত্রে জমে থাকা অসন্তোষের গুরুত্ব সহকারে সমাধান। আশু প্রয়ােজন। পারিবারিক সমস্যায় অহেতুক জটিলতা বৃদ্ধি। সপ্তাহের অন্তভাগে শত্রুদমনে উল্লেখযােগ্য সাফল্য।
কন্যাঃ যদি কোনও গুরুত্বপূর্ণ কাজ জমে থাকে তবে এই সপ্তাহের প্রথম দিকেই সেটা করে নেওয়া অত্যন্ত প্রয়ােজন। আয়ের থেকে ব্যয়ভাব বৃদ্ধি পাবে। স্বামী- স্ত্রীর সম্পর্কে পুরানাে রাগ-অনুরাগ বৃদ্ধি। সপ্তাহের মধ্যভাগে ব্যবসায় নতুন উদ্যোগে আশা-আকাঙ্ক্ষার সঞ্চার। বাতজ ব্যথা- বেদনা-শিরঃপীড়ায় ভােগার যােগ দেখতে পাওয়া যাচ্ছে। সপ্তাহের অন্তভাগে গবেষণামূলক কার্যে স্বীকৃতি মিলতে পারে। চিকিৎসা পরিষেবায় যুক্ত ব্যক্তিদের পক্ষে সপ্তাহটা বেশ। এই সপ্তাহের আধ্যাতিডাকো প্রাণভম
তুলাঃ পুরানাে রােগ-ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা এই সপ্তাহের প্রথম। দিকেই। ন অনেকটা আরোগ্য লাভ করবেন। কর্মক্ষেত্রে বৃদ্ধি হলেও আয়-উপার্জনের খুব একটা অগ্রগতি দেখা যাচ্ছে না। সপ্তাহের মধ্যভাগে ব্যবসায়িক উদ্যোগ বৃদ্ধি। বিশেষত প্রসাধনী দ্রব্য, বস্ত্র ব্যবসায়ী,উদ্যোগপতিদের নতুন কর্মপ্রেরণার সঞ্চার। প্রেমজ ক্ষেত্রে যথেষ্ট বেগ পেতে হতে পারে। সপ্তাহের অন্তভাগে বহুদিন ধরে আটকে থাকা অর্থ আদায়ে মানসিক প্রফুল্লতা বৃদ্ধি। সন্তানের বিদ্যা-শিক্ষায় আগ্রহ বৃদ্ধি।
বৃশ্চিকঃ সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে অনেকদিন ধরে চলতে থাকা জটিলতার সন্তোষজনক সমাধান। আইনজ্ঞ, চিকিৎসা পরিষেবায় যুক্ত ব্যক্তিদের পক্ষে সপ্তাহের প্রথম দিকটা বেশ আশাপ্রদ। সপ্তাহের মধ্যভাগে বিদ্যার্জনে জটিলতার অবসান। শরীর-স্বাস্থ্যের বিষয়ে অত্যন্ত সতর্কতা প্রয়ােজন। পুরনাে মামলা-মােকদ্দমায় জটিলতা বৃদ্ধি হতে পারে। তাই সুচিন্তিত সিদ্ধান্ত নেওয়া আবশ্যক। সপ্তাহের অন্তভাগে উপার্জন বৃদ্ধিতে যাবতীয় হতাশার অবসান৷
ধনুঃ সপ্তাহের প্রথম দিকে আধ্যাত্মিক প্রেরণায় মনােবল বৃদ্ধি। শরীর-স্বাস্থ্যের প্রভূত উন্নতি। দমনে উল্লেখযােগ্য সাফল্য। সপ্তাহের মধ্যভাগে ব্যবসায় নতুন কর্মপ্রেরণায় যাবতীয় মানসিক অবসাদ-হতাশার অবসান। প্রেম-পরিণয়ে সম্মানজনক আপসে মানসিক ভার লাঘব। সপ্তাহের অন্তভাগে কর্মক্ষেত্রে সংকটজনক পরিস্থিতির উদ্ভব হতে পারে। এ জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা প্রয়ােজন। পারিবারিক ক্ষেত্রে আত্মীয়-বন্ধুদের আগমন। রাজনৈতিক ব্যক্তিদের নতুন দায়িত্ব বৃদ্ধি।
মকরঃ এই রাশির জাতক জাতিকাদের পক্ষে সপ্তাহটা তুলনামূলকভাবে অনেকটাই শুভ। সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে আয়-উপার্জন বৃদ্ধিতে মনােবল বৃদ্ধি। সপ্তাহের মধ্যভাগে ব্যবসাক্ষেত্রে নব উদ্যোগে আকাক্ষার সঞ্চার। সন্তানের বিদ্যাশিক্ষায় মনােবল বৃদ্ধি। নির্মাণ- ব্যবসায় যুক্ত ব্যক্তিদের পক্ষে সপ্তাহের শেষের দিকটা অত্যন্ত শুভ। অনেকদিন ধরে আটকে থাকা অর্থ উদ্ধার। পুরানাে মামলা-মােকদ্দমায় সন্তোষজনক সন্ধিতে মানসিক প্রফুল্লতা বৃদ্ধি।
কুম্ভঃ সপ্তাহের প্রথম দিকে হাতে বেশ কিছু টাকা আসবে। ঠিকমত বুঝেশুনে তা লগ্নি করা প্রয়ােজন। অর্থ ক্ষতির সম্ভাবনা প্রবল। সপ্তাহের মধ্যভাগে বিকল্প রােজগার/ কর্মে উল্লেখযােগ্য সাফল্য। ব্যক্তিদের শরীর-স্বাস্থ্য নিয়ে যথেষ্ট চিন্তার অবকাশ রয়েছে। সপ্তাহের অন্তভাগে। দাম্পত্য কলহ বৃদ্ধি। উচ্চতর বিদ্যা, গবেষণামূলক কার্যে স্বীকৃতির অভাবে হতাশা বৃদ্ধি।
মীনঃ সপ্তাহের শুরুর দিকে ব্যবসায়িক উদ্যোগ বৃদ্ধি। আয়-উপার্জনে উল্লেখযােগ্য সাফল্য। সপ্তাহের মধ্যভাগে। স্বামী-স্ত্রী’র মনােমালিন্যের অবসান। সন্তানের বিদ্যা-শিক্ষায় মনােযােগ- হীনতায় দুশ্চিন্তা বৃদ্ধি। কর্মক্ষেত্রে দায়িত্ব হ্রাসে হতাশা বৃদ্ধি। সপ্তাহের অন্তভাগে শরীর-স্বাস্থ্যের বিষয়ে প্রয়ােজনীয় সাবধানতা অবশ্যই প্রয়ােজন। গুপ্তশত্রুদের যথােপযুক্ত জবাবে মনােবল বৃদ্ধি। অবৈধ প্রেম-পরিণয়ে জটিলতা বৃদ্ধি।
কোন মন্তব্য নেই: