সামান্য ১০হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করতে পারেন এই ৩ টি ব্যবসা - পরিশ্রম করলে টাকার অভাব হবে না - business ideas in bengali
অল্প পুঁজিতে কাজ শুরু করে ধিরে ধিরে ভালো ইনকাম করতে চান ? (How to earn money?) এই লেখায় (business ideas in bengali) আলোচনা করবো এমন তিনটি ব্যাবসা যা শুরু করতে বেশি টাকা লাগবে না । ব্যাবসা দাঁড়িয়ে গেলে ইনকাম খুব ভালো হবে । শুরুটা সহজ , বাকিটা আপনার পরিশ্রমের উপর । কোনো ম্যাজিক নয় , কোনো মিরাকেল নয় । তবে একটু কম প্রচলিত হওয়ার কারনে অনেক মানুষ এই ব্যাবসা সম্বন্ধে জানে না । আসুন জেনে নিই - কিভাবে মাসে একটা ভালো টাকা আয় করতে পারবেন ? (Earn money) । অনলাইন (Online business) ও লোকাল ব্যাবসা (Local business) দুটোই জানতে পারবেন ।
ব্যবসার বুদ্ধি ১ঃ চক বানানোর ব্যবসা
হ্যাঁ , সাদা ও কালার চক বানানোর ব্যাবসার মার্কেট এখনও সারা ভারতে বেশ ভালো । পৃথিবীর উন্নত দেশগুলোতে চক ডাস্টার , ব্ল্যাকবোর্ড ব্যাবহারের চল প্রায় উঠে গেছে বললেই চলে , সাদা বোর্ড , ডিজিটাল স্ক্রীনে চলে ক্লাস । কিন্ত ভারতের প্রায় সব রাজ্যেই স্কুলের পরিকাঠামো উন্নত করা হলেও পড়ানোর সিস্টেমে খুব একটা উন্নতি করা হয়নি । বেশিরভাগ স্কুলেই এখনও ব্ল্যাকবোর্ড , চক আর ডাস্টারেই ক্লাস চলে যাচ্ছে । আগামী ১০ বছরেও এই পদ্ধতির চেঞ্জ হবে বলে মনে হয় না । এই কারনে মাত্র ১০,০০০ টাকা নিয়েই শুরু করতে পারেন চকের ব্যাবসা ।
চক প্রধানত প্লাস্টার ওফ প্যারিস দিয়ে তৈরি হয় । প্লাস্টার অফ প্যারিস (Plaster of Paris) আসলে জিপ্সাম পাথরের গুড়ো । এর দাম খুবই সস্তা এবং লোকাল মার্কেট ঘুরলেই সস্তায় পেয়ে যাবেন । চক বানাতে যে ছাঁচ লাগে তাও কোলকাতার বিভিন্ন মার্কেটে পেয়ে যাবনে । লোহার বা কাঠের দোকানে অর্ডার দিয়ে নিজেও বানিয়ে নিতে পারেন । প্রচলিত চকের থেকে একটু আলাদা ডিজাইন করলে সহজে মার্কেটে ঢুকতে পারবেন । বাজারে সব থেকে কমা চকের দাম ১ বাক্স ২০ টাকা , আর ভালো চক ৬০ থেকে ১০০ টাকাতেও বিক্রি হয় । আপনার লোকালিটিতে ১০ টা হাইস্কুল ধরতে পারলে আপনার প্রাথমিক ভাবে মাসে ৬০০ থেকে ১০০০ প্যাকেট বিক্রি করতে পারবেন । ডাইরেক্ট সেল করলে ২০ টাকার প্যাকেটে ৭-৮ টাকা লাভ রাখা যায় , তার মানে লোকাল স্কুল থেকেই আপনি মাসে ৭০০০ থেকে ৮০০০ টাকা ইনকাম করতে পারেন স্কুল যত বেশি ধরবেন ইনকাম ততই বেশি হবে ।
করোনার প্রকোপ কমার দিকে , এখন সব জেলাতেই স্কুল খোলা শুরু করেছে , এই সময় এই চকের ব্যাবসা শুরু করার খুব ভালো সময় ।
ব্যবসার বুদ্ধি ২ঃ কাগজের প্যাকেট ও খাম তৈরির ব্যাবসা
সুনে মনে হতে পারে - এই ব্যাবসায় লাভ করা সম্ভব কি ? কিন্ত আশ্চর্য হয়ে যাবেন যখন ঠান্ডা মাথায় এই ব্যাবসার ফিউচার সম্বন্ধে ভাববেন । পরিবেশ সচেতনতার জন্য এবং সরকারী চাপে দোকান পাট - শপিং মলে প্লাস্টিকের প্যাকেট ব্যাবহার করা প্রায় বন্ধ হওয়ার দিকে । প্রচলন হয়েছে প্লাস্টিকের অল্টারনেটিভ কাগজ , পাট , কাপড়ের প্যাকেট । কিন্ত এত চাহিদা থাকা সত্ত্বেও মার্কেটে সাপ্লাই নেই । এই মার্কেট ধরতে পারেন আপনি । শুরু করতে পারেন সব থেকে সস্তা ইনভেসমেন্ট অর্থাৎ কাগজের প্যাকেটে দিয়ে শুরু করে । বাশপেপার বানানো প্যাকেট বা মোটা কাগজ ( ১৭০ জিএসেম ) দিয়ে তৈরি সুতোর হাতলের প্যাকেট তৈরি করতে কোনো মেশিন কিনতে হয় না । ১জন / ২জন কর্মী দিয়ে শুরু করে বা নিজেরাই শুরু করে দেওয়া যেতে প্যাকেট বানানো । ভালো মানের প্যাকেট অপেক্ষাকৃত কম দামে দিলে সহজেই মার্কেটে ঢুকে পড়া যাবে । কোলকাতার নিউ মার্কেটে অনেক জিনিস পেয়ে যাবনে । দমার্কেট বুঝতে পারলে ভালো মেশিন কিনে নিয়ে দৈনিক অনেক বেশি প্রোডাকশান করা সম্ভব হবে । প্রাথমিক ভাবে ৩০০০ - ৫০০০ পুঁজি নিয়ে ব্যাবসা শুরু করে মার্কেট বুঝে নিয়ে ১লাখ - ৫ লাখের বিভিন্ন মেশিন পাওয়া যায় । কাটিং , প্রেসিং , প্যাকেজিং , লেভেলিং - প্রয়োজনীয় মেশিন নিয়ে ব্যাবসা এগনো যেতে পারে । এই প্যাকেটে পিস অনুযায়ী লাভ রাখা কঠিন । ১০০ প্যাকেট/খামের একটা বান্ডিলে সব থেকে বেশি হলে ৮-১০ টাকা লাভ করা যায় । মাসে ৫০০০ - ১০০০০ প্যাকেট বিক্রি করা খুব একটা কঠিন ব্যাপার নয় । তবে মনে রাখবেন - প্যাকেট ও খামের কোয়ালিটি ভালো না হলে মার্কেটে বেশিদিন টিকতে পারবেন না ।
কোন মন্তব্য নেই: