প্লেটোর দর্শনে ৩০ টি অনুপ্রেরণামূলক বানী । প্লেটোর বানী ও উক্তি

 


• চরম অজ্ঞতা অতটা ভয়ানক কিংবা অশুভ নয়, বরং অনেক ক্ষেত্রে তা এসব থেকে বহু দূরে। কিন্তু অত্যাধিক শিক্ষা, অত্যাধিক ধূর্ততা, সেই সঙ্গে অসৎ পরিবারে বড় হয়ে ওঠা সমাজের পক্ষে মারাত্মক ক্ষতিকারক।

• গণতন্ত্র থেকেই জেগে ওঠে স্বৈরতন্ত্র, যা কিনা চরম স্বাধীনতা জাত অত্যাচার ও দাসত্বের এক ভয়াবহ রূপ।

• প্রতিটি হৃদয়ই গান গায়, তবে তা অসম্পূর্ণ, যতক্ষণ না আর একটি হৃদয় সে গান ফিসফিসিয়ে ফিরিয়ে দেয়। যারা গান গাইতে চান সব সময়ই কোনাে-না-কোনাে গান গেয়ে যান। প্রেমের স্পর্শে প্রত্যেকেই এক একজন কবি হয়ে যান।

• অতিরিক্ত স্বাধীনতা, তা সে ব্যক্তির ক্ষেত্রেই হােক কিংবা রাষ্ট্রের, পরিণতিতে চরম দাসত্ব ডেকে আনে।

• যা কিছু অতিরিক্ত তা সবেরই প্রতিক্রিয়া আছে এবং তা বিপরীতমুখী। ঋতু-ব্যক্তি- সরকার, সকলের ক্ষেত্রেই কথাটা প্রযােজ্য।

• সকল যুদ্ধ জয় অপেক্ষা মহত্তম জয় হল নিজেকে জয় করা।

• যিনি বিয়ার আবিষ্কার করেছিলেন তিনি একজন জ্ঞানী ব্যক্তি।

• সঠিক শিক্ষা ও লালনপালন সুনাগরিকত্বের বীজ বপন করে।

• যিনি অন্যায় করেন তাকে অন্যায় দ্বারা আহত ব্যক্তি অপেক্ষা বেশি যন্ত্রণা একদিন সইতে হয়।

• যিনি শান্ত ও সুখী তিনি বয়সের চাপ তেমন অনুভব করেন না এর বিপরীত মানসিকতার মানুষদের কাছে যৌবন কিংবা বয়স সমান বােঝা স্বরূপ।

• যে ভালাে সেবক নয় কখনােই ভালাে প্রভু হতে পারে না।

• সততা বেশির ভাগ ক্ষেত্রেই অসততার থেকে কম লাভজনক। 

• যে সামান্য চুরি করে তার অভিপ্রায় যে বড় ধরনের চুরি করে তার থেকে কোনাে অংশে কম নয়। 

• তুমি কীভাবে প্রমাণ করবে যে এই মুহূর্তে আমরা ঘুমিয়ে আছি, আর আমাদের সকল ভাবনাই এক একটা স্বপ্ন ; কিংবা আমরা জেগে আছি, এবং একে অপরের সঙ্গে যে কথাবার্তা চালিয়ে যাচ্ছি তা সম্পূর্ণ জাগ্রত অবস্থায় ? 

• মানুষের ব্যবহার তিনটি উৎস থেকে নেমে আসে  ঃবাসনা,আবেগ,এবংজ্ঞান। 

•আমি তােমাদের জোর করছি যুদ্ধে নামতে,এ যুদ্ধ জীবনের সঙ্গে,পার্থিব যে-কোনাে দ্বন্দ্বের থেকে যে যুদ্ধ বড়। জীবনে আমি এমন কোনাে গণিতজ্ঞের কথা শুনিনি যিনি যুক্তিনিষ্ঠ।

•মূল্যবান কোনাে কিছু আমার জীবনে আচমকা ঘটেনি, আমার কোনাে আবিষ্কার দুর্ঘটনাবশত ঘটেনি; সবকিছুই এসেছে কাজের মধ্য দিয়ে।

•আমি তাহলে ধরে নেব,তােমার মৌনতার অর্থ সম্মতি।

•আরও অনেক কিছু শিখতে শিখতে আমি বুড়াে হব।

•অজ্ঞতা,যাবতীয় দুর্দশার মূল এবং কাণ্ড।

•যে মানুষ শিক্ষাকে অবহেলা করে,জীবনের শেষপ্রান্ত অবধি সে খুঁড়িয়ে হাঁটে।

• অন্যায় সর্বদা নিন্দনীয় কারণ যারা নিন্দা করেন তারা অন্যায়ের শিকার হতে ভয় পান। তারা নিজেরা যেসব অন্যায় করেন তার ভয়ে নয়।

• এটা প্রত্যেকেই কাছেই পরিষ্কার যে অ্যাস্ট্রোনমি সব ঘটনাতেই আমাদের আত্মাকে বাধ্য করে ওপর দিকে তাকাতে, আর পৃথিবীর যা কিছু তা থেকে সরিয়ে আনতে।

• প্রত্যেক মুখে মুখে অতি সাধারণ প্রবাদটি হল, জীবন হােটেল-বাস ছাড়া আর কিছু নয়।

• যার যা প্রাপ্য তাকে তা দেওয়া উচিত।

• রাষ্ট্রের জীবনে কিংবা আচরণে ন্যায়বিচার তখনই সম্ভব যখন প্রত্যেক নাগরিকের হৃদয়ে তা বিদ্যমান।

• ন্যায় মানে নিজের কাজে মন দেওয়া এবং অপরের কাজে ব্যাঘাত না ঘটানাে।

• জ্ঞান হল প্রকৃত অভিমত। জ্ঞান অশুভ হয়ে দাঁড়ায় যখন তার লক্ষ্য পাপের দিকে নিবদ্ধ হয়। মানুষ বাধ্য হয়ে যে জ্ঞান অর্জন করে মনের ওপর তার ছাপ পড়ে না।

• শুধুই ধন-সম্পদ নয়, গভীর শ্রদ্ধার মহিমা কী—আসুন, আমরা সকলে আমাদের সন্তান-সন্ততিদের তারও উত্তরাধিকারী ঘােষণা করে যাই।

• বিবেকহীন জ্ঞানকে বলা যেতে পারে এক ধরনের ধূর্ততা, তা মােটেই বােধি অভিমুখী নয়।

প্লেটোর দর্শনে ৩০ টি অনুপ্রেরণামূলক বানী । প্লেটোর বানী ও উক্তি প্লেটোর দর্শনে ৩০ টি অনুপ্রেরণামূলক বানী । প্লেটোর বানী ও উক্তি Reviewed by Wisdom Apps on ফেব্রুয়ারী ০৫, ২০২২ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.