উইনস্টন চার্চিল এর অসাধারণ কিছু উক্তি , চার্চিলের উক্তি

ইংরেজ রাজনীতিবিদ ও লেখক উইনস্টন চার্চিল ছিলেন ১৯৪০-৪৫ সাল পর্যন্ত United Kingdom এর প্রধান মন্ত্রী । তাকে বিশ্বের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে গণ্য করা হয় । তাঁর কিছু কথা এখানে দেওয়া হল । আশাকরি ভালো লাগবে । 


• ঠাট্টা, গম্ভীর বিষয়ও হয়ে পড়ে।

• গোঁড়া ব্যক্তি নিজের মন কিংবা বিষয় কোনােটিই পরিবর্তন করে না।

• সত্য প্যান্ট পরতে পরতে মিথ্যা অর্ধেক পৃথিবী ঘুরে আসতে পারে।

• যা উচিত তা অবশ্য করা দরকার—ব্যক্তিগত পরিণাম যা-ই হােক কেন, বাধা বিপত্তি চাপ যতই আসুক না কেন, কারণ সেটাই যাবতীয় মানব নৈতিকতার ভিত্তিভূমি।

• একজন বিচক্ষণ রাজনীতিবিদ আগামীকাল, কিংবা আগামী সপ্তাহে, পরের মাসে, পরের বছরে কী ঘটতে চলেছে তা সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করতে পারেন। যদি সেগুলি না ঘটে তার কারণ যুক্তিগ্রাহ্যভাবে মানুষের কাছে উপস্থাপনার দক্ষতাও তার থাকে।

• একজন নিরাশাবাদী সব সুযােগেই অসুবিধা দ্যাখে ; একজন আশাবাদী সকল অসুবিধাতেই একটা সুযােগ দেখতে পায়।

• যিনি প্রত্যহ কুমিরদের খাইয়ে খিদে প্রশমিত করেন তিনি আশা করেন শেষে কিন্তু ওরা তাকেই খাবে।

• যদিও ব্যক্তিগতভাবে আমি এখনও পর্যন্ত উদ্ভাবিত বিস্ফোরকগুলির ব্যাপারে তৃপ্ত, তবে আমি মনে করি, উন্নতির পথে আমাদের বাধা হয়ে দাঁড়ানাে ঠিক হবে না।

• হত্যা আর যুদ্ধাস্ত্র প্রদর্শনের দ্বারাই যুদ্ধ জয় হয়। যিনি বড়াে জেনারেল তিনি প্রদর্শনীতে বেশি মনােযােগ দেন, হত্যার প্রয়ােজন তার কম হয়।

• দৃষ্টিভঙ্গি হল সেই সামান্য জিনিস যা আকাশপ্রমাণ পার্থক্যের সৃষ্টি করে।

• মােদ্দা কথা হল, সংক্ষিপ্ত কথাগুলিই সেরা কথা, এবং পুরােনাে কথাগুলি হল সর্বশ্রেষ্ঠ কথা।

• মানুষের যাবতীয় গুণাবলীর মধ্যে সাহসই হল সর্বশ্রেষ্ঠ গুণ—কারণ এটিই বাকিদের নিশ্চিত করে।

• নিরবচ্ছিন্ন প্রয়াসই শক্তি কিংবা বুদ্ধি নয়, এ হল আমাদের সম্ভাবনাগুলির দরজা খােলার চাবিকাঠি।

• সাহস হল উঠে দাঁড়ানাে এবং বলা ; সাহস হল বসে পড়া এবং শােনা।

• অসুবিধাগুলিকে আয়ত্তে আনলে সুবর্ণ সুযােগে পরিণত হয়। 

• সমালােচনা অপছন্দের হতেই পারে, কিন্তু এর প্রয়ােজন আছে। দেহের মধ্যে যেমন যন্ত্রণা- একই উদ্দেশ্য সাধন করে। একটি অস্বস্তিকর অবস্থার দিকে এটি মনােযােগ আকর্ষণ করে। 

• প্রত্যেকেরই সুদিন আসে, আর কিছু কিছু দিন -অন্য দিনের থেকে দীর্ঘস্থায়ী হয়।

• ভালাে অথবা মন্দ যে জন্যই হােক না কেন, সামরিক ক্ষমতার শ্রেষ্ঠ প্রদর্শন হল বিমানবাহিনী। রণতরী কিংবা পদাতিক, যত শক্তিশালী ও গুরুত্বপূর্ণই হােক তারা প্রথমটির নীচে।

• Great and good are seldom the same man.

• যে সকল গুণ আমি অপছন্দ করি তার সব আছে এবং এমন কোনাে দোষ নেই যা আমি প্রশংসা করি।

• আমার কথা বলি, আমার মতে সব দলই এ ব্যাপারটাকে বেশি সমর্থন করবে যে অতীতকে ইতিহাসের হাতে ছেড়ে দেওয়াই বরং ভালাে। বিশেষত, আমি প্রস্তাব দিচ্ছি, ইতিহাস লেখার কাজটা আমিই না হয় করব।

• ইতিহাস আমার প্রতি সদয় হবে কারণ আমি তা লিখতে চাই।

• যে-কোনাে দেশের প্রকৃত সম্পদ হল তার স্বাস্থ্যবান নাগরিকবৃন্দ।

• ইতিহাস সর্বকালে বিজেতারাই লেখে।

• কৌশল যতই সুন্দর হােক না কেন, মাঝেমধ্যেই পরিণতিটা ভেবে দেখা উচিত।

• সর্বদাই আমি আগে থাকতে ভবিষ্যদ্বাণী করতে চাই না, কারণ তার থেকে ভালাে নীতি হল, ঘটনাটা ঘটে যাবার পর ভবিষ্যদ্বাণী করা।

•  I am always ready to learn although I do not always like being taught .

• আটলান্টিক পর্যন্ত বিবর্ধিত তােমাদের এই নতুন দেশের সংস্পর্শে আমি উৎসাহিত হই, আমার প্রাণশক্তি উজ্জীবিত হয়।

• নিশ্চিতভাবেই আমি তাদের দলে নই যাদের ধাক্কা দিয়ে চালাতে হয়। বস্তুতপক্ষে, এ ধরনের যদি কিছু থেকে থাকে তাে আমি নিজেই সেই ধাক্কা।

• আমি সত্যিই শুয়ােরদের বড় ভালােবাসি। কুকুরেরা আমাদের দিকে চোখ তুলে তাকায়। বেড়ালেরা আমাদের দেখে মুখ নীচু করে।  একমাত্র শুয়ােররাই আমাদের সমান সমান ভাবে। 

• রাজনীতি অথবা রাজনীতিবিদদের ব্যাপারে আমি কখনােই কিছু করতে চাইছি না। যখন এই যুদ্ধ শেষ হয়ে যাবে আমি নিজেকে লেখা আর ছবি আঁকার মধ্যেই ডুবিয়ে রাখব।

• রঙের ব্যাপারে আমি নিরপেক্ষভাবে ভান করতে পারি না। উজ্জ্বল রঙ দেখে আমি উল্লসিত হই, দরিদ্র বাদামি-রং দেখে আন্তরিক দুঃখিত হই।

• যে পরিবেশে আমি বড় হয়েছি, শিক্ষিত হয়েছি তাতে যে সকল লােক মাতাল হয়ে পড়ে তাদের প্রতি তীব্র ঘৃণা পােষণ করাই স্বাভাবিক।

• আমার প্রস্তুতকর্তার মুখােমুখি হতে আমি প্রস্তুত। তবে আমার প্রস্তুতকর্তা আমার মুখােমুখি হবার পরীক্ষা দিতে কতটা আগ্রহী সেটা অন্য ব্যাপার।

• রক্ত, শ্রম, অশ্রু এবং ঘাম ছাড়া আমার দেবার মতাে আর কিছুই নেই । 

• নিজের কাজ নিজে গিলে আমাকে কখনােই বদহজমে ভুগতে হয়নি।

• I have taken more out of alcohol than alcohol has taken out of me. 

• আমি সেই মানুষকে পছন্দ করি যুদ্ধের সময় যে হাসে।

• আমার দেশের 'আমি এক সামান্য কর্মচারী ছিলাম, যদি কখনও, মুহূর্তের জন্যও, দেশের অদম্য সিদ্ধান্ত অর্থাৎ যুদ্ধ এবং বিজয় থেকে বিচ্যুত হয়ে থাকি, আমাকে সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল।

•  কর্মের ব্যাপারে আমার কখনও দুঃশ্চিন্তা নেই, যা কিছু চিন্তা কেবল নিষ্ক্রিয়তা নিয়ে।

• আমি কেবল আমার হঠকারী মন্তব্যের প্রস্তুতি নিচ্ছি।

• যদি সর্বশক্তিমানকে এ পৃথিবী আবার বানাতে হয় এবং তিনি আমার পরামর্শ চান, আমি বলব প্রত্যেকটি দেশের চারপাশ ঘিরে ইংলিশ চ্যানেল তৈরি করতে। আর আবহাওয়া এমন হবে যদি কেউ তার ওপর দিয়ে উড়ে যেতে চায় তাে তৎক্ষণাৎ তাতে আগুন ধরে যাবে।

• যদি আমরা অতীত এবং বর্তমান—এ দুই নিয়ে ঝগড়া বাঁধাই, দেখব ভবিষ্যৎ হারিয়ে ফেলেছি।

• যদি মানবজাতি এক দীর্ঘ এবং অনির্দিষ্টকাল পর্যন্ত জাগতিক সমৃদ্ধি ভােগ করতে চায়, তবে তাদের একে অপরের প্রতি এক শান্তিপূর্ণ এবং সাহায্যকারী মনােভাব নিয়ে চলতে হবে।

• যদি তােমরা এই পারমাণবিক অস্ত্রের দৌড় চালিয়ে যাও, তােমরা কেবল ধ্বংসাবশেষ ফিরিয়ে আনতে চাইছ।

• জীবদ্দশায় আমাকে প্রায়ই নিজের কথা ফিরিয়ে নিতে হয়েছে, এবং স্বীকার করতে লজ্জা নেই যে আমি প্রতিবারই ওগুলিকে স্বাস্থ্যকর খাদ্য হিসাবে গ্রহণ করেছি।

• যদি তােমাদের দশ হাজার নীতি থাকে, তাহলে তােমরা তােমাদের আইনের প্রতি শ্রদ্ধা হারাবে।


উইনস্টন চার্চিল এর অসাধারণ কিছু উক্তি , চার্চিলের উক্তি উইনস্টন চার্চিল এর অসাধারণ কিছু উক্তি , চার্চিলের উক্তি Reviewed by Wisdom Apps on মার্চ ০৯, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.