রাশিফল বাংলা ১৬-০৬-২০১৯ থেকে ২২-০৬-২০১৯



মেষ রাশি: প্রায় নাগালের মধ্যে এসেও কোনো প্রাপ্তির জন্য অপেক্ষা করতে হবে। রবিবার ভুল বোঝাবুঝি ও নৈরাশ্য। সোমবার মনের দিক থেকে খুশি থাকবেন না। মঙ্গলে অশুভ প্রভাব অব্যাহত। বুধে আটকে থাকা ক্ষেত্রে সুসংবাদ। বৃহস্পতিবার পরিবেশ কর্ম ও পরিবারের অনুকূলে। শুক্রে প্রয়োজনীয় কাজগুলি অনায়াসে হবে। শনিতে মনের দিক থেকে খুশি থাকবেন। 


বৃষ রাশি: প্রতিপক্ষ আপনার সাহায্য চাইতে পারবে না। রবিবার সুনাম অর্জনের সম্ভাবনা। সোমবার গতানুগতিক ভাবে দিনযাপন। মঙ্গলে বিরূপ পরিবেশ মানিয়ে চলতে হবে। বুধে নিশ্চিত পাওনা আটকে যেতে পারে। বৃহস্পতিবার ঝুঁকি নেওয়া অনুচিত। শুক্রে দুশ্চিন্তায় দিন কাটবে। শনিতে বহুদিন পর শুভ প্রভাব থাকবে।


মিথুন রাশি: প্রিয়জনের হাবভাব বুঝে দরকারি কথা বলে দিন। রোববার নিজের উদ্যোগে জয়ী হতে পারেন। সোমবার পারিবারিক ঘটনায় আপনার উপস্থিতি প্রয়োজন। মঙ্গলে জরুরি ব্যাপার আপোষে সমাধান করুন। বুধে অর্থকরী সাফল্য। বৃহস্পতিবার ও শুক্রে সমস্যা বাড়তে পারে। শনিতে বাইরের ঝঞ্ঝাট নিয়ন্ত্রণ সম্ভব।


কর্কট রাশি: মূল উদ্দেশ্য থেকে না সরে নিজের বিষয় ভালোভাবে গুছিয়ে নেবেন। রবিবার ব্যস্ততার ভেতরে চলতে হবে। সোমবার অবস্থা বুঝে এগোনো দরকার। মঙ্গলে নির্দিষ্ট নিয়ম মেনে বেরিয়ে আসার আনন্দ পাবেন। বুধে অপেক্ষার অবসান, ন্যায্য প্রাপ্তি। বৃহস্পতিবার প্রিয়জনের সান্নিধ্য। শুক্রে অনুকূল প্রভাব অব্যাহত। শনিবার পক্ষে ও বিপক্ষে দুরকম প্রভাবই প্রকট থাকবে। 


সিংহ রাশি: আপনার যুক্তি সবাই মেনে নিতে চাইবে। রবিবার কোনো ঘটনায় দুঃখ পেতে পারেন। সোমবার তাড়াহুড়ো করলে ভুল বেশি হবে। মঙ্গলবার অস্বস্তি বাড়বে। বুধে বিকেলের পর উন্নতির সম্ভাবনা। বৃহস্পতিবার পরিবেশ অনুকূল থাকবে। শুক্রে নানা ঘটনার সমন্বয় দিন কাটবে। শনিবার পারিবারিক জীবনে শান্তিপূর্ন।


কন্যা রাশি: অজানা কারণে দিনগুলি কাজে লাগাতে পারবেন না। রোববার সহোদরস্থানীয় কাউকে পেয়ে ভালোই কাটবে। সোমবার কর্ম নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে। মঙ্গলবারে অশুভ প্রভাব বর্তমান। বুধে সন্তানের অসন্তোষ বুঝে ওঠা কঠিন। বৃহস্পতিবার প্রতিকূল প্রভাব আপনাকে এগোতে দেবে না। শুক্রে প্রচেষ্টা অব্যাহত রাখুন। শনিতে বাধা থেকে অব্যাহতি।


তুলা রাশি: শরীর নিয়ে ঝকমারি থাকবে, পরিবেশ থেকে সাহায্য পাবেন। রোববার ভ্রমণের ব্যাপারে বিবেচনা করে কথা দিন। সোমবার বিশ্বাসভাজন ব্যক্তির দ্বারা উপকৃত হবেন। মঙ্গলে বুদ্ধিবলে কার্যোদ্ধার করুন। বুধে সন্ধ্যার আগে দরকারি কাজ শেষ করুন। বৃহস্পতিবার অশুভ পরিবর্তন। শুক্রে অপ্রীতিকর পরিবেশ। শনিবার একইরকম কাটবে।


বৃশ্চিক রাশি: প্রতিযোগিতার ক্ষেত্রে আরও ছোট করে বক্তব্য বলুন। রবিবার অনুকূল প্রভাব অব্যাহত। সোমবার কূটনৈতিক ক্ষেত্রে আরও বিচক্ষণতার দরকার। মঙ্গলে আত্মীয়স্বজনের দোষারোপ করে লাভ নেই। বুধে ঝুঁকি এড়িয়ে চলুন। বৃহস্পতিবার তোয়াজকরে কাজ হাসিল করতে হবে। শুক্রে স্থিতিশীল পরিবেশ। শনিতে পরিবারে বাধা।


ধনু রাশি: আবেগপ্রবণ হয়ে কর্মে যোগ দিতে দেরি করবেন। রবিবার অসুবিধার মধ্যে থাকবে। সোমবার অন্যরকম চিন্তা স্থির সিদ্ধান্ত নিতে দেরি হবে। মঙ্গলে গবেষণামূলক কাজে শুভ। বুধে প্রয়োজনীয় ব্যাপারে কাজ শেষ করুন। বৃহস্পতিবার সব গুছিয়ে উঠতে হিমশিম খাবেন। শুক্রে কথা দিয়েও রক্ষা করতে পারবেন না। শনিতে শুভ পরিবর্তন।


মকর রাশি: কাল্পনিক দুশ্চিন্তা থাকবে। রবিবার অগ্রজসম কেউ সাহায্য করতে পারে। সোমবার ছোট ব্যাপারেও নিরাশ হবেন। মঙ্গলে বিপক্ষ পরিবেশ থাকায় অগ্রগতি ব্যাহত। বুধে চিন্তামুক্ত হবার সম্ভাবনা। বৃহস্পতিবার অনুকূল যোগাযোগ। শুক্রে শান্তিতেই কাটাবেন। শনিতে লেনদেনের ক্ষেত্রে সেরকম লাভ হবে না।


কুম্ভ রাশি: বেশ নিশ্চিত ভাবে দিনগুলি কাটবে। রবিবার  গুরুত্বপূর্ণ ব্যাপারে বিশেষ সম্মান। সোমবার বকেয়া পাওনা পেয়ে যেতে পারেন। মঙ্গলবার আশাপ্রদ যোগাযোগ। বুধে দায়িত্বপূর্ণ কাজগুলি শেষ করুন। বৃহস্পতি, শুক্রে ঝুঁকি নিলে ক্ষতির আশঙ্কা। শনিতে মোটামুটি ভালোই কাটবে।


মীন রাশি: উর্দ্ধতন কতৃপক্ষ আপনার দাবি মেনে নেবে। রবিবার উদাসীনতার জন্য সুযোগ হাতছাড়া হবার আশঙ্কা। সোমবার কর্মস্থলে অনুকূল যোগাযোগ। মঙ্গলে পরিচিত মহলে যোগাযোগ বাড়বে। বুধবার স্বাধীনভাবে কাজ করে শান্তি পাবেন। বৃহস্পতিবার অর্থযোগ শুভ। শুক্রে সামাজিক ক্ষেত্রে ব্যস্ততা বাড়বে।  শনিতে স্বস্তি কম থাকবে।
রাশিফল বাংলা ১৬-০৬-২০১৯ থেকে ২২-০৬-২০১৯ রাশিফল বাংলা ১৬-০৬-২০১৯ থেকে ২২-০৬-২০১৯ Reviewed by WisdomApps on জুন ১৬, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.