২০২০ সমস্ত রাশির বাৎসরিক রাশিফল [ জ্যোতিষ মত অনুযায়ী ]



মেষ রশিঃ বছরের শুরুতে নানা প্রতিভার উদয়। এপ্রিলে নেতা-নাত্রী, শিল্পী, চিকিৎসকগণ অভাবনীয় প্রতিষ্ঠা পেতে পারেন। সেপ্টেম্বরে হঠাৎই পিতা-পুত্রের মনোমালিন্য। কেউ আবার পিতা বা গুরুস্থানীয় ব্যাক্তির আরগ্যার্থে অভাবনীয় অর্থক্ষয়ের সম্মুখীন হয়েও বিফল হতে পারেন। সদ্য বিবাহিতের বানিজ্য তথা কর্মন্নোতি। অক্টব্রের শেষে হঠাৎই স্বামী স্ত্রীর মনোমালিন্য। কেউ আবার জায়ার আসুস্থতার কারণে অর্থক্ষয়ের সম্মুখীন হতে পারেন। স্ত্রীর পরামর্শে কারো আবার গুরুস্থানীয় ব্যক্তির পরামর্শে আশাতীত ভাগ্যোদয়। বিদ্যার্থীর বিদ্যায় উন্নতি, কর্মচারীর পদোন্নতি। বনিজ্যিকের বানিজ্য সহ ধন বৃদ্ধির সম্ভাবনা দৃষ্ট হয়। কিন্তু সাবধান, বিপরীত লিঙ্গের সাথে সম্পর্কের কারণে গৃহ সুখ খ্যাতিলাভে বাধা। এমনকি গুপ্ত রোগের শিকারও হতে পারেন।
শুভ প্রতিকারঃ ১। রক্ত চুনী (সিংহলী) ২। সোনালী মুক্ত (বসরাই) ৩। কালো গোমেদ (গয়া)।  শুভ সংখ্যাঃ ১,৩,৪,৫,৬,৮ শুভ রঙঃ লাল, হালকা বাদামী, কালো, নীল।

বৃষ রাশিঃ বছরের শুরুতে নিজ চেষ্টা লোকখ্যাতি, রাজ সম্মানে সম্মানী এবং জাগতিক সুখ লাভের সম্ভাবনা। বিদেশে কর্মরত ব্যাক্তির হঠাৎই উন্নতি। পিতৃসুখে সুখী কিন্তু কুকার্যে ব্যায়ের কারণে কিছু জাতক/জাতিকার পিতা তথা গুরুস্থানীয় ব্যক্তির সাথে মতানৈক্য দেখা দিতে পারে। বিশেষত নভেম্বরে কামী বিলাসী ব্যাক্তির পিতা-পুত্রের সম্পর্ক সহ খ্যাতি লাভে বাধা আসতে পারে। জুন-জুলাইতে নির্বুদ্ধিতার কারণে মানসিক বিদ্ধস্থতা, শারীরিক দুর্বলতা সহ নানাভাবে বদনামের শিকার। ভাতৃসুখে বাধা এবং করমস্থানে হঠাৎই শত্রু বৃদ্ধি ঘটতে পারে। সেই সঙ্গে নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হাওয়া বাঞ্ছনীয়। অবশ্য কিছু কিছু জাতক স্ত্রীর সুপরামর্শে নিজের বাধা মুক্ত হয়ে শত্রুজয়ী হয়ে উঠতে পারেন। 
শুভ প্রতিকারঃ ১। রক্ত চুনী (সিংহলী) ২। মাকারি যুক্ত সবুজ পান্না (কলম্বিয়ান) ৩। বৈদুর্জমনি (সিংহলী)।  শুভ রঙঃ লাল, সাদা, সবুজ, ধুসর। শুভ সংখ্যাঃ ১,২,৩,৫,৭,৯

মিথুন রাশিঃ শুরুতে শারীরিক দুর্বলতার কারণে বাধা আসতে পারে। অতএব স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া বাঞ্ছনীয়। এপ্রিলে যশ বৃদ্ধি, সেপ্টেম্বরে নানা প্রতিভার বিকাশ। কিন্তু অক্টোবরে বিড়ম্বনা দেখা দিতে পারে। কিছু কিছু জাতক/জাতিকার ভ্রাতা-ভাগ্নীর সাথে মতানৈক্য দেখা দিতে পারে। নভেম্বরে হঠাৎই গৃহসুখে বাধা আসতে পারে। ওই সময়ে ভাড়া বাড়ি বদল, নতুন গৃহ-প্রবেশ, এমনকি কন্সট্রাকশন অর্থাৎ রাজমিস্ত্রীর কার্য ইত্যাদিও বন্ধ রাখা উচিত। বিদেশে-বিভূইয়ে বসবাসকারীরা সতর্ক থাকবেন। হঠাৎই জ্ঞাতি শত্রূতায় জড়িয়ে পড়তে পারেন। তবে ধার্মিক ব্যাক্তি জায়ার বুদ্ধিমত্তার ফলে বহু ক্ষেত্রে জয়ী হবেন। ক্রমশ নানা প্রতিভার বিকাশ, বিদ্যার্থীর বিদ্যায় উন্নতি, কেউ কেউ আবার সন্তানের কৃতিত্বে সমাজে প্রতিষ্ঠা পেতে পারেন। পরনারী পরপুরুষের থেকে দুরত্ব বজায় রাখুন বিশেষ করে এপ্রিল মাসে। অন্যথায় সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। 
শুভপ্রতিকারঃ ১। পীতম্বর নীলা (সিংহলী) ২। সবুজ পান্না (ব্রাজিলিয়ান) ৩। ধুম্র বৈদূর্য্যমণি(সিংহলী)  শুভ রঙঃ নিল, হলুদ, সবুজ, ধুসর। শুভ সংখ্যাঃ ১,৩,৫,৭,৮,৯

কর্কট রাশিঃ বছরের শুরুতেই ভক্তিরসে মেতে উঠবেন তাতে কোন সন্ধেহ নেই। কিন্তু ভ্রাতৃ তথা স্বজন বিরোধ এবং শত্রু কুচক্রে পড়ে নিম্নাঙ্গে আঘাত পেতে পারেন। আবশ্য একথাও সত্যি আপনার উপস্থিত বুদ্ধি সর্বদাই আপনাকে রক্ষা করবে এবং শত্রুরা আপনার বশ্যতা স্বীকার করবে। যারা লটারি, শেয়ার ইত্যাদিতে অর্থ বিনিয়োগ করতে চান, তারা ভালভাবে বুঝে তারপর অর্থ বিনিয়োগের মত প্রকাশ করবেন। মার্চে পিতা-পুত্রের মাঝে মতানৈক্য দেখা দিতে পারে। সেই সঙ্গে জাতি শত্রুতা। বিদ্যার্থীর বিদ্যায় বাধা আসতে পারে। অবশ্য এপ্রিলে তা দূর হবে। কিছু ছাত্রছাত্রী হঠাৎই বিপরীত লিঙ্গের প্রেমে পড়ার কারণে মনঃসংযোগ বিঘ্ন সহ পরীক্ষার ফল মনোমত নাও হতে পারে। জুন থেকে আগস্ট পর্যন্ত স্বামী-স্ত্রীর সম্পর্কে চিড় ধরতে পারে। অবশ্য সেপ্টেম্বরে আবার একে অপরের প্রেমে আকৃষ্ট হবেন। ক্রমশ আর্থিক উন্নতি ঘটবে। তবে সেপ্টেম্বরের পর আর্থিক উন্নতি প্রতিভার বিকাশ সহ জাগতিক নানা সুখ লাভে নিজেই আশ্চর্য্য হবেন। শুধু তাই নয় শশুরালয় থেকে নানা সম্পদ প্রাপ্তির সম্ভাবনা দৃষ্ট হয়। 
শুভ প্রতিকারঃ ১। রক্ত চুনী (সিংহলী) ২। রক্ত প্রবাল (ইতালিয়ান) ৩। শ্বেত হীরা। শুভ সংখ্যাঃ ২,৩,৪,৫,৭,৯। শুভ রঙঃ সাদা, লাল, সোনালী বা হালকা হলুদ।

সিংহ রাশিঃ  শুরুতে ভ্রাতা-ভাগ্নীম মামার সাথে মনোমালিন্য দেখা দিতে পারে। প্রথম সন্তানের স্বাস্থের প্রতি যত্নবান হওয়া বাঞ্ছনীয়। ফেব্রুয়ারীতে শত্রুরা সরব হলেও এপ্রিলে আপনার পরাক্রমের সামনে মাথা নত করতে বাধ্য হবে। হঠাৎই উচ্চধিকারিকের প্রিয় পাত্র হয়ে উঠতে পারেন। কারো আয়ের পথ, আবার কারো ক্ষেত্রে মনমোত কর্ম প্রাপ্তির সম্ভাবনা। কারো সন্তান-সন্তাতির সুকর্মলাভম আবার কারো মেধা বৃদ্ধি সহ আশাতীত সুফল প্রাপ্তি। এপ্রিলে বহুদিনে স্বপ্নের বাড়ি, বাড়ি বা ফ্ল্যাট ইত্যাদি কিনতে পারেন। লেখক, শিল্পী, নেতা-নেত্রী, আধিকারিকের জনপ্রিয়াতা আকাশচুম্বী হতে পারে। কিছু জাতক-জাতিকার সহকর্মীম সহপাঠী, ঘনিষ্ঠ বন্ধু ইত্যাদির সাথে মতবিরোধ সহ শত্রুতার সম্ভাবনা প্রবল। কাজেই যে কোন কথা বলার আগে বা সিদ্ধান্ত নেবার আগে বিবেচনা করতে ভুলবেন না। 
শুভ প্রতিকারঃ ১। শুভ্র হীরা ২। পদ্ম চুনী (বার্মিজ)। ৩।ধুম্র বৈদূর্য্যমণি (সিংহলী)   শুভ রঙঃ সাদা, লাল, ধুসর।  শুভ সংখ্যাঃ ১,২,৩,৪,৬,৮

কন্যা রাশিঃ শুরুতে নিজের এবং মায়ের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া বাঞ্ছনীয়। তবে নানা প্রতিভার বহিঃপ্রকাশ, বিদ্যার্থীর আশাতীত সুফল লাভ এবং জাগতিক নানা সুখ লাভ সহ ব্যাবসায়ীদের বাণিজ্যে করমচারীর কর্মস্থানে হঠাৎ উন্নতি, কারো আবার নতুন কর্ম লাভ, ভ্রাতা-ভাগ্নী, পুত্র-কন্যার সাথে মনোমালিন্য দেখা দিতে পারে। অবশ্য এপ্রিলে তা দূর হবে এবং অদ্ভুত আনন্দ উপভোগ করবেন। হঠাতি জায়া প্রিয় হয়ে উঠবেন। দন-জন-যৌবন সব কিছুই আপনার হাতের মুঠোর মধ্যে আছে বলে মনে হবে। তবে মাঝে মধ্যে নিজের নির্বুদ্ধিতা, উগ্রতা এবং আত্ম অহংকারের জন্য কিছু ক্ষেত্রে বাধার সৃষ্টি হতে পারে। তাই কোন মন্তব্য প্রকাশের পূর্বে ভেবে দেখবেন, আপনার উক্তি অন্যের মনে কোন প্রকার আঘাত করতে পারে কিনা। কারণ এতে আপনার গৃহসুখেও বাধা আসতে পারে। 
শুভ প্রতিকারঃ ১। পীতাম্বরী নীলা (সিংহলী) ২। সবুজ পান্না (ব্রাজিলিয়ান) ৩। পীত বৈদুর্য্যমনি (সিংহলী)। শুভ রঙঃ হলুদ, নীল, সবুজ, ধুসর এবং লাল। শুভ সংখ্যাঃ ১,৩,৫,৭,৮,৯ ।

তুলা রাশি: শুরুতে মায়ের, ফেব্রুয়ারিতে নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া তথা সাপ, বিছে, কুকুর ইত্যাদি থেকে দুরত্ব বজায় রাখাও বাঞ্ছনীয়। কারণ দংশনের সম্ভাবনা প্রবল। স্ত্রীর সুপরামর্শে নানাভাবে ধন প্রাপ্তির সম্ভাবনা। কিন্তু আত্ম অহংকারের কারণে নানা সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। এপ্রিলে নতুন বাণিজ্য প্রতিষ্ঠা। কিন্তু জাতক-জাতিকার দাঁতের সমস্যা দেখা দিতে পারে। ক্রধ বর্জন করুন, অন্যথায় মহা বিপদ ঘটতে পারে। কর্মচারীর পদোন্নতি, নেতা-নেত্রী, শিল্পী ইত্যাদির সুপ্রতিষ্ঠা সহ আপ্রাত্যশিত অর্থ লাভ ঘটতে পারে। যারা জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি কিন্তা চান তারা মার্চ মাসের মধ্যেই কেনাকাটা সম্পন্ন করবেন। কারণ এপ্রিলের পর আপনার জন্য সময়টা ঠিক শুভদায়ক নয়। ঠকে যেতে পারেন। কিছু বিদ্যার্থীর মেধা বৃদ্ধি সহ আশাতীত সুফল প্রাপ্তির সম্ভাবনা। কেউ কেউ আবার শুল রগে কষ্ট পাতে পারেন। কিন্তু স্ত্রীর সুপরামর্শে তা থেকে মুক্তি পেলেও অক্টোবরে চোখের সমস্যায় ভুগতে হবে।
শুভ প্রতিকারঃ মাকারি যুক্ত পান্না (কলম্বিয়ান) ২। রক্ত চুনী (সিংহলী) ৩। ধুম্র বৈদুর্য্যমনী (সিংহলী)।  শুভ সংখ্যাঃ ১,২,৩,৫,৭,৯।  শুভ রঙঃ সাদা, লাল, সবুজ, হলুদ, ধুসর।

বৃশ্চিক রাশিঃ শুরুতে জ্ঞাতি শত্রুতার সম্মুখীন হতে পারেন। কিন্তু আপনার উপস্থিত বিদ্ধির বলে অরা সকলেই মাথা নত করতে বাধ্য হবে। হঠাৎ প্রেম, কারো প্রেমজ বিবাহ সম্পন্ন হবে। হঠাৎই মায়াবী হয়ে উঠবেন। ফলে সকলেই আপনার বশীভূত হবে এবং আপনার যশ-খ্যাতি-প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এপ্রিলে পরপুরুষ/পরস্ত্রী কাতর হবার ফলে গৃহসুখে বাধার সৃষ্টি হতে পারে। এবছর নানাভাবে তীর্থাদি ভ্রমন করতে পারেন। ভুল করেও কাউকে টাকাপয়সা ধার দেবেন না। ফেরতের আশা ক্ষীণ। যাদের গাড়ি আছে তারা পুরনোটা বিক্রি করে নতুন কিনতে পারেন। কেউ আবার নতুন গারিও কিনতে পারেন। বিদ্যার্থীগন আশাতীত সুফল পাবেন। বেকারের কর্ম লাভ, কেউ সরকারি চাকরিও পেতে পারেন। আপনি প্রায়শই মানসিক বিদ্ধস্থতায় ভোগেন। একটু ধৈর্য্য ধরুন।  এবছরটি আপনার জন্য সত্যিই সুফলদায়ক। বিশেষ করে উচ্চ প্রতিষ্ঠিত হতে।
শুভ প্রতিকারঃ রক্ত চুনী (সিংহলী) ২। সোনালী মুক্তো (বার্মিজ) ৩। কালো গোমেদ (গয়া)।  শুভ সংখ্যাঃ ১,৩,৪,৫,৬,৮। শুভ রঙঃ লাল, সোনালী বা হালকা হলুদ, নীল এবং ধূসর।

ধনু রাশিঃ পিতা-মাতা সহ গুরুপ্রিয় এই জাতক-জাতিকাগন মেধা সহ ধনসম্পদ যুক্ত হবেন। কিন্তু এপ্রিলে হঠাৎই বিপর্যয় ঘটতে পারে। অবশ্যই অনেকেই উপস্থিত বুদ্ধি সহ নিজ ক্ষমতা বলে প্রায় সমস্ত বাধা মুক্ত হয়ে পারিপার্শ্বিক আন্যান্যদের চমকে দিতে পারেন। এবছর আপনার গৃহে একটি পুত্র সন্তানের জন্ম হতে পারে। কেউ আবার একটি পুত্র সন্তানকে দত্তক নিতে পারেন। বিদ্যার্থীর মেধা বৃদ্ধি সহ সকল প্রাপ্তি, লেখক, শিল্পী, কবি ইত্যাদির জনপ্রিয়তা আকাশচুম্বী হতে পারে। কেউ কেউ হঠাৎই বংশের বিখ্যাত হয়ে উঠতে পারেন। কর্মচারীর পদোন্নতি, কেউ আবার রাজ কর্ম বা হঠাৎ সরকারি চাকরি পাতে পারেন। সাবধান, ক্রোধ বর্জন করুন। হঠাৎই মহাবিপদ ঘটিয়ে ফেলতে পারেন। সেই সঙ্গে পরপুরুষ/পরনারী থেকে সাবধান হোন। দুর্নাম সহ নানা সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। এমনকি ভ্রাতা-ভাগ্নী, আত্মীয়-স্বজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে পারে। 
শুভ প্রতিকারঃ পীতম্বরী নীলা (সিংহলী) ২। পদ্ম চুনী (বার্মিজ) ৩। কালো গোমেদ। শুভ সংখ্যাঃ ১,৩,৫,৬,৭,৮।   শুভ রঙঃ হলুদ,নীল, কালো, লাল, এবং ধূসর।

মকর রাশিঃ বছরের শুরুতে নিজের এবং প্রথমে সন্তানের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া বাঞ্ছনীয়। হিংসুটে জাতক-জাতিকার অকারণ অর্থ ব্যায়ের থেকে মুক্তি পেতে পারেন। নানাভাবে প্রতিভার বিকাশ, বিদ্যার্থীর আশাতীত সুফল পেতে পারেন। হবেন উদার, গুণবান এবং পরোপকারী। কিন্তু কিছু জাতক-জাতিকার হঠাৎই নিজের অজান্তে কোন গুপ্তরোগের শিকার হতে পারেন। এতএব পরপুরুষ-পরনারী, বিলাস-বাসন থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করুন। সেপ্টেম্বরে হঠাৎই ভাগ্যদয়। ফলে জাগতিক নানা সুখ সহ ধনধান্যে ভরে উঠতে পারেন। কাউ কাউ শ্বশুরালয় থেকে ধনসম্পদ প্রাপ্ত হতে পারেন। কাউ আবার সন্তানের কৃতকর্মের দারুণ সমাজে জনপ্রিয় হয়ে উঠতে পারেন। 
শুভ প্রতিকারঃ ১। পীতম্বরী নীলা (সিংহলী) ২। পীত গোমেদ (সিংহলী) ৩। মার্কারি যুক্ত পান্না (কলম্বিয়ান)।  শুভ সংখ্যাঃ ২,৪,৬,৭,৮,৯।

কুম্ভ রাশিঃ বছরের শুরুতে জ্ঞাতি শত্রুতার ফলে আশানুরুপ আয়ে বাধা। কিছু বিদ্যার্থীর বিদ্যায় বাধা। বিশেষ করে যারা বিলাস বাসনে মত্ত থাকবেন। তা সত্ত্বেও নানাভাবে প্রতিভার বিকাশ ঘটবে এবং বহু ক্ষেত্রে জয়ী হবেন। এপ্রিলে প্রথম সন্তান এবং পিতার স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া বাঞ্ছনীয়। জুলাইতে হঠাৎই কোন দুষ্টা স্ত্রীলোকের প্রেমে পড়ে প্রতারণার শিকার সহ আশাতীত ব্যায়ের কবলে পড়তে পারেন। ফলে বিভ্রান্তি সহ গৃহ সুখে নানা বাধা আসতে পারে। যা সম্পূর্ণ অনুভূত হবে সেপ্টেম্বর এবং নভেম্বরে। কারণ ওই সময়ে ভাগ্যহানির সম্ভাবনা প্রবল।। তবে এসব সত্ত্বেও কিছু জাতক শ্বশুরালয় থেকে ধনসম্পদ পেয়ে আবার উঠে দাঁড়াতে পারবেন। আবশ্য এই ধরণের জাতকের সংখ্যা খুবই কম।
শুভ প্রতিকারঃ ১। পীত পোখরাজ (সিংহলী) ২। শুভ্র হীরা বা শ্বেত জারকন। ৩। কালো গোমেদ (গয়া) ৪। সবুজ পান্না (ব্রাজিলিয়ান)।  শুভ রঙঃ হলুদ, সাদা, সবুজ, কালো।  শুভ সংখ্যাঃ ২,৪,৬,৭,৮,৯

মীন রাশিঃ বছরের শুরুতে পিতাপুত্রের মতবিরোধ দেখে দিতে পারে। পড়ে কোন নিকট আত্মীয়ের মধ্যস্থতায় ঠিক হয়ে যাবে। বিদ্যার্থীর মেধা বৃদ্ধি ঘটবে ঠিকই, কিন্তু ফেব্রুয়ারী এবং সেপ্টেম্বরে বিদ্যায় বাধা আসতে পারে। কিন্তু তা সত্ত্বেও পরীক্ষার ফল মনোমতই হবে। ধার্মিক এবং গুরুপ্রিয় ব্যাক্তি প্রায় সর্বকার্যে জয়ী ও লাভবান হবেন। পেতে পারেন রাজসম্মান, সেই সঙ্গে লোকখ্যাতি আকাশ্চুম্বী হতে পারে। বাণিজ্য কর্মস্থানে আয় বৃদ্ধি সহ তীর্থ ভ্রমনের সম্ভাবনা প্রবল। নেতা-নেত্রী, শিল্পী, আধিকারিকগনের ক্রমশ নানা উন্নতির সম্ভাবনা দৃষ্ট হয় ঠিকই। কিন্তু আগস্ট সেপ্টেম্বরে শত্রু বৃদ্ধির সম্ভাবনাও প্রবল। কেউ আবার বুদ্ধিমতী স্ত্রীর সুপরামর্শে শত্রুজয়ী সহ নানা কার্যে সফল হতে পারেন। বিদেশে বাণিজ্য, কর্মরত ব্যাক্তির নানা উন্নতি সহ ধনাগমের সম্ভাবনা প্রবল।
শুভ প্রতিকারঃ পীত পোখরাজ ২। কমলা প্রবাল (ইতালিয়ান)। ৩। পীত গোমেদ (সিংহলী)।
শুভ রঙঃ হলুদ, কমলা, কালো, লাল।  শুভ সংখ্যাঃ ১,৩,৫,৬,৭  
    

২০২০ সমস্ত রাশির বাৎসরিক রাশিফল [ জ্যোতিষ মত অনুযায়ী ] ২০২০ সমস্ত রাশির বাৎসরিক রাশিফল [ জ্যোতিষ মত অনুযায়ী  ] Reviewed by Wisdom Apps on জানুয়ারী ০৪, ২০২০ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.